ETV Bharat / bharat

ভাগ্য নির্ধারিত হল রথী-মহারথীদের, কেমন হল তৃতীয় দফার ভোট ? - lok sabha election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 7:06 AM IST

Updated : May 8, 2024, 7:53 AM IST

ETV Bharat
লোকসভা নির্বাচন 2024

18:45 May 07

শুরু হল তৃতীয় দফার ভোট ৷ দেশের 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে ভোট চলছে ৷ প্রার্থীর সংখ্যা 1 হাজার 300 ৷ তাঁদের মধ্যে 120 জন মহিলা ৷ অসমের 4টি, বিহারের 5টি, গোয়ার দু'টি, গুজরাতের সব ক'টি অর্থাৎ 25টি, কর্ণাটকের 14টি, মধ্যপ্রদেশের 8টি, উত্তরপ্রদেশের 10টি, পশ্চিমবঙ্গের 4টি, ছত্তিশগড়ের 7টি, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-এর 2টি কেন্দ্রে ভোট রয়েছে ৷ নির্বাচনের যাবতীয় আপডেট পেতে চোখ রাখুন ইটিভি ভারতে...

LOK SABHA ELECTION 2024
বিকেল 5টে পর্যন্ত দেশে ভোট পড়ল 60.19 শতাংশ

বিকেল 5টে পর্যন্ত দেশে ভোট পড়ল 60.19 শতাংশ

18:33 May 07

ভোট দিলেন মধ্যপ্রদেশের কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

18:05 May 07

ভোট দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা

17:19 May 07

  • জম্মু-কাশ্মীরে এই প্রথম বাড়ি থেকে ভোট দিলেন 100 বছর বয়সি বৃদ্ধ ৷ তিনি শ্রীনগরের ডাল লেকের জাদিবাল কেন্দ্রের মীর বাহরিন এলাকা থেকে ভোটাধিকার প্রয়োগ করলেন ৷

15:37 May 07

Vote percentage till 3pm
বেলা 3টে পর্যন্ত ভোটের হার
  • বেলা 3টে পর্যন্ত দেশের ভোটের হার

অসম- 63.08%

বিহার- 46.69%

ছত্তিশগড়- 58.19%

দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ- 52.43%

গোয়া- 61.39%

গুজরাত- 47.03%

কর্ণাটক- 54.20%

মধ্যপ্রদেশ- 54.09%

মহারাষ্ট্র- 42.63%

উত্তরপ্রদেশ- 46.78%

পশ্চিমবঙ্গ- 63.11%

15:05 May 07

  • সপরিবার ভোট দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ তিনি বরপেটা লোকসভা কেন্দ্রের একটি বুথে ভোটাধিকার প্রয়োগ করেন ৷ এই কেন্দ্র থেকে এনডিএ প্রার্থী অসম গণ পরিষদের ফণীভূষণ চৌধুরী ৷ তাঁর বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের দীপ বায়ান ৷

13:35 May 07

  • দুপুর 1টা পর্যন্ত দেশের ভোটের হার

অসম- 45.88%

বিহার- 36.69%

ছত্তিশগড়- 46.14%

দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ- 39.94%

গোয়া- 49.04%

গুজরাত- 37.83%

কর্ণাটক- 41.59%

মধ্যপ্রদেশ- 44.67%

মহারাষ্ট্র- 31.55%

উত্তরপ্রদেশ- 38.12%

পশ্চিমবঙ্গ- 49.27%

13:31 May 07

  • দু'টি হাত নেই ৷ রয়েছে শুধু ডান পায়ের বুড়ো আঙুল ৷ তা দিয়েই ভোটাধিকার প্রয়োগ করলেন গুজরাতের নাদিয়াদের এক ভোটার অঙ্কিত সোনি ৷ 20 বছর আগে বিদ্যুতের শক লেগে তাঁর দু'টি হাত কাটা পড়ে ৷

12:49 May 07

  • পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ কেন্দ্রে সকাল থেকে গোলমাল চলছে ৷ এই কেন্দ্রে হেভিয়েট প্রার্থী সিপিএমের মহম্মদ সেলিম ৷ তাঁকে কংগ্রেস সমর্থন করেছে ৷ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন তিনি ৷ সেলিম বলেন, "মানুষকে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে ৷ পুলিশের আধিকারিকরাই এসব করছে ৷ এমনকী ভোটের দিন ভোটারদের ভোট দানে বাধা দেওয়া হচ্ছে ৷"

12:31 May 07

  • গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ভোট দিলেন ৷ আজ গোয়ার দু'টি কেন্দ্রে ভোট চলছে ৷

12:13 May 07

  • মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত করিমপুরে ভোট দিলেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ৷ এবার তিনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী কৃষ্ণনগরের রানিমা অমৃতা রায় ৷ মুর্শিদাবাদে হেভিওয়েট প্রার্থী সিপিএমের মহম্মদ সেলিম ৷ তাঁকে সমর্থন করছে কংগ্রেস ৷

12:04 May 07

Maulana Badruddin Ajmal
অসমে ভোটকেন্দ্র ঘুরে দেখলেন প্রার্থী বদরুদ্দিন
  • আজ অসমের চারটি কেন্দ্র- গুয়াহাটি, বরপেটা, কোকরাঝাড়, ধুবরিতে ভোট ৷ ধুবরি কেন্দ্রে প্রার্থী মৌলানা বদরুদ্দিন আজমল ৷ তিনি এআইডিইউএফ-এর প্রতিষ্ঠাতা ৷ 2009 সাল থেকে ধুবরি কেন্দ্রটি নিজের দখলে রেখেছেন বদরুদ্দিন ৷

11:50 May 07

  • সকাল 11টা পর্যন্ত দেশজুড়ে ভোটের হার (প্রায়)

অসম- 27.34%

বিহার- 24.41%

ছত্তিশগড়- 29.90%

দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ- 24.69%

গোয়া- 30.94%

গুজরাত- 24.35%

কর্ণাটক- 24.48%

মধ্যপ্রদেশ- 30.21%

মহারাষ্ট্র- 18.18%

উত্তরপ্রদেশ- 26.12%

পশ্চিমবঙ্গ- 32.82%

11:36 May 07

Vote percentage till 11 pm
সকাল 11টা পর্যন্ত ভোটের হার
  • সকাল 11টা পর্যন্ত দেশে ভোট পড়ল 25.41 শতাংশ ৷

11:35 May 07

  • গুজরাতের আমেদাবাদের একটি বুথে ভোট দিলেন আদানি গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি গৌতম আদানি ৷ ভোট দিয়ে বেরিয়ে তিনি তাঁর কালি লাগানো আঙুলটি দেখান ৷

11:10 May 07

  • বিহারের খাগারিয়ার একটি বুথে ভোট দিলেন লোকশক্তি জনতা (রামবিলাস) পার্টির সভাপতি চিরাগ পাসওয়ান ৷ তিনি হাজিপুর লোকসভা কেন্দ্র থেকে এনডিএ জোটের হয়ে প্রার্থী হয়েছেন ৷

10:55 May 07

  • উত্তরপ্রদেশের মৈনপুরী লোকসভা কেন্দ্র থেকে ভোট দিলেন এসপি প্রার্থী ডিম্পল যাদব ও পার্টি সভাপতি অখিলেশ যাদব ৷ এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন ডিম্পল ৷ এটি সমাজবাদী পার্টি বা এসপির শক্তিশালী গড় বলে পরিচিত ৷ 1996 সাল থেকে এই কেন্দ্রটি দখলে রেখেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব তথা এসপি প্রধান ৷ 2019 সালেও মৈনপুরী থেকে প্রার্থী হয়েছিলেন প্রয়াত মুলায়ম সিং যাদব ৷ তাঁর মৃত্যুর পর স্ত্রী ডিম্পলকে প্রার্থী করেন অখিলেশ ৷ 2022 সালের উপ-নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন ডিম্পল যাদব ৷

10:43 May 07

  • মধ্যপ্রদেশের শিবপুরীর একটি বুথে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ তিনি গুনা লোকসভা কেন্দ্রে প্রার্থী ৷ তাঁর বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের রাও যাদবেন্দ্র সিং ৷

10:35 May 07

  • কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ভোট দিলেন কর্ণাটকের হাভেরির একটি বুথে ৷ এই কেন্দ্র থেকে তিনিও এবার বিজেপি প্রার্থী ৷ তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন কংগ্রেসের আনন্দস্বামী গাড্ডাদেবরমাথ ৷

10:21 May 07

  • তৃতীয় দফা ভোটের মাঝে মৃত্যু হল এক প্রিসাইডিং অফিসারের ৷ বিহারের সুপৌলে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ভোটকর্মীর মৃত্যু হয়েছে ৷ তাঁর নাম শৈলেন্দ্র কুমার ৷ চিকিৎসক বলেন, "আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে ৷ তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে ৷ দেহের ময়নাতদন্ত করে জানা গিয়েছে তাঁর ডায়াবেটিস ছিল ৷ তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে ৷"

10:15 May 07

  • কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ভোটাধিকার প্রয়োগ করলেন কর্ণাটকের কালাবুর্গিতে ৷ তাঁর স্ত্রী রাধাবাই খাড়গেও ভোট দেন ৷

10:10 May 07

  • কর্ণাটকের হুব্বালির একটি বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন দেশের সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷ তিনি কর্ণাটকের ধারওয়াড় কেন্দ্রে প্রার্থী ৷ তাঁর বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের বিনোদ আসুটি ৷

10:06 May 07

  • মহারাষ্ট্রের বারামতী কেন্দ্রের একটি বুথে ভোট দিলেন প্রার্থী সুপ্রিয়া সুলে ৷ এই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে লড়ছেন তাঁর তুতো ভাই অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা সুলে ৷ তাই এই কেন্দ্রে লড়াই পাওয়ার পরিবারের মধ্য়ে ৷ অজিত পাওয়ার রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ৷ এবছরের শুরুতে তিনি কাকা শরদ পাওয়ারের দল ভেঙে বেরিয়ে আসেন ৷

09:59 May 07

  • সকাল 9টা পর্যন্ত ভোটের হার

অসম- 10.12%

বিহার- 10.03%

ছত্তিশগড়- 13.24%

দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ - 10.13%

গোয়া- 12.35%

গুজরাত- 9.87%

কর্ণাটক- 9.45%

মধ্যপ্রদেশ- 14.22%

মহারাষ্ট্র- 6.64%

উত্তরপ্রদেশ- 11.63%

পশ্চিমবঙ্গ- 14.60%

09:51 May 07

Vote percentage till 9 pm
সকাল 9টা পর্যন্ত ভোটের হার
  • সকাল 9টা পর্যন্ত দেশে ভোট পড়ল 10.81 শতাংশ ৷

09:30 May 07

ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ
  • ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি সাংবাদিকদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার আর্জি জানালেন ৷

09:11 May 07

  • গুজরাতের আমেদাবাদে ভোট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি গুজরাতের গান্ধিনগর কেন্দ্র থেকে প্রার্থী ৷ তাঁর বিরুদ্ধে দলের সচিব সোনাল প্যাটেলকে প্রার্থী করেছে কংগ্রেস ৷

08:53 May 07

  • মহারাষ্ট্রের বারামতী কেন্দ্রে ভোট দিলেন বর্ষীয়ান নেতা তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ার ৷ তাঁর ভাইপো অজিত পাওয়ারের সঙ্গে মতানৈক্যের জেরে পার্টিতে ভাঙন ধরে ৷ শরদ পাওয়ারের শিবিরের দলের নাম হয় শরৎচন্দ্র পাওয়ার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ৷ এই কেন্দ্রে ভোটযুদ্ধে পাওয়া বনাম পাওয়ার ৷ বারামতী থেকে প্রার্থী হয়েছেন শরদ-কন্যা সুপ্রিয়া সুলে ৷ অন্যদিকে তাঁর বিরুদ্ধে নিজের স্ত্রী সুনেত্রা পাওয়ারকে দাঁড় করিয়েছেন এনসিপির অজিত পাওয়ার ৷

08:44 May 07

  • পরিবারকে সঙ্গে নিয়ে সেহরের একটি বুথে ভোট দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ আজ শিবরাজ সিংয়েরও ভাগ্য পরীক্ষা ৷ তিনি এই বিদিশা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে প্রার্থী কংগ্রেসের প্রতাপ ভানু শর্মা ৷ 2023 সালের বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে জয়ী হয় বিজেপি ৷ এরপর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হন মোহন যাদব ৷ শিবরাজ সিং চৌহানকে লোকসভা ভোটে প্রার্থী করে বিজেপি ৷

08:36 May 07

  • মহারাষ্ট্রে ভোট দিলেন অভিনেতা দম্পতি রীতেশ দেশমুখ এবং তাঁর স্ত্রী জেনেলিয়া ৷ তাঁরা লাতুরের একটি বুথে ভোটাধিকার প্রয়োগ করেন ৷ এই কেন্দ্রে এনডিএ প্রার্থী বিদায়ী সাংসদ সুধাকর তুকারাম শারনগারে ৷ তাঁর বিরুদ্ধে 'ইন্ডিয়া' জোটের প্রার্থী শিবাজী বান্দাপ্পা ৷ আজ মহারাষ্ট্রের 11টি কেন্দ্রে ভোট পর্ব চলছে ৷

08:24 May 07

ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
PM Narendra Modi casts his vote
ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  • ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে কালি লাগানো আঙুলটিও দেখালেন মোদি ৷

07:52 May 07

  • ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

07:42 May 07

  • আমেদাবাদে ভোট দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷

07:20 May 07

  • ভোট শুরু হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে ভোট দেওয়ার আর্জি জানান ৷

07:11 May 07

  • আজ ভোট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাই আমেদাবাদের রনিপ বুথে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷

06:05 May 07

আজ লোকসভা ভোটের একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীরা প্রার্থী ৷ গুজরাতের গান্ধিনগর থেকে প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনা লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন ৷ গুজরাতের পোরবন্দরে প্রার্থী কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷ এদিকে ইতিমধ্যে গুজরাতের সুরাত কেন্দ্রে বিনা যুদ্ধে বিজেপি জয়ী হয়েছে ৷ মধ্যপ্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিদিশা থেকে বিজেপির হয়ে এবং দিগ্বিজয় সিং রাজগড় থেকে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন ৷ অন্যদিকে উত্তরপ্রদেশের মৈনপুরী থেকে লড়ছেন ডিম্পল যাদব ৷ তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের পুত্রবধূ ৷

Last Updated :May 8, 2024, 7:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.