ডিন্ডোরি (মধ্যপ্রদেশ), 29 জানুয়ারি: মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলার শাহপুরায় খুন এক মহিলা সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) ৷ বীমা এবং ব্যাঙ্কের নমিনি না-করার জন্যই ওই সরকারি আধিকারিককে তাঁর স্বামীই হত্যা করেছে বলে অভিযোগ ৷ সোমবার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এমনটাই জানিয়েছেন।
এসডিএম নিশা নাপিত (51) 2020 সালে একটি সোশাল মিডিয়া সাইটে আলাপ-পরিচয়ের পর মণীশ শর্মা (45)-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷ বীমা এবং ব্যাঙ্ক রেকর্ডে মনোনীত করার দাবি নিয়ে দু'জনের মধ্যে বিরোধ তৈরি হয় ৷ পুলিশ সুপার অখিল প্যাটেল জানান, মূলত ব্যাঙ্ক এবং বীমায় তাঁকে নমিনি না-করার জন্যই ওই মহিলাকে খুন করেন মণীশ শর্মা। পুলিশ সুপার আরও জানিয়েছেন, রবিবার মনীশ শর্মা তাঁকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে খুন করে ৷ এরপর মৃতদেহের কাছেই প্রায় ছয় ঘন্টা বসেছিলেন ৷ পরে মৃতদেহ নিকটবর্তী কমিউনিটি হেলথ সেন্টারে তিনি নিজেই নিয়ে যান ৷ সেখানেই চিকিৎসকরা পুলিশকে বিষয়টি জানান ৷
মণীশ শর্মা তার রক্তমাখা কাপড়ের পাশাপাশি ওয়াশিং মেশিনে বালিশও ধুয়ে ফেলেছিলেন বলেও তদন্তের পর পুলিশ জানিয়েছে ৷ পুলিশ সুপার অখিল প্যাটেল বলেন, "আমাদের তদন্তের ভিত্তিতে এবং ঘটনাস্থল থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে আমরা মণীশ শর্মাকে জিজ্ঞাসাবাদ করেছি ৷ তারপর তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, যৌতুক সংক্রান্ত কারণে হত্যা, প্রমাণ নষ্ট করা এবং অন্যান্য অপরাধের অভিযোগে মামলা রুজু করা হয়েছে ৷"
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মুকেশ শ্রীবাস্তব 24 ঘন্টার মধ্যে মামলাটি সমাধান করার জন্য তদন্তকারী দলের প্রশংসা করেছেন ৷ পাশাপাশি 20 হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছেন তিনি ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি সম্পত্তি সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত।
আরও পড়ুন: