আমেদাবাদ, 6 মে: তৃতীয় দফার নির্বাচনে গান্ধিনগর লোকসভা কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার সকালে আমেদাবাদের নিশান উচ্চ মাধ্যমিক স্কুলে ভোট দিতে যাবেন তিনি ৷ উল্লেখ্য, গুজরাতের গান্ধিনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি নিজেও ওই কেন্দ্রের ভোটার ৷ এই কেন্দ্র থেকে 2019 লোকসভা কেন্দ্রে প্রথমবার প্রার্থী হন শাহ ৷ তার আগে এই কেন্দ্রে 1998 সাল থেকে লাগাতার পাঁচটি নির্বাচনে লালকৃষ্ণ আডবাণী সাংসদ হয়েছিলেন ৷
প্রধানমন্ত্রী ভোট দেবেন বলে নিশান উচ্চ মাধ্যমিক স্কুলে নিরাপত্তা ব্যবস্থাও বেশ কড়াকড়ি করা হয়েছে ৷ উল্লেখ্য, গত রবিবার নির্বাচন উপলক্ষে কমিশনের তরফে আমেদাবাদে 'রান ফর ভোট' নামে সচেতনাতামূলক ম্যারাথনের আয়োজন করা হয় ৷ মূলত, যুব সম্প্রদায়কে ভোটদানে উৎসাহী ও সাধারণ মানুষকে সচেতন করতে এই কর্মসূচি পালন করে নির্বাচন কমিশন ৷ গুজরাতের 26টি লোকসভা কেন্দ্রের মধ্যে পঁচিশটি কেন্দ্রে নির্বাচন রয়েছে ৷
এই 25টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি হল, কচ্ছ, বনসকণ্ঠ, পাতান, ময়সানা, সবরকণ্ঠ, গান্ধিনগর, আমেদাবাদ পূর্ব, আমেদাবাদ পশ্চিম, সুরেন্দ্রনগর, রাজকোট, পোরবন্দর, জামনগর, জুনাগড়, অমরেলি, ভাবনগর, আনন্দ, খেড়া, পঞ্চমহল, দাহদ, ভাদোদরা, ছোট উদয়পুর, বারুচ, বারদোলি, নভসারি এবং ভালসাড় লোকসভা ৷
তবে, সুরাত লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে না ৷ যেহেতু, সেখানকার বিজেপি প্রার্থী মুকেশ দালাল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ৷ বিরোধীপক্ষের কংগ্রেস প্রার্থীর মনোনয়ন খারিজ হয়ে যায়, প্রস্তাবকের নাম ভুয়ো হওয়ার অভিযোগে ৷ আর বাকি অন্যান্য 8 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন ৷ যার ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয় মুকেশ দালালকে ৷
তৃতীয় দফায় নির্বাচন- 93টি লোকসভা কেন্দ্রে ৷ 10টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে ৷ যেখানে অসমে 4টি লোকসভা, বিহারে 5টি, ছত্তিশগড় 7টি, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ 2টি লোকসভা, গোয়ায় 2টি, গুজরাতে 25টি, কর্নাটকে 14টি, মধ্যপ্রদেশে 9টি লোকসভা কেন্দ্র, মহারাষ্ট্রে 11টি, উত্তরপ্রদেশ 10টি এবং পশ্চিমবঙ্গে 4টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে ৷
আরও পড়ুন: