ETV Bharat / bharat

নমিনি নিয়ে বিবাদ, আমলা স্ত্রী'কে খুন করে 6 ঘণ্টা দেহ আগলে বসে রইল স্বামী - Man kills bureaucrat wife

Man Kills Bureaucrat Wife: এসডিএম নিশা নাপিত (51) 2020 সালে একটি সোশাল মিডিয়া সাইটের মাধ্যমে মনীশ শর্মা (45)-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷ তাঁকে বীমা এবং ব্যাঙ্ক রেকর্ডে মনোনীত করার দাবিতে দুই জনের মধ্যে বিরোধ তৈরি হয় ৷ পুলিশ সুপার অখিল প্যাটেল জানান, মূলত ব্যাঙ্ক এবং বীমায় তাঁকে নমিনি না করার জন্যই ওই মহিলাকে খুন করেন মনীশ শর্মা।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 10:59 PM IST

ডিন্ডোরি (মধ্যপ্রদেশ), 29 জানুয়ারি: মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলার শাহপুরায় খুন এক মহিলা সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) ৷ বীমা এবং ব্যাঙ্কের নমিনি না-করার জন্যই ওই সরকারি আধিকারিককে তাঁর স্বামীই হত্যা করেছে বলে অভিযোগ ৷ সোমবার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এমনটাই জানিয়েছেন।

এসডিএম নিশা নাপিত (51) 2020 সালে একটি সোশাল মিডিয়া সাইটে আলাপ-পরিচয়ের পর মণীশ শর্মা (45)-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷ বীমা এবং ব্যাঙ্ক রেকর্ডে মনোনীত করার দাবি নিয়ে দু'জনের মধ্যে বিরোধ তৈরি হয় ৷ পুলিশ সুপার অখিল প্যাটেল জানান, মূলত ব্যাঙ্ক এবং বীমায় তাঁকে নমিনি না-করার জন্যই ওই মহিলাকে খুন করেন মণীশ শর্মা। পুলিশ সুপার আরও জানিয়েছেন, রবিবার মনীশ শর্মা তাঁকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে খুন করে ৷ এরপর মৃতদেহের কাছেই প্রায় ছয় ঘন্টা বসেছিলেন ৷ পরে মৃতদেহ নিকটবর্তী কমিউনিটি হেলথ সেন্টারে তিনি নিজেই নিয়ে যান ৷ সেখানেই চিকিৎসকরা পুলিশকে বিষয়টি জানান ৷

মণীশ শর্মা তার রক্তমাখা কাপড়ের পাশাপাশি ওয়াশিং মেশিনে বালিশও ধুয়ে ফেলেছিলেন বলেও তদন্তের পর পুলিশ জানিয়েছে ৷ পুলিশ সুপার অখিল প্যাটেল বলেন, "আমাদের তদন্তের ভিত্তিতে এবং ঘটনাস্থল থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে আমরা মণীশ শর্মাকে জিজ্ঞাসাবাদ করেছি ৷ তারপর তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, যৌতুক সংক্রান্ত কারণে হত্যা, প্রমাণ নষ্ট করা এবং অন্যান্য অপরাধের অভিযোগে মামলা রুজু করা হয়েছে ৷"

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মুকেশ শ্রীবাস্তব 24 ঘন্টার মধ্যে মামলাটি সমাধান করার জন্য তদন্তকারী দলের প্রশংসা করেছেন ৷ পাশাপাশি 20 হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছেন তিনি ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি সম্পত্তি সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত।

আরও পড়ুন:

  1. 'সরি বাবা-মা, আমি জয়েন্ট দিতে পারব না'; সুইসাইড নোট লিখে কোটায় আত্মঘাতী ছাত্রী
  2. মাদক মেশানো চা খাইয়ে যোগীরাজ্যে গণধর্ষণের অভিযোগ দুই বোনকে, অভিযুক্ত পাঁচ
  3. পুনের ওয়ো হোটেলে প্রেমিকের গুলিতে মৃত্যু সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণীর

ডিন্ডোরি (মধ্যপ্রদেশ), 29 জানুয়ারি: মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলার শাহপুরায় খুন এক মহিলা সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) ৷ বীমা এবং ব্যাঙ্কের নমিনি না-করার জন্যই ওই সরকারি আধিকারিককে তাঁর স্বামীই হত্যা করেছে বলে অভিযোগ ৷ সোমবার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এমনটাই জানিয়েছেন।

এসডিএম নিশা নাপিত (51) 2020 সালে একটি সোশাল মিডিয়া সাইটে আলাপ-পরিচয়ের পর মণীশ শর্মা (45)-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷ বীমা এবং ব্যাঙ্ক রেকর্ডে মনোনীত করার দাবি নিয়ে দু'জনের মধ্যে বিরোধ তৈরি হয় ৷ পুলিশ সুপার অখিল প্যাটেল জানান, মূলত ব্যাঙ্ক এবং বীমায় তাঁকে নমিনি না-করার জন্যই ওই মহিলাকে খুন করেন মণীশ শর্মা। পুলিশ সুপার আরও জানিয়েছেন, রবিবার মনীশ শর্মা তাঁকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে খুন করে ৷ এরপর মৃতদেহের কাছেই প্রায় ছয় ঘন্টা বসেছিলেন ৷ পরে মৃতদেহ নিকটবর্তী কমিউনিটি হেলথ সেন্টারে তিনি নিজেই নিয়ে যান ৷ সেখানেই চিকিৎসকরা পুলিশকে বিষয়টি জানান ৷

মণীশ শর্মা তার রক্তমাখা কাপড়ের পাশাপাশি ওয়াশিং মেশিনে বালিশও ধুয়ে ফেলেছিলেন বলেও তদন্তের পর পুলিশ জানিয়েছে ৷ পুলিশ সুপার অখিল প্যাটেল বলেন, "আমাদের তদন্তের ভিত্তিতে এবং ঘটনাস্থল থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে আমরা মণীশ শর্মাকে জিজ্ঞাসাবাদ করেছি ৷ তারপর তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, যৌতুক সংক্রান্ত কারণে হত্যা, প্রমাণ নষ্ট করা এবং অন্যান্য অপরাধের অভিযোগে মামলা রুজু করা হয়েছে ৷"

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মুকেশ শ্রীবাস্তব 24 ঘন্টার মধ্যে মামলাটি সমাধান করার জন্য তদন্তকারী দলের প্রশংসা করেছেন ৷ পাশাপাশি 20 হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছেন তিনি ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি সম্পত্তি সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত।

আরও পড়ুন:

  1. 'সরি বাবা-মা, আমি জয়েন্ট দিতে পারব না'; সুইসাইড নোট লিখে কোটায় আত্মঘাতী ছাত্রী
  2. মাদক মেশানো চা খাইয়ে যোগীরাজ্যে গণধর্ষণের অভিযোগ দুই বোনকে, অভিযুক্ত পাঁচ
  3. পুনের ওয়ো হোটেলে প্রেমিকের গুলিতে মৃত্যু সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.