ETV Bharat / bharat

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু জেলবন্দি মাফিয়া মুখতার আনসারির - Mafia Mukhtar Ansari - MAFIA MUKHTAR ANSARI

Mukhtar Ansari Died: মৃত্যু হল মাফিয়া মুখতার আনসারির ৷ উত্তরপ্রদেশের গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারিকে দু'দিন আগে বান্দা হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে আজ, সন্ধেয় তার মৃ্ত্যু হয় ৷ বয়স হয়েছিল 63।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 10:56 PM IST

Updated : Mar 29, 2024, 6:36 AM IST

বান্দা, 28 মার্চ: প্রয়াত উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার তথা রাজনৈতিক নেতা মুখতার আনসারি (63) ৷ বৃহস্পতিবার রাতে বান্দায় রানি দুর্গাবতী মেডিক্যাল কলেজে তার মৃত্যু হয় ৷ মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, আনসারিকে বৃহস্পতিবার রাত 8.25 মিনিটে বান্দার হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় নিয়ে আসা হয় ৷ সে বারবার বমি করছিল ৷ 9 সদস্যের চিকিৎসকদের একটি দল তার চিকিৎসা করছিল ৷ তবে হৃদরোগে মৃত্যু হয় মুখতার আনসারির ৷

এদিকে আনসারির ভাই এবং গাজিপুরের সাংসদ আফজল আনসারি মঙ্গলবারই অভিযোগ করেন, জেলে মুখতার আনসারিকে বিষ দেওয়া হয়েছে ৷ যদিও জেল কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে ৷ দিনদু'য়েক আগেও জেলের মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হতে হয়েছিল গ্যাংস্টার মুখতার আনসারিকে ৷ যদিও পরে সাময়িক সুস্থ হলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ কিন্তু বৃহস্পতিবার ফের তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উত্তরপ্রদেশের বান্দা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় গ্যাংস্টারকে ৷

তবে সম্প্রতি আনসারি নিজেও অভিযোগ করেছিল, উত্তরপ্রদেশে জেলের মধ্যেই তাকে বিষ দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে ৷ এরপর আচমকা মৃত্যুতে স্বভাবতই শোরগোল শুরু হয়েছে যোগীরাজ্যে। আনসারি হাসপাতালে ভরতি হওয়ার সময় থেকেই সতর্কতা জারি করা হয়েছিল লখনউ, মৌ এবং গাজিপুরে। গাজিপুরে মুখতার আনসারির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়ির বাইরে জড়ো হতে শুরু করেন সাধারণ মানুষ। আনসারির আইনজীবী নাসিম হায়দার বলেন, "তাঁকে জেল কর্তৃপক্ষ জানিয়েছিল, গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হয়ে যাওয়া মুখতারকে বান্দা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ৷ এছাড়া আর কোনও তথ্য দেওয়া হয়নি।"

আনসারি মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশের বান্দা, মউ, গাজিপুর এবং বারাণসী জেলায় 144 ধারা জারি করেছে পুলিশ প্রশাসন ৷ এর ফলে কোনও জায়গায় খুব বেশি লোক জমায়েত করতে পারবে না ৷ উত্তরপ্রদেশের রাজনীতির চিরবিতর্কিত মুখ গ্যাংস্টার মুখতার আনসারি। উত্তরপ্রদেশের মৌ সদর বিধানসভা কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক সে। 2005 সালের নভেম্বর মাসে গাজিপুরের বিধায়ক কৃষ্ণানন্দ রাই-সহ 7 জনকে খুনের অভিযোগ ওঠে মুখতারের বিরুদ্ধে। সেই মামলায় গত বছর 10 বছরের কারাবাস হয় তাঁর। এরপর সম্প্রতি অস্ত্রের ভুয়ো লাইসেন্স মামলায় এই মাফিয়া রাজনীতিকের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে আদালত।

আরও পড়ুন:

  1. কড়া নিরাপত্তায় 'লেডি ডন' অনুরাধা চৌধুরির সঙ্গে বিয়ে হল গ্যাংস্টার কালা জাঠেরির
  2. গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগীর সম্পত্তি বাজেয়াপ্ত এনআইএয়ের
  3. 'মৃত্যুর কোনও ভিসা লাগে না'- সলমন ঘনিষ্ঠ বলেই পাঞ্জাবি গায়ক গিপ্পির বাড়ি লক্ষ্য করে গুলি!

বান্দা, 28 মার্চ: প্রয়াত উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার তথা রাজনৈতিক নেতা মুখতার আনসারি (63) ৷ বৃহস্পতিবার রাতে বান্দায় রানি দুর্গাবতী মেডিক্যাল কলেজে তার মৃত্যু হয় ৷ মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, আনসারিকে বৃহস্পতিবার রাত 8.25 মিনিটে বান্দার হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় নিয়ে আসা হয় ৷ সে বারবার বমি করছিল ৷ 9 সদস্যের চিকিৎসকদের একটি দল তার চিকিৎসা করছিল ৷ তবে হৃদরোগে মৃত্যু হয় মুখতার আনসারির ৷

এদিকে আনসারির ভাই এবং গাজিপুরের সাংসদ আফজল আনসারি মঙ্গলবারই অভিযোগ করেন, জেলে মুখতার আনসারিকে বিষ দেওয়া হয়েছে ৷ যদিও জেল কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে ৷ দিনদু'য়েক আগেও জেলের মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হতে হয়েছিল গ্যাংস্টার মুখতার আনসারিকে ৷ যদিও পরে সাময়িক সুস্থ হলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ কিন্তু বৃহস্পতিবার ফের তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উত্তরপ্রদেশের বান্দা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় গ্যাংস্টারকে ৷

তবে সম্প্রতি আনসারি নিজেও অভিযোগ করেছিল, উত্তরপ্রদেশে জেলের মধ্যেই তাকে বিষ দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে ৷ এরপর আচমকা মৃত্যুতে স্বভাবতই শোরগোল শুরু হয়েছে যোগীরাজ্যে। আনসারি হাসপাতালে ভরতি হওয়ার সময় থেকেই সতর্কতা জারি করা হয়েছিল লখনউ, মৌ এবং গাজিপুরে। গাজিপুরে মুখতার আনসারির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়ির বাইরে জড়ো হতে শুরু করেন সাধারণ মানুষ। আনসারির আইনজীবী নাসিম হায়দার বলেন, "তাঁকে জেল কর্তৃপক্ষ জানিয়েছিল, গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হয়ে যাওয়া মুখতারকে বান্দা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ৷ এছাড়া আর কোনও তথ্য দেওয়া হয়নি।"

আনসারি মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশের বান্দা, মউ, গাজিপুর এবং বারাণসী জেলায় 144 ধারা জারি করেছে পুলিশ প্রশাসন ৷ এর ফলে কোনও জায়গায় খুব বেশি লোক জমায়েত করতে পারবে না ৷ উত্তরপ্রদেশের রাজনীতির চিরবিতর্কিত মুখ গ্যাংস্টার মুখতার আনসারি। উত্তরপ্রদেশের মৌ সদর বিধানসভা কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক সে। 2005 সালের নভেম্বর মাসে গাজিপুরের বিধায়ক কৃষ্ণানন্দ রাই-সহ 7 জনকে খুনের অভিযোগ ওঠে মুখতারের বিরুদ্ধে। সেই মামলায় গত বছর 10 বছরের কারাবাস হয় তাঁর। এরপর সম্প্রতি অস্ত্রের ভুয়ো লাইসেন্স মামলায় এই মাফিয়া রাজনীতিকের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে আদালত।

আরও পড়ুন:

  1. কড়া নিরাপত্তায় 'লেডি ডন' অনুরাধা চৌধুরির সঙ্গে বিয়ে হল গ্যাংস্টার কালা জাঠেরির
  2. গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগীর সম্পত্তি বাজেয়াপ্ত এনআইএয়ের
  3. 'মৃত্যুর কোনও ভিসা লাগে না'- সলমন ঘনিষ্ঠ বলেই পাঞ্জাবি গায়ক গিপ্পির বাড়ি লক্ষ্য করে গুলি!
Last Updated : Mar 29, 2024, 6:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.