ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে ধাক্কা খেল কংগ্রেস! একমাত্র সাংসদ গীতা কোডা যোগ দিলেন বিজেপিতে - Congress

রাজনৈতিক মহলে জল্পনা ছিল, কংগ্রেস সাংসদ গীতা কোডা শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন। এদিন সাংসদ গীতা কোডা এই জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডির উপস্থিতিতে দলের সদস্যপদ গ্রহণ করেন।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 10:58 PM IST

রাঁচী, 26 ফেব্রুয়ারি: কংগ্রেস ছেড়ে সিংভূমের সাংসদ গীতা কোডা সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন। গত কয়েক মাস ধরে রাজনৈতিক মহলে জল্পনা ছিল, কংগ্রেস সাংসদ গীতা কোডা শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন। এদিন সাংসদ গীতা কোডা এই জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডির উপস্থিতিতে দলের সদস্যপদ গ্রহণ করেন।

বাবুলাল মারান্ডির সামনে সদস্যপদ গ্রহণ করার পরে সাংসদ গীতা কোডা সাফ বলেন, "বর্তমানে কেবল মোদিজি দেশের উন্নতি করতে পারেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে ভারতের সংস্কৃতি ও সভ্যতাকে বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠিত করছেন তা প্রশংসনীয়। এখন তাঁর নেতৃত্বে গোটা ভারত এগিয়ে চলেছে ৷ যার সাফল্য সারা বিশ্বও স্বীকার করে নিয়েছে। তাই প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে আমি বিজেপিতে যোগ দিয়েছি।"

একই সঙ্গে কংগ্রেসের অন্দরে চলতে থাকা বিতর্ক প্রসঙ্গে তিনি জানান, গত কয়েকদিন ধরে কংগ্রেস পার্টিতে কর্মীরা যেভাবে অবহেলিত হচ্ছে, তাতে ঝাড়খণ্ডের আদিবাসীরা কোনও না কোনওভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্য কংগ্রেস পার্টির এই আচরণ দেখে রাজ্য স্তরের অনেক নেতাও শীর্ষ নেতৃত্বকে লিখিত এবং মৌখিক আকারে জানিয়েছিলেন তিনি ৷ কিন্তু তাঁর অভিযোগ, তারপরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানান গীতা কোডা।

একই সঙ্গে, গীতা কোডা এদিন দাবি করেন, দলে যখন কর্মী ও জনপ্রতিনিধিদের কথা শোনা হয় না। তাই দলে থাকা অবশ্যই কঠিন হয়ে পড়েছিল। এই সব সমস্যা দেখে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলেই জানান গীতা। তিনি বলেন, "কোনও শর্তে দলে আসেননি। কর্মী হিসেবে দলের সদস্যপদ নিয়েছেন। দলের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হোক না কেন, আমরা সততার সঙ্গে তা পালন করব।"

সিংভূম থেকে নির্বাচনে লড়ার প্রশ্নে তিনি জানান, দল যে সিদ্ধান্ত নেবে তিনি তাকে স্বাগত জানাবেন। গীতা কোডা বিজেপিতে যোগ দেওয়ার পরে, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি এবং বিরোধী দলের নেতা অমর বাউরিও তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বাবুলাল মারান্ডি সোশাল মিডিয়ায় লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনকল্যাণমূলক কাজ এবং বিজেপির নীতি দ্বারা প্রভাবিত, চাইবাসার কঠোর পরিশ্রমী সাংসদ তিনি। আজ বিজেপিতে যোগ দিলেন গীতা কোডা। বিজেপি পরিবারে আপনাকে স্বাগত ও অভিনন্দন।"

সদস্যপদ গ্রহণ করার পরে, গীতা কোডা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডা রাজ্য বিজেপি অফিসে সংগঠনের সাধারণ সম্পাদক কর্মবীর সিংয়ের সঙ্গেও দেখা করেন। রাজ্য বিজেপি সভাপতি বাবুলাল মারান্ডি, পশ্চিম সিংভূম জেলা সভাপতি সঞ্জু পান্ডে এবং দলের নেতা সন্দীপ ভার্মাও এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 2019 সালে তিনি কংগ্রেস পার্টি থেকে এই আসন থেকে লোকসভা নির্বাচনে জয়ী হন। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডার স্ত্রীও।

আরও পড়ুন

উন্মত্ত হয়ে সরকারি চাকরির পেছনে ছোটা বন্ধ করতে হবে যুবদের: ধনকড়

ক্ষমতায় এলে 'অগ্নিপথ' বাতিল করে পুরনো সামরিক নিয়োগ প্রকল্প ফেরাব: কংগ্রেস

রাঁচী, 26 ফেব্রুয়ারি: কংগ্রেস ছেড়ে সিংভূমের সাংসদ গীতা কোডা সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন। গত কয়েক মাস ধরে রাজনৈতিক মহলে জল্পনা ছিল, কংগ্রেস সাংসদ গীতা কোডা শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন। এদিন সাংসদ গীতা কোডা এই জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডির উপস্থিতিতে দলের সদস্যপদ গ্রহণ করেন।

বাবুলাল মারান্ডির সামনে সদস্যপদ গ্রহণ করার পরে সাংসদ গীতা কোডা সাফ বলেন, "বর্তমানে কেবল মোদিজি দেশের উন্নতি করতে পারেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে ভারতের সংস্কৃতি ও সভ্যতাকে বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠিত করছেন তা প্রশংসনীয়। এখন তাঁর নেতৃত্বে গোটা ভারত এগিয়ে চলেছে ৷ যার সাফল্য সারা বিশ্বও স্বীকার করে নিয়েছে। তাই প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে আমি বিজেপিতে যোগ দিয়েছি।"

একই সঙ্গে কংগ্রেসের অন্দরে চলতে থাকা বিতর্ক প্রসঙ্গে তিনি জানান, গত কয়েকদিন ধরে কংগ্রেস পার্টিতে কর্মীরা যেভাবে অবহেলিত হচ্ছে, তাতে ঝাড়খণ্ডের আদিবাসীরা কোনও না কোনওভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্য কংগ্রেস পার্টির এই আচরণ দেখে রাজ্য স্তরের অনেক নেতাও শীর্ষ নেতৃত্বকে লিখিত এবং মৌখিক আকারে জানিয়েছিলেন তিনি ৷ কিন্তু তাঁর অভিযোগ, তারপরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানান গীতা কোডা।

একই সঙ্গে, গীতা কোডা এদিন দাবি করেন, দলে যখন কর্মী ও জনপ্রতিনিধিদের কথা শোনা হয় না। তাই দলে থাকা অবশ্যই কঠিন হয়ে পড়েছিল। এই সব সমস্যা দেখে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলেই জানান গীতা। তিনি বলেন, "কোনও শর্তে দলে আসেননি। কর্মী হিসেবে দলের সদস্যপদ নিয়েছেন। দলের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হোক না কেন, আমরা সততার সঙ্গে তা পালন করব।"

সিংভূম থেকে নির্বাচনে লড়ার প্রশ্নে তিনি জানান, দল যে সিদ্ধান্ত নেবে তিনি তাকে স্বাগত জানাবেন। গীতা কোডা বিজেপিতে যোগ দেওয়ার পরে, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি এবং বিরোধী দলের নেতা অমর বাউরিও তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বাবুলাল মারান্ডি সোশাল মিডিয়ায় লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনকল্যাণমূলক কাজ এবং বিজেপির নীতি দ্বারা প্রভাবিত, চাইবাসার কঠোর পরিশ্রমী সাংসদ তিনি। আজ বিজেপিতে যোগ দিলেন গীতা কোডা। বিজেপি পরিবারে আপনাকে স্বাগত ও অভিনন্দন।"

সদস্যপদ গ্রহণ করার পরে, গীতা কোডা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডা রাজ্য বিজেপি অফিসে সংগঠনের সাধারণ সম্পাদক কর্মবীর সিংয়ের সঙ্গেও দেখা করেন। রাজ্য বিজেপি সভাপতি বাবুলাল মারান্ডি, পশ্চিম সিংভূম জেলা সভাপতি সঞ্জু পান্ডে এবং দলের নেতা সন্দীপ ভার্মাও এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 2019 সালে তিনি কংগ্রেস পার্টি থেকে এই আসন থেকে লোকসভা নির্বাচনে জয়ী হন। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডার স্ত্রীও।

আরও পড়ুন

উন্মত্ত হয়ে সরকারি চাকরির পেছনে ছোটা বন্ধ করতে হবে যুবদের: ধনকড়

ক্ষমতায় এলে 'অগ্নিপথ' বাতিল করে পুরনো সামরিক নিয়োগ প্রকল্প ফেরাব: কংগ্রেস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.