ETV Bharat / bharat

সলমনের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রী শিন্ডের, ভাইজানের নিরাপত্তা বাড়াতে নির্দেশ কমিশনারকে - Salman Khan - SALMAN KHAN

Shoot-out at Outside of Salman Khan House: রবিবার ভোর পাঁচটা নাগাদ বলিউড সুপারস্টার সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে শুট-আউটের ঘটনা ঘটেছিল ৷ সেই ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী অভিনেতার সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানা গিয়েছে ৷ তাঁর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 6:50 PM IST

মুম্বই, 14 এপ্রিল: সলমন খানকে ফোন করে তাঁর খোঁজখবর নিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ রবিবার ভোরে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে চার রাউন্ড গুলি চলে ৷ দুই অজ্ঞাত পরিচয় আঁততায়ী বাইকে সওয়ার হয়ে আসে ও গ্যালাক্সির সামনে গুলি চালায় ৷ জানা গিয়েছে, সলমনের ব্যালকনিতে গুলির চিহ্ন পাওয়া গেছে ৷ সলমনের সঙ্গে কথা বলার পাশাপাশি, একনাথ শিন্ডে মুম্বই পুলিশ কমিশনারকে অভিনেতার ব্যক্তিগত ও তাঁর বাড়িতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ৷ অন্যদিকে মুম্বইয়ের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার গ্যাং ঘটনার দায় নিয়েছে ৷

সূত্রের খবর, একনাথ শিন্ডে ফোনে সলমনকে বলেছেন, "আপনার ভয় পাওয়ার কোনও কারণ নেই ৷ চিন্তা করবেন না ৷ রাজ্য সরকার আপনাকে বাড়তি নিরাপত্তা প্রদান করবে ৷" কিন্তু, বিষয়টি হল, গত একবছরে অন্তত দু’বার খুনের হুমকি পেয়েছেন সলমন খান ৷ 2023 সালের মার্চ ও এপ্রিল মাসে মুম্বইয়ের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার তাঁকে খুনের হুমকি দিয়েছিল ৷ তারপরে সলমনের নিরাপত্তা বাড়িয়েছিল মুম্বই পুলিশ ৷

এই মুহূর্তে বলিউডের ভাইজানকে 'ওয়াই ক্যাটাগরি'র নিরাপত্তা দেওয়া হয় ৷ অভিনেতার নিরাপত্তা বলয়ে সবসময় পুলিশের 11 জনের বিশেষ বাহিনী থাকে ৷ এছাড়াও একজন কম্যান্ডো এবং দু'জন পিএসও রয়েছেন সলমনের নিরাপত্তা বলয়ে ৷ রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশের দু'টি গাড়ি সলমনের গাড়িকে এসকর্ট করে নিয়ে যায় ৷ এছাড়াও ব্যক্তিগত নিরাপত্তা রয়েছে ৷ এমনকী সলমন যে গাড়িতে যান সেটিও সম্পূর্ণ বুলেটপ্রুফ ৷

কিন্তু, এবার রাস্তা নয় ৷ প্রাণের ঝুঁকি তাঁর বাড়িতেও ৷ আজ ভোরে দুই অজ্ঞাত পরিচয় আঁততায়ী হেলমেট পরা অবস্থায় বাইকে করে এসে, গ্যালাক্সির সামনে মোট চার রাউন্ড গুলি চালায় ৷ ঘটনার সময় সলমন বাড়িতে ছিলেন কি না, তা জানা যায়নি ৷ তবে, তাঁর বাড়ির ব্যালকনির দেওয়ালে একটি গুলি উদ্ধার করেছে ফরেন্সিক টিম ৷ মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ৷ সঙ্গে স্থানীয় বান্দ্রা থানার পুলিশও তদন্ত করছে ৷

ঘটনার পর থেকে গ্যালাক্সির সামনে পুলিশের ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে ৷ ওই বহুতলের সামনে কোনও গাড়ি দাঁড়াতে দিচ্ছে না পুলিশ ৷ গ্যালাক্সিতে আসা প্রতিটি গাড়ি খুটিয়ে তল্লাশি করা হচ্ছে ৷ এমনকি বাইরে থেকে কেউ এলে তাঁদের পুরো তল্লাশির পরেই ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. সলমনের বাংলোর বাইরে শূন্যে গুলি দুই অজ্ঞাতপরিচয়ের, বাড়ল নিরাপত্তা
  2. শাহরুখ-সলমনের ঈদি অনুরাগীদের, গ্যালাক্সি-মন্নতে লাখো মানুষের ভিড়
  3. 'তোমাকে মিস করি', জন্মদিনে প্রয়াত সতীশ কৌশিককে নিয়ে আবেগতাড়িত অনুপম

মুম্বই, 14 এপ্রিল: সলমন খানকে ফোন করে তাঁর খোঁজখবর নিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ রবিবার ভোরে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে চার রাউন্ড গুলি চলে ৷ দুই অজ্ঞাত পরিচয় আঁততায়ী বাইকে সওয়ার হয়ে আসে ও গ্যালাক্সির সামনে গুলি চালায় ৷ জানা গিয়েছে, সলমনের ব্যালকনিতে গুলির চিহ্ন পাওয়া গেছে ৷ সলমনের সঙ্গে কথা বলার পাশাপাশি, একনাথ শিন্ডে মুম্বই পুলিশ কমিশনারকে অভিনেতার ব্যক্তিগত ও তাঁর বাড়িতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ৷ অন্যদিকে মুম্বইয়ের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার গ্যাং ঘটনার দায় নিয়েছে ৷

সূত্রের খবর, একনাথ শিন্ডে ফোনে সলমনকে বলেছেন, "আপনার ভয় পাওয়ার কোনও কারণ নেই ৷ চিন্তা করবেন না ৷ রাজ্য সরকার আপনাকে বাড়তি নিরাপত্তা প্রদান করবে ৷" কিন্তু, বিষয়টি হল, গত একবছরে অন্তত দু’বার খুনের হুমকি পেয়েছেন সলমন খান ৷ 2023 সালের মার্চ ও এপ্রিল মাসে মুম্বইয়ের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার তাঁকে খুনের হুমকি দিয়েছিল ৷ তারপরে সলমনের নিরাপত্তা বাড়িয়েছিল মুম্বই পুলিশ ৷

এই মুহূর্তে বলিউডের ভাইজানকে 'ওয়াই ক্যাটাগরি'র নিরাপত্তা দেওয়া হয় ৷ অভিনেতার নিরাপত্তা বলয়ে সবসময় পুলিশের 11 জনের বিশেষ বাহিনী থাকে ৷ এছাড়াও একজন কম্যান্ডো এবং দু'জন পিএসও রয়েছেন সলমনের নিরাপত্তা বলয়ে ৷ রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশের দু'টি গাড়ি সলমনের গাড়িকে এসকর্ট করে নিয়ে যায় ৷ এছাড়াও ব্যক্তিগত নিরাপত্তা রয়েছে ৷ এমনকী সলমন যে গাড়িতে যান সেটিও সম্পূর্ণ বুলেটপ্রুফ ৷

কিন্তু, এবার রাস্তা নয় ৷ প্রাণের ঝুঁকি তাঁর বাড়িতেও ৷ আজ ভোরে দুই অজ্ঞাত পরিচয় আঁততায়ী হেলমেট পরা অবস্থায় বাইকে করে এসে, গ্যালাক্সির সামনে মোট চার রাউন্ড গুলি চালায় ৷ ঘটনার সময় সলমন বাড়িতে ছিলেন কি না, তা জানা যায়নি ৷ তবে, তাঁর বাড়ির ব্যালকনির দেওয়ালে একটি গুলি উদ্ধার করেছে ফরেন্সিক টিম ৷ মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ৷ সঙ্গে স্থানীয় বান্দ্রা থানার পুলিশও তদন্ত করছে ৷

ঘটনার পর থেকে গ্যালাক্সির সামনে পুলিশের ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে ৷ ওই বহুতলের সামনে কোনও গাড়ি দাঁড়াতে দিচ্ছে না পুলিশ ৷ গ্যালাক্সিতে আসা প্রতিটি গাড়ি খুটিয়ে তল্লাশি করা হচ্ছে ৷ এমনকি বাইরে থেকে কেউ এলে তাঁদের পুরো তল্লাশির পরেই ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. সলমনের বাংলোর বাইরে শূন্যে গুলি দুই অজ্ঞাতপরিচয়ের, বাড়ল নিরাপত্তা
  2. শাহরুখ-সলমনের ঈদি অনুরাগীদের, গ্যালাক্সি-মন্নতে লাখো মানুষের ভিড়
  3. 'তোমাকে মিস করি', জন্মদিনে প্রয়াত সতীশ কৌশিককে নিয়ে আবেগতাড়িত অনুপম
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.