ETV Bharat / bharat

ষষ্ঠদফায় 58 আসনে ভোট, ভাগ্য নির্ধারণ একাধিক হেভিওয়েট প্রার্থীর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: আগামিকাল, শনিবার ষষ্ঠদফার ভোট ৷ ভোট নেওয়া হবে 58টি আসনে ৷ ভোট দেবেন প্রায় 11 কোটি ভোটার ৷ পশ্চিমবঙ্গের আটটি আসন রয়েছে ৷ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এই দফায় ৷

Lok Sabha Election 2024
লোকসভা ভোট (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 8:28 PM IST

হায়দরাবাদ, 24 মে: লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ হবে আগামিকাল শনিবার ৷ দেশের আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে এই ভোট নেওয়া হবে ৷ এই আসনগুলির মধ্যে 49টি সাধারণ প্রার্থীদের জন্য বরাদ্দ রয়েছে ৷ আর দু’টি তফসিলি উপজাতি ও সাতটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত ৷ মোট প্রার্থীর সংখ্যা 889 ৷ 11 কোটির বেশি ভোটার তাঁদের ভাগ্য নির্ধারণ করবেন ৷ তৃতীয় দফায় আবহাওয়ার সমস্যার কারণে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসনের ভোট স্থগিত করে দেওয়া হয় ৷ সেই আসনেও শনিবার ভোট নেওয়া হবে ৷

হরিয়ানা ও দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল ছাড়াও বিহার,ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গে ভোট নেওয়া হবে ৷ ভোট দেবেন 11.13 কোটি ভোটার ৷ পুরুষ ভোটার 5.84 কোটি, মহিলা ভোটার 5.29 কোটি ৷ 5,120 তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৷

1.14 লক্ষ ভোটকেন্দ্রে 11.4 লক্ষ ভোটকর্মী ভোট নেওয়ার কাজ করবেন ৷ 184 জন পর্যবেক্ষক থাকবেন ৷ এঁদের মধ্য়ে 66 জন সাধারণ পর্যবেক্ষক, 35 জন পুলিশ পর্যবেক্ষক ও 83 জন হিসাব পর্যবেক্ষক ৷ 2,222 ফ্লাই স্কোয়াড, 2,295 স্ট্যাটিক সার্ভিলিয়েন্স টিমস, 819 ভিডিয়ো সার্ভিলিয়েন্স টিমস ও 569 ভিডিয়ো ভিউইয়িং টিমস নজরদারিতে থাকবে ৷ আন্তর্জাতিক সীমান্তে 257টি ও আন্তঃরাজ্য সীমানায় 927টি চেক পয়েন্টে তল্লাশি হবে ৷

বিহারের আটটি, হরিয়ানার সবক’টি (10টি), ঝাড়খণ্ডের চারটি, ওড়িশার ছ’টি, উত্তরপ্রদেশের 14টি, দিল্লির সবক’টি (7টি) জম্ম ও কাশ্মীরে একটি এবং পশ্চিমবঙ্গের আটটি আসনে ভোট নেওয়া হবে ৷

এবার এক নজরে দেখে নেওয়া যাক যে আগামিকাল কোন কোন গুরুত্বপূর্ণ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে -

  • বিহার: পূর্ব চম্পারণ - রাধা মোহন সিং (বিজেপি) ৷
  • হরিয়ানা: কুরুক্ষেত্র - অভয় সিং চৌটালা (আইএনএলডি), নবীন জিন্দাল (বিজেপি) ৷ হিসার - সুনয়না চৌটালা (আইএনএলডি) ৷ কারনাল - মনোহর লাল খট্টর (বিজেপি) ৷ রোহতক - দীপেন্দ্র সিং হুডা (কংগ্রেস) ৷ গুরগাঁও - রাজ বব্বর (কংগ্রেস) ৷
  • ওড়িশা: সম্বলপুর - ধর্মেন্দ্র প্রধান (বিজেপি) ৷ পুরী - সম্বিত পাত্র (বিজেপি) ৷ ভুবনেশ্বর - অপরাজিতা সারঙ্গি (বিজেপি)৷
  • উত্তরপ্রদেশ: ডোমরিয়াগঞ্জ - জগদম্বিকা পাল (বিজেপি) ৷
  • দিল্লি: উত্তর পূর্ব দিল্লি - কানহাইয়া কুমার (কংগ্রেস), মনোজ তিওয়ারি (বিজেপি) ৷ নয়াদিল্লি - বাঁসুরী স্বরাজ (বিজেপি), সোমনাথ ভারতী (আম আদমি পার্টি) ৷

হায়দরাবাদ, 24 মে: লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ হবে আগামিকাল শনিবার ৷ দেশের আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে এই ভোট নেওয়া হবে ৷ এই আসনগুলির মধ্যে 49টি সাধারণ প্রার্থীদের জন্য বরাদ্দ রয়েছে ৷ আর দু’টি তফসিলি উপজাতি ও সাতটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত ৷ মোট প্রার্থীর সংখ্যা 889 ৷ 11 কোটির বেশি ভোটার তাঁদের ভাগ্য নির্ধারণ করবেন ৷ তৃতীয় দফায় আবহাওয়ার সমস্যার কারণে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসনের ভোট স্থগিত করে দেওয়া হয় ৷ সেই আসনেও শনিবার ভোট নেওয়া হবে ৷

হরিয়ানা ও দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল ছাড়াও বিহার,ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গে ভোট নেওয়া হবে ৷ ভোট দেবেন 11.13 কোটি ভোটার ৷ পুরুষ ভোটার 5.84 কোটি, মহিলা ভোটার 5.29 কোটি ৷ 5,120 তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৷

1.14 লক্ষ ভোটকেন্দ্রে 11.4 লক্ষ ভোটকর্মী ভোট নেওয়ার কাজ করবেন ৷ 184 জন পর্যবেক্ষক থাকবেন ৷ এঁদের মধ্য়ে 66 জন সাধারণ পর্যবেক্ষক, 35 জন পুলিশ পর্যবেক্ষক ও 83 জন হিসাব পর্যবেক্ষক ৷ 2,222 ফ্লাই স্কোয়াড, 2,295 স্ট্যাটিক সার্ভিলিয়েন্স টিমস, 819 ভিডিয়ো সার্ভিলিয়েন্স টিমস ও 569 ভিডিয়ো ভিউইয়িং টিমস নজরদারিতে থাকবে ৷ আন্তর্জাতিক সীমান্তে 257টি ও আন্তঃরাজ্য সীমানায় 927টি চেক পয়েন্টে তল্লাশি হবে ৷

বিহারের আটটি, হরিয়ানার সবক’টি (10টি), ঝাড়খণ্ডের চারটি, ওড়িশার ছ’টি, উত্তরপ্রদেশের 14টি, দিল্লির সবক’টি (7টি) জম্ম ও কাশ্মীরে একটি এবং পশ্চিমবঙ্গের আটটি আসনে ভোট নেওয়া হবে ৷

এবার এক নজরে দেখে নেওয়া যাক যে আগামিকাল কোন কোন গুরুত্বপূর্ণ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে -

  • বিহার: পূর্ব চম্পারণ - রাধা মোহন সিং (বিজেপি) ৷
  • হরিয়ানা: কুরুক্ষেত্র - অভয় সিং চৌটালা (আইএনএলডি), নবীন জিন্দাল (বিজেপি) ৷ হিসার - সুনয়না চৌটালা (আইএনএলডি) ৷ কারনাল - মনোহর লাল খট্টর (বিজেপি) ৷ রোহতক - দীপেন্দ্র সিং হুডা (কংগ্রেস) ৷ গুরগাঁও - রাজ বব্বর (কংগ্রেস) ৷
  • ওড়িশা: সম্বলপুর - ধর্মেন্দ্র প্রধান (বিজেপি) ৷ পুরী - সম্বিত পাত্র (বিজেপি) ৷ ভুবনেশ্বর - অপরাজিতা সারঙ্গি (বিজেপি)৷
  • উত্তরপ্রদেশ: ডোমরিয়াগঞ্জ - জগদম্বিকা পাল (বিজেপি) ৷
  • দিল্লি: উত্তর পূর্ব দিল্লি - কানহাইয়া কুমার (কংগ্রেস), মনোজ তিওয়ারি (বিজেপি) ৷ নয়াদিল্লি - বাঁসুরী স্বরাজ (বিজেপি), সোমনাথ ভারতী (আম আদমি পার্টি) ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.