ETV Bharat / bharat

পাঞ্জাবি-শাড়ি পরে জোড়ায় ভোটদান রীতেশ-জেনেলিয়ার; দেখুন ভিডিয়ো - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: তৃতীয় দফায় সাতসকালে লাতুর লোকসভা কেন্দ্রে গিয়ে ভোট দিলেন অভিনেতা রীতেশ দেশমুখ এবং তাঁর অভিনেত্রী স্ত্রী জেনেলিয়া ডি'সুজা দেশমুখ ৷ সকলকে ভোট দেওয়ার আহ্বান জানালেন বলিউডের পাওয়ার কাপল ৷ রীতেশের পরনে ছিল পাঞ্জাবি, আর জেনেলিয়া ভোটদান করলেন হলুদ শাড়িতে ৷

Lok Sabha Election 2024
ভোট দিলেন রীতেশ ও জেনেলিয়া (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 1:10 PM IST

Updated : May 7, 2024, 1:17 PM IST

লাতুর (মহারাষ্ট্র), 7 মে: সকাল সকাল গিয়ে জোড়ায় ভোট দিলেন রীতেশ দেশমুখ এবং তাঁর স্ত্রী জেনেলিয়া দেশমুখ ৷ মঙ্গলবার মহারাষ্ট্রের লাতুরের একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেল বলিউডের পাওয়ার কাপলকে । গরম থেকে বাঁচতে জেনেলিয়ার পরনে ছিল হলুদ ওরগেঞ্জা শাড়ি ৷ আর রীতেশ পরে ছিলেন আকাশি রঙের পাঞ্জাবি ৷ দু'জনেই ভোট দেওয়ার পর সংবাদমাধ্যামের সঙ্গে কথা বলেন এবং সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান ৷

জেনেলিয়া এ দিন ভোটদানের গুরুত্ব বুঝিয়ে বলেন, "এটি একটি গুরুত্বপূর্ণ দিন এবং আমি মনে করি প্রত্যেকেরই আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করা উচিত ৷" রীতেশের কথায়, "আমি ভোট দিতে মুম্বই থেকে লাতুরে এসেছি । প্রত্যেকেরই তাদের বাড়ি থেকে বেরিয়ে ভোট দেওয়া উচিত। আজ একটি উল্লেখযোগ্য দিন । প্রত্যেকে অবশ্যই ভোট উৎসবে অংশগ্রহণ করুন ৷"

জেনেলিয়ার পাশাপাশি এদিন রীতেশের সঙ্গে ছিলেন তাঁর ভাই অমিত এবং ধীরজ দেশমুখ ৷ ধীরজ মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়ক । ধীরাজ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের গুরুত্বের উপর জোর দিয়ে বলেছেন, "প্রত্যেকেরই তাদের ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করা উচিত । এটি গণতন্ত্রের উৎসব । আমি সবাইকে ভোট দিতে আহ্বান জানাচ্ছি ৷" রীতেশের মা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বিলাসরাও দেশমুখের স্ত্রী বৈশালীও মঙ্গলবার সকালে লাতুরে ভোটাধিকার প্রয়োগ করেছেন ।

লাতুর লোকসভা আসনে এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) ইন্ডিয়া জোটের প্রার্থী কালগে শিবাজি বন্দাপ্পার বিরুদ্ধে বিদায়ী সাংসদ সুধাকর তুকারাম শ্রঙ্গারেকে প্রার্থী করেছে । লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় মঙ্গলবার 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 93টি আসনে ভোট গ্রহণ চলছে । অসম (4), বিহার (5), ছত্তিশগড় (7), দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ (2), গোয়া (2), গুজরাত (25), কর্ণাটক (14), মহারাষ্ট্র (11), মধ্যপ্রদেশ (8), উত্তরপ্রদেশ (10) এবং পশ্চিমবঙ্গে (4) ভোটগ্রহণ চলছে । তৃতীয় দফায় দেশ জুড়ে 1300 জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ তাঁদের মধ্যে প্রায় 120 জন মহিলা প্রার্থী।

আরও পড়ুন:

  1. সাতসকালে ভোটদান সেলেবদের, সবাইকে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান রজনীর
  2. ভোট দিলেন মোদি-শাহ, বুথের বাইরে অটোগ্রাফ প্রধানমন্ত্রীর
  3. ভোট দিয়ে পোস্ট মহুয়ার, সকাল 11টা পর্যন্ত হার 25.41 শতাংশ

লাতুর (মহারাষ্ট্র), 7 মে: সকাল সকাল গিয়ে জোড়ায় ভোট দিলেন রীতেশ দেশমুখ এবং তাঁর স্ত্রী জেনেলিয়া দেশমুখ ৷ মঙ্গলবার মহারাষ্ট্রের লাতুরের একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেল বলিউডের পাওয়ার কাপলকে । গরম থেকে বাঁচতে জেনেলিয়ার পরনে ছিল হলুদ ওরগেঞ্জা শাড়ি ৷ আর রীতেশ পরে ছিলেন আকাশি রঙের পাঞ্জাবি ৷ দু'জনেই ভোট দেওয়ার পর সংবাদমাধ্যামের সঙ্গে কথা বলেন এবং সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান ৷

জেনেলিয়া এ দিন ভোটদানের গুরুত্ব বুঝিয়ে বলেন, "এটি একটি গুরুত্বপূর্ণ দিন এবং আমি মনে করি প্রত্যেকেরই আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করা উচিত ৷" রীতেশের কথায়, "আমি ভোট দিতে মুম্বই থেকে লাতুরে এসেছি । প্রত্যেকেরই তাদের বাড়ি থেকে বেরিয়ে ভোট দেওয়া উচিত। আজ একটি উল্লেখযোগ্য দিন । প্রত্যেকে অবশ্যই ভোট উৎসবে অংশগ্রহণ করুন ৷"

জেনেলিয়ার পাশাপাশি এদিন রীতেশের সঙ্গে ছিলেন তাঁর ভাই অমিত এবং ধীরজ দেশমুখ ৷ ধীরজ মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়ক । ধীরাজ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের গুরুত্বের উপর জোর দিয়ে বলেছেন, "প্রত্যেকেরই তাদের ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করা উচিত । এটি গণতন্ত্রের উৎসব । আমি সবাইকে ভোট দিতে আহ্বান জানাচ্ছি ৷" রীতেশের মা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বিলাসরাও দেশমুখের স্ত্রী বৈশালীও মঙ্গলবার সকালে লাতুরে ভোটাধিকার প্রয়োগ করেছেন ।

লাতুর লোকসভা আসনে এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) ইন্ডিয়া জোটের প্রার্থী কালগে শিবাজি বন্দাপ্পার বিরুদ্ধে বিদায়ী সাংসদ সুধাকর তুকারাম শ্রঙ্গারেকে প্রার্থী করেছে । লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় মঙ্গলবার 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 93টি আসনে ভোট গ্রহণ চলছে । অসম (4), বিহার (5), ছত্তিশগড় (7), দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ (2), গোয়া (2), গুজরাত (25), কর্ণাটক (14), মহারাষ্ট্র (11), মধ্যপ্রদেশ (8), উত্তরপ্রদেশ (10) এবং পশ্চিমবঙ্গে (4) ভোটগ্রহণ চলছে । তৃতীয় দফায় দেশ জুড়ে 1300 জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ তাঁদের মধ্যে প্রায় 120 জন মহিলা প্রার্থী।

আরও পড়ুন:

  1. সাতসকালে ভোটদান সেলেবদের, সবাইকে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান রজনীর
  2. ভোট দিলেন মোদি-শাহ, বুথের বাইরে অটোগ্রাফ প্রধানমন্ত্রীর
  3. ভোট দিয়ে পোস্ট মহুয়ার, সকাল 11টা পর্যন্ত হার 25.41 শতাংশ
Last Updated : May 7, 2024, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.