ETV Bharat / bharat

পঞ্চম দফায় ভোট পড়ল 57.47%, তারকাদের অংশগ্রহণেও ফিকে মুম্বইয়ে ভোটের হার - Lok Sabha Election 2024

Lok Sabha Election
সম্পন্ন পঞ্চম দফার লোকসভা নির্বাচন
author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 7:00 AM IST

Updated : May 20, 2024, 8:06 PM IST

19:56 May 20

শেষ হল লোকসভা নির্বাচনের পঞ্চম দফা ৷ 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি কেন্দ্রে এদিন ছিল ভোটগ্রহণ ৷ কমিশনের রিপোর্ট অনুযায়ী ভোটদানের নিরিখে শীর্ষে পশ্চিমবঙ্গ ৷ পূর্বের রাজ্যটিতে ভোট পড়েছে 73.00% ৷ পঞ্চম দফায় নজর ছিল মুম্বইয়ে ৷ শাহরুখ খান, অমিতাভ বচ্চন-সহ সেখানে ভোট দিলেন প্রথমসারির প্রায় সকল তারকাই ৷ তবু ভোটদানের নিরিখে পিছিয়ে রইল মুম্বই ৷ বিকেল 5টা পর্যন্ত বাণিজ্যনগরীতে ভোট পড়েছে 50 শতাংশেরও কম ৷ পঞ্চম দফা শেষের সঙ্গেই অপেক্ষা শুরু ষষ্ঠ দফার ৷ যা অনুষ্ঠিত হবে আগামী 25 মে ৷

পঞ্চম দফায় দেশে ভোট পড়ল 57.47%

বিহার 52.60 %

জম্মু-কাশ্মীর 54.49%

ঝাড়খণ্ড 63.00%

লাদাখ 67.15%

মহারাষ্ট্র 48.88%

উড়িষ্যা 60.72%

উত্তরপ্রদেশ 57.79%

পশ্চিমবঙ্গ 73.00%

19:45 May 20

নির্বাচন কমিশনের প্রদেয় তথ্য অনুযায়ী দেশে পঞ্চম দফায় ভোট পড়ল 57.47% ৷

18:35 May 20

দেশজুড়ে প্রায় শেষ পঞ্চম দফার ভোটগ্রহণ ৷ ইভিএম, ভিভি প্যাট সিল করে ভোট পরিচালন কেন্দ্রের পথে ভোটকর্মীরা ৷

18:09 May 20

নামীদামি বলি তারকাদের উজ্জ্বল উপস্থিতি সত্ত্বেও বিকেল 5টা পর্যন্ত 50 শতাংশেরও কম ভোট পড়ল বাণিজ্যনগরীতে ৷ মুম্বইয়ের ছ'টি সংসদীয় কেন্দ্রে 5টা পর্য়ন্ত ভোটদানের হার এইরকম:

মুম্বই উত্তর 46.91%

মুম্বই উত্তর-মধ্য 47:32%

মুম্বই উত্তর-পূর্ব 48.67%

মুম্বই উত্তর-পশ্চিম 49.79%

মুম্বই দক্ষিণ 44.22%

মুম্বই দক্ষিণ-মধ্য 48.26%

17:38 May 20

বিকেল 5টা পর্যন্ত দেশে ভোটদানের হার 56.68 %

বিহার 52.35 %

জম্মু-কাশ্মীর 54.21%

ঝাড়খণ্ড 61.90%

লাদাখ 67.15%

মহারাষ্ট্র 48.66%

উড়িষ্যা 60.55%

উত্তরপ্রদেশ 55.80%

পশ্চিমবঙ্গ 73%

17:34 May 20

কোলাবায় ভোট দিলেন শিল্পপতি রতন টাটা ৷ দেশবাসীকে ভোটদানে আহ্বান জানালেন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্য়ান ৷

17:21 May 20

উত্তরপ্রদেশ ছাড়লেন রাহুল

নির্বাচনী কেন্দ্র রায়বরেলিতে বিভিন্ন বুথ পরিদর্শনের পর উত্তরপ্রদেশ ছাড়লেন রাহুল ৷ লখনউ থেকে দিল্লি ফেরার বিমান ধরলেন তিনি ৷

17:10 May 20

শ্বশুর-শাশুড়ির পর মুম্বইয়ে ভোট দিলেন বচ্চন-বহূ ঐশ্বর্য রাই ৷ মায়ের সঙ্গে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন সোনাক্ষী সিনহা-ও ৷ তাঁর বাবা অর্থাৎ অভিনেতা শত্রুঘ্ন সিনহা চলতি লোকসভা নির্বাচনের প্রার্থী ৷ লড়ছেন পশ্চিমবঙ্গের আসানসোল কেন্দ্র থেকে ৷

17:05 May 20

ভোটাধিকার প্রয়োগ নীতা আম্বানির

"দেশের নাগরিক হিসেবে ভোটদান ভীষণই গুরুত্বপূর্ণ ৷ এটা আমাদের অধিকার ও কর্তব্য ৷" ভোটাধিকার প্রয়োগ করতে এসে দেশবাসীকে ভোটদানে উদ্বুদ্ধ করলেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি ৷

16:44 May 20

সস্ত্রীক ভোটদান অমিতাভের

গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সামিল অমিতাভ বচ্চন ৷ মুম্বইয়ে স্ত্রী জয়া বচ্চনকে সঙ্গে নিয়ে ভোটদান করলেন শাহেনশা ৷

16:38 May 20

জম্মু-কাশ্মীরের বারামুলায় শান্তিতে চলছে ভোটগ্রহণ পর্ব ৷ ভোটদান ঘিরে সেখানে উৎসাহ-ও চোখে পড়ার মতো ৷ বুথে-বুথে লম্বা লাইন ৷

15:44 May 20

বেলা 3টে পর্যন্ত দেশে ভোটদানের হার 47.53%

বিহার 45.33%

জম্মু-কাশ্মীর 44.90%

ঝাড়খণ্ড 53.90%

লাদাখ 61.26%

মহারাষ্ট্র 38.77%

উড়িষ্যা 48.95%

উত্তরপ্রদেশ 47.55%

পশ্চিমবঙ্গ 62.72%

15:36 May 20

সপরিবারে ভোটদান উৎসবে সামিল কিং খান...

মুম্বইয়ে ভোট দিলেন শাহরুখ খান ৷ সঙ্গী স্ত্রী গৌরী, পুত্র আরিয়ান এবং কন্যা সুহানা ৷

15:30 May 20

ভোট দিলেন ব্রিজভূষণ শরণ সিং

বাবাকে সরিয়ে উত্তরপ্রদেশের কাইসারগঞ্জ থেকে বিজেপি এবার প্রার্থী করেছে ব্রিজভূষণ সিংয়ের ছেলে করণভূষণ সিংকে ৷ ছেলে তাঁর থেকে বেশি ভালো কাজ করবে, গন্ডায় ভোটদানের পর তেমনটাই দাবি করলেন জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ৷

15:18 May 20

মুম্বইয়ে ভোটদানের হার বেশি নয়...

বলি তারকাদের ব্যাপক অংশগ্রহণের পরও মুম্বইয়ে ভোটদানের হার বেশি ৷ বেলা 1টা পর্যন্ত বাণিজ্যনগরীতে ভোট পড়েছে 27.28% ৷

15:08 May 20

চলছে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের উৎসব ৷ 20 মে সেই উৎসবের পঞ্চম দফায় যোগ দিচ্ছে দেশের 49টি লোকসভা কেন্দ্র ৷ নির্বাচনের সমস্ত আপডেট সরাসরি পান ইটিভি ভারতে...

বুথ পরিদর্শনে রাহুল গান্ধি...

রায়বরেলিতে আচমকাই বুথ পরিদর্শনে সেই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা ওয়েনাড়ের বিদায়ী সাংসদ রাহুল গান্ধি ৷ মা সোনিয়া গান্ধির সংসদীয় কেন্দ্রে রাহুলকে ঘিরে উৎসাহ চোখে পড়ার মত ৷

15:05 May 20

সইফিনার ভোটদান...

বান্দ্রার একটি স্কুলে স্ত্রী করিনাকে সঙ্গে নিয়ে ভোটদান করে গেলেন সইফ আলি খান ৷

14:54 May 20

ভোটদান এইচডিএফসি চেয়ারম্যানের

দেশের উন্নয়নের জন্য কেন্দ্রে স্থিতিশীল সরকার প্রয়োজন ৷ স্থিতিশীল সরকার-ই উন্নয়নের চাবিকাঠি ৷ দক্ষিণ মুম্বইয়ে ভোটদান করে জানালেন এইচডিএফসি চেয়ারম্যান দীপক পারেখ ৷ গত দশ বছর ধরে দেশ যে সঠিক পথেই পরিচালিত হচ্ছে, তাও জানালেন তিনি ৷

14:41 May 20

ভোটদানে সামিল যে সকল তারকারা...

ভোটদান আপনার গণতান্ত্রিক অধিকার ৷ তাই ভোটদানে সামিল হোন ৷ ভোট নষ্ট করবেন ৷ ভোটদানের পর একই বার্তা তারকাদের গলায় ৷ ভোট দিলেন কিয়ারা আদবানি ৷ মুম্বইয়ে প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে সঙ্গে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন আমির খান ৷ ভোট উৎসবে সামিল গীতিকার জাভেদ আখতার এবং স্ত্রী তথা অভিনেত্রী শাবানা আজমি ৷ এছাড়াও মেয়ে অনন্যা পাণ্ডেকে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন অভিনেতা চাঙ্কি পাণ্ডে ৷ পরিবারের সঙ্গে ভোট দিলেন সুনীল শেট্টি-কন্যা আথিয়া শেট্টি ৷ সঙ্গে ছিলেন সুনীল-পুত্র আহানও ৷

13:38 May 20

তারকাদের রায়দান...

পুত্র অর্জুনকে সঙ্গে নিয়ে ভোটদান করলেন সচিন তেন্ডুলকর ৷ যিনি নির্বাচন কমিশনের 'জাতীয় আইকন'ও বটে ৷ সচিন ছাড়াও ভোটদান করলেন হৃতিক রোশন ৷ দীপিকা পাড়ুকোনকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে রণবীর সিং ৷

12:54 May 20

ভূস্বর্গে ভোটগ্রহণ...

বারামুল্লার একটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন ৷ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন তাঁরা । বারামুল্লা সংসদীয় আসনে আজ ভোট হচ্ছে । আসনটিতে এনসি’র ওমর আবদুল্লা, পিডিপি’র মীর মহম্মদ ফায়াজ এবং জেকেপিসি’র সাজাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে ।

12:36 May 20

ভোটিং মেশিনে মালা পরালেন প্রার্থী...

  • নাসিক লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী শান্তিগিরি মহারাজ ত্রিম্বকেশ্বরের একটি ভোটকেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে এসেছিলেন। ভোট দেওয়ার পর তিনি ভোটিং মেশিনে মালা পরিয়ে দেন।

12:22 May 20

ভোটিং মেশিনে মালা প্রার্থীর

'জো রাম কো লায়ে হ্যায়, হাম উনকো লায়েঙ্গে': রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত

  • সোমবার অযোধ্যায় ভোট দিয়েছেন শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস । পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, তিনি প্রধানমন্ত্রী মোদির আবার জয়ী হওয়ার জন্য কামনা করেছেন ৷ তাঁর দৃঢ় বিশ্বাস, বিজেপি ক্ষমতা ধরে রাখবে ।

12:13 May 20

‘‘আমি আমার ভোট দিলাম ৷ প্রত্যেকের উচিত দেশের ভবিষ্যতের স্বার্থে ভোটদানে অংশ নেওয়া ৷’’ মুম্বইয়ের এক কেন্দ্রে ভোটদান শেষে জানালেন জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর ৷

12:07 May 20

দেশে সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 23.66 %

  • পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 32.70 %
  • বিহারে ভোট পড়েছে 21.11 %
  • জম্মু ও কাশ্মীরে ভোট পড়েছে 21.37 %
  • ঝাড়খণ্ডে ভোট পড়েছে 26.18 %
  • লাদাখে ভোট পড়েছে 27.87 %
  • মহারাষ্ট্রে ভোট পড়েছে 15.93 %
  • ওড়িশায় ভোট পড়েছে 21.07 %
  • উত্তরপ্রদেশে ভোট পড়েছে 27.76 %

12:02 May 20

ভোট উৎসবে সামিল হয়েছে রায়বরেলি ৷ তারমধ্যেই হেভিওয়েট কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধিকে দেখা গেল অন্যরূপে ৷ পিপলেশ্বরের হনুমান মন্দিরে পুুজো দিলেন কংগ্রেস নেতা ৷

11:22 May 20

মেয়ে এষা দেওলকে সঙ্গে করে ভোটকেন্দ্রে এলেন মথুরার বিজেপি প্রার্থী হেমা মালিনী ৷

11:14 May 20

ভোট দিলেন বর্ষীয়াণ অভিনেতা ধর্মেন্দ্র ৷

11:12 May 20

ভোট দিলেন সংগীতশিল্পী কৈলাশ খের ৷

11:12 May 20

ভোট দিলেন উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে ৷

11:09 May 20

ভোট দিলেন অভিনেতা রণদীপ হুডা ৷

11:07 May 20

আরামবাগ লোকসভা কেন্দ্রের এক ভোট কেন্দ্রে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ৷ ঘটনায় বিস্তারিত রিপোর্ট চাইল কমিশন ৷

10:35 May 20

ভোট দিলেন অভিনেতা রাহুল বোস, শাহিদ কাপুর ৷

10:27 May 20

ভোট দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

09:36 May 20

দেশে সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 10.28 %

  • পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 15.35 %
  • বিহারে ভোট পড়েছে 8.86 %
  • জম্মু ও কাশ্মীরে ভোট পড়েছে 7.63 %
  • ঝাড়খণ্ডে ভোট পড়েছে 11.68 %
  • লাদাখে ভোট পড়েছে 10.51 %
  • মহারাষ্ট্রে ভোট পড়েছে 6.33 %
  • ওড়িশায় ভোট পড়েছে 6.87 %
  • উত্তরপ্রদেশে ভোট পড়েছে 12.89 %

09:25 May 20

লখনউতে ভোট দিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিএসপি প্রধান মায়াবতী । তিনি বাইরে এসে জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানান । মায়াবতী বলেন, ‘‘আমি প্রত্যেককে বাইরে এসে তাদের ভোট দেওয়ার জন্য আবেদন করছি ৷ আমি সমস্ত রাজনৈতিক দলকে উন্নয়ন এবং জনগণের কল্যাণের বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করছি ।’’

08:57 May 20

ভোট দিয়েছেন এলজেপি (রাম বিলাস) প্রধান এবং হাজিপুর লোকসভা আসনের প্রার্থী চিরাগ পাসোয়ান ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তিনি বলেন, "এনডিএ দেশে 400টি আসন অতিক্রম করছে ৷ ইন্ডি জোট সর্বকালের সর্বনিম্ন অবস্থানে থাকবে ৷ আমার বাবা 1977 সাল থেকে হাজিপুরের প্রতিনিধি । উন্নয়ন এবং আমার বাবা হাজিপুরের সমার্থক শব্দ ।’’

08:54 May 20

ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং মুম্বই উত্তর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পীযূষ গোয়েল । তিনি বলেন, "পঞ্চম দফায় মুম্বই এবং দেশের বাকি অংশে ভোটগ্রহণ চলছে । প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে সকলের গণতন্ত্রের উৎসবে অংশ নেওয়া উচিত ৷ আমি বিশ্বাস করি যে মুম্বইয়ের মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে ৷’’

08:36 May 20

ভোট দিলেন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ৷

07:58 May 20

ভোট দিচ্ছেন সেলেবরা...

  • সোমবার ভোটগ্রহণ পর্ব শুরু হতেই মুম্বইয়ের বুথে গিয়ে ভোট দিলেন বলি তারকা অক্ষয় কুমার ৷ বুথ থেকে বেরিয়ে বলিউডের 'রাওডি' অভিনেতা বলেন, "আমি চাই আমার ভারত উন্নত ও শক্তিশালী হোক । সেটা মাথায় রেখেই ভোট দিয়েছি । দেশের উন্নয়নের জন্য যা সঠিক, সেই কথা ভেবে বাকিদের ভোট দেওয়া উচিৎ ৷"

07:49 May 20

উত্তেজনা ব্যারাকপুরে...

  • ভোট শুরু হতেই উত্তেজনা ছড়াল ব্যারাকপুরে ৷ প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে হুঁশিয়ারিও দিলেন অর্জুন সিং ৷

06:56 May 20

পঞ্চম দফায় হাইপ্রোফাইল ভোট

  • 20 মে দেশের নজর থাকবে উত্তরপ্রদেশের রায়বরেলির দিকে ৷ বহু জল্পনার পর একেবারে শেষ মূহূর্তে এই কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ এর আগে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি এই কেন্দ্রে থেকে দাঁড়াতেন ৷ এবার তিনি লোকসভা ভোটে প্রার্থী হননি ৷ বদলে রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ হয়েছেন ৷
  • অন্যদিকে, উত্তরপ্রদেশ তথা দেশের ভোটে চর্চায় আমেঠি ৷ এই আসনটির সঙ্গেও গান্ধি পরিবারের নাম জড়িয়ে রয়েছে ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে রাহুল গান্ধিকে পরাজিত করেন বিজেপির স্মৃতি ইরানি ৷ এবার আমেঠি থেকে প্রার্থী হননি রাহুল ৷ তবে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতির উপরেই ভরসা রেখেছে ৷
  • রাজ্যগুলির সঙ্গে এদিন ভোট হবে জম্মু-কাশ্মীরের বারামুল্লা লোকসভা আসনে ৷ একটি কেন্দ্র থেকে 22 জন প্রার্থী ভোটে লড়ছেন ৷ তাঁদের মধ্যে অন্যতম জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ এদিন মহারাষ্ট্রের মুম্বইয়ের একাধিক ভোটকেন্দ্রে দেখা মিলতে পারে অমিতাভ থেকে শাহরুখ, সলমন, করিশ্মা, করিনাদের ৷ সোমবার মুম্বইয়ের 6টি লোকসভা আসনেই ভোট ৷

06:43 May 20

দেশজুড়ে পঞ্চম দফার ভোট

  • প্রবল গরমের মধ্যে দেশে লোকসভা নির্বাচনের চার দফা মিটেছে ৷ সোমবার, 20 মে পঞ্চম দফার ভোট হবে 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 49টি আসনে ৷ 8.95 কোটি ভোটার 695 জন প্রার্থীর ভাগ্য় নির্ধারণ করবেন ৷ এর মধ্যে 7টি তফশিলি জাতি এবং 3টি আসন তফশিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত ৷

19:56 May 20

শেষ হল লোকসভা নির্বাচনের পঞ্চম দফা ৷ 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি কেন্দ্রে এদিন ছিল ভোটগ্রহণ ৷ কমিশনের রিপোর্ট অনুযায়ী ভোটদানের নিরিখে শীর্ষে পশ্চিমবঙ্গ ৷ পূর্বের রাজ্যটিতে ভোট পড়েছে 73.00% ৷ পঞ্চম দফায় নজর ছিল মুম্বইয়ে ৷ শাহরুখ খান, অমিতাভ বচ্চন-সহ সেখানে ভোট দিলেন প্রথমসারির প্রায় সকল তারকাই ৷ তবু ভোটদানের নিরিখে পিছিয়ে রইল মুম্বই ৷ বিকেল 5টা পর্যন্ত বাণিজ্যনগরীতে ভোট পড়েছে 50 শতাংশেরও কম ৷ পঞ্চম দফা শেষের সঙ্গেই অপেক্ষা শুরু ষষ্ঠ দফার ৷ যা অনুষ্ঠিত হবে আগামী 25 মে ৷

পঞ্চম দফায় দেশে ভোট পড়ল 57.47%

বিহার 52.60 %

জম্মু-কাশ্মীর 54.49%

ঝাড়খণ্ড 63.00%

লাদাখ 67.15%

মহারাষ্ট্র 48.88%

উড়িষ্যা 60.72%

উত্তরপ্রদেশ 57.79%

পশ্চিমবঙ্গ 73.00%

19:45 May 20

নির্বাচন কমিশনের প্রদেয় তথ্য অনুযায়ী দেশে পঞ্চম দফায় ভোট পড়ল 57.47% ৷

18:35 May 20

দেশজুড়ে প্রায় শেষ পঞ্চম দফার ভোটগ্রহণ ৷ ইভিএম, ভিভি প্যাট সিল করে ভোট পরিচালন কেন্দ্রের পথে ভোটকর্মীরা ৷

18:09 May 20

নামীদামি বলি তারকাদের উজ্জ্বল উপস্থিতি সত্ত্বেও বিকেল 5টা পর্যন্ত 50 শতাংশেরও কম ভোট পড়ল বাণিজ্যনগরীতে ৷ মুম্বইয়ের ছ'টি সংসদীয় কেন্দ্রে 5টা পর্য়ন্ত ভোটদানের হার এইরকম:

মুম্বই উত্তর 46.91%

মুম্বই উত্তর-মধ্য 47:32%

মুম্বই উত্তর-পূর্ব 48.67%

মুম্বই উত্তর-পশ্চিম 49.79%

মুম্বই দক্ষিণ 44.22%

মুম্বই দক্ষিণ-মধ্য 48.26%

17:38 May 20

বিকেল 5টা পর্যন্ত দেশে ভোটদানের হার 56.68 %

বিহার 52.35 %

জম্মু-কাশ্মীর 54.21%

ঝাড়খণ্ড 61.90%

লাদাখ 67.15%

মহারাষ্ট্র 48.66%

উড়িষ্যা 60.55%

উত্তরপ্রদেশ 55.80%

পশ্চিমবঙ্গ 73%

17:34 May 20

কোলাবায় ভোট দিলেন শিল্পপতি রতন টাটা ৷ দেশবাসীকে ভোটদানে আহ্বান জানালেন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্য়ান ৷

17:21 May 20

উত্তরপ্রদেশ ছাড়লেন রাহুল

নির্বাচনী কেন্দ্র রায়বরেলিতে বিভিন্ন বুথ পরিদর্শনের পর উত্তরপ্রদেশ ছাড়লেন রাহুল ৷ লখনউ থেকে দিল্লি ফেরার বিমান ধরলেন তিনি ৷

17:10 May 20

শ্বশুর-শাশুড়ির পর মুম্বইয়ে ভোট দিলেন বচ্চন-বহূ ঐশ্বর্য রাই ৷ মায়ের সঙ্গে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন সোনাক্ষী সিনহা-ও ৷ তাঁর বাবা অর্থাৎ অভিনেতা শত্রুঘ্ন সিনহা চলতি লোকসভা নির্বাচনের প্রার্থী ৷ লড়ছেন পশ্চিমবঙ্গের আসানসোল কেন্দ্র থেকে ৷

17:05 May 20

ভোটাধিকার প্রয়োগ নীতা আম্বানির

"দেশের নাগরিক হিসেবে ভোটদান ভীষণই গুরুত্বপূর্ণ ৷ এটা আমাদের অধিকার ও কর্তব্য ৷" ভোটাধিকার প্রয়োগ করতে এসে দেশবাসীকে ভোটদানে উদ্বুদ্ধ করলেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি ৷

16:44 May 20

সস্ত্রীক ভোটদান অমিতাভের

গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সামিল অমিতাভ বচ্চন ৷ মুম্বইয়ে স্ত্রী জয়া বচ্চনকে সঙ্গে নিয়ে ভোটদান করলেন শাহেনশা ৷

16:38 May 20

জম্মু-কাশ্মীরের বারামুলায় শান্তিতে চলছে ভোটগ্রহণ পর্ব ৷ ভোটদান ঘিরে সেখানে উৎসাহ-ও চোখে পড়ার মতো ৷ বুথে-বুথে লম্বা লাইন ৷

15:44 May 20

বেলা 3টে পর্যন্ত দেশে ভোটদানের হার 47.53%

বিহার 45.33%

জম্মু-কাশ্মীর 44.90%

ঝাড়খণ্ড 53.90%

লাদাখ 61.26%

মহারাষ্ট্র 38.77%

উড়িষ্যা 48.95%

উত্তরপ্রদেশ 47.55%

পশ্চিমবঙ্গ 62.72%

15:36 May 20

সপরিবারে ভোটদান উৎসবে সামিল কিং খান...

মুম্বইয়ে ভোট দিলেন শাহরুখ খান ৷ সঙ্গী স্ত্রী গৌরী, পুত্র আরিয়ান এবং কন্যা সুহানা ৷

15:30 May 20

ভোট দিলেন ব্রিজভূষণ শরণ সিং

বাবাকে সরিয়ে উত্তরপ্রদেশের কাইসারগঞ্জ থেকে বিজেপি এবার প্রার্থী করেছে ব্রিজভূষণ সিংয়ের ছেলে করণভূষণ সিংকে ৷ ছেলে তাঁর থেকে বেশি ভালো কাজ করবে, গন্ডায় ভোটদানের পর তেমনটাই দাবি করলেন জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ৷

15:18 May 20

মুম্বইয়ে ভোটদানের হার বেশি নয়...

বলি তারকাদের ব্যাপক অংশগ্রহণের পরও মুম্বইয়ে ভোটদানের হার বেশি ৷ বেলা 1টা পর্যন্ত বাণিজ্যনগরীতে ভোট পড়েছে 27.28% ৷

15:08 May 20

চলছে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের উৎসব ৷ 20 মে সেই উৎসবের পঞ্চম দফায় যোগ দিচ্ছে দেশের 49টি লোকসভা কেন্দ্র ৷ নির্বাচনের সমস্ত আপডেট সরাসরি পান ইটিভি ভারতে...

বুথ পরিদর্শনে রাহুল গান্ধি...

রায়বরেলিতে আচমকাই বুথ পরিদর্শনে সেই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা ওয়েনাড়ের বিদায়ী সাংসদ রাহুল গান্ধি ৷ মা সোনিয়া গান্ধির সংসদীয় কেন্দ্রে রাহুলকে ঘিরে উৎসাহ চোখে পড়ার মত ৷

15:05 May 20

সইফিনার ভোটদান...

বান্দ্রার একটি স্কুলে স্ত্রী করিনাকে সঙ্গে নিয়ে ভোটদান করে গেলেন সইফ আলি খান ৷

14:54 May 20

ভোটদান এইচডিএফসি চেয়ারম্যানের

দেশের উন্নয়নের জন্য কেন্দ্রে স্থিতিশীল সরকার প্রয়োজন ৷ স্থিতিশীল সরকার-ই উন্নয়নের চাবিকাঠি ৷ দক্ষিণ মুম্বইয়ে ভোটদান করে জানালেন এইচডিএফসি চেয়ারম্যান দীপক পারেখ ৷ গত দশ বছর ধরে দেশ যে সঠিক পথেই পরিচালিত হচ্ছে, তাও জানালেন তিনি ৷

14:41 May 20

ভোটদানে সামিল যে সকল তারকারা...

ভোটদান আপনার গণতান্ত্রিক অধিকার ৷ তাই ভোটদানে সামিল হোন ৷ ভোট নষ্ট করবেন ৷ ভোটদানের পর একই বার্তা তারকাদের গলায় ৷ ভোট দিলেন কিয়ারা আদবানি ৷ মুম্বইয়ে প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে সঙ্গে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন আমির খান ৷ ভোট উৎসবে সামিল গীতিকার জাভেদ আখতার এবং স্ত্রী তথা অভিনেত্রী শাবানা আজমি ৷ এছাড়াও মেয়ে অনন্যা পাণ্ডেকে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন অভিনেতা চাঙ্কি পাণ্ডে ৷ পরিবারের সঙ্গে ভোট দিলেন সুনীল শেট্টি-কন্যা আথিয়া শেট্টি ৷ সঙ্গে ছিলেন সুনীল-পুত্র আহানও ৷

13:38 May 20

তারকাদের রায়দান...

পুত্র অর্জুনকে সঙ্গে নিয়ে ভোটদান করলেন সচিন তেন্ডুলকর ৷ যিনি নির্বাচন কমিশনের 'জাতীয় আইকন'ও বটে ৷ সচিন ছাড়াও ভোটদান করলেন হৃতিক রোশন ৷ দীপিকা পাড়ুকোনকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে রণবীর সিং ৷

12:54 May 20

ভূস্বর্গে ভোটগ্রহণ...

বারামুল্লার একটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন ৷ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন তাঁরা । বারামুল্লা সংসদীয় আসনে আজ ভোট হচ্ছে । আসনটিতে এনসি’র ওমর আবদুল্লা, পিডিপি’র মীর মহম্মদ ফায়াজ এবং জেকেপিসি’র সাজাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে ।

12:36 May 20

ভোটিং মেশিনে মালা পরালেন প্রার্থী...

  • নাসিক লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী শান্তিগিরি মহারাজ ত্রিম্বকেশ্বরের একটি ভোটকেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে এসেছিলেন। ভোট দেওয়ার পর তিনি ভোটিং মেশিনে মালা পরিয়ে দেন।

12:22 May 20

ভোটিং মেশিনে মালা প্রার্থীর

'জো রাম কো লায়ে হ্যায়, হাম উনকো লায়েঙ্গে': রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত

  • সোমবার অযোধ্যায় ভোট দিয়েছেন শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস । পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, তিনি প্রধানমন্ত্রী মোদির আবার জয়ী হওয়ার জন্য কামনা করেছেন ৷ তাঁর দৃঢ় বিশ্বাস, বিজেপি ক্ষমতা ধরে রাখবে ।

12:13 May 20

‘‘আমি আমার ভোট দিলাম ৷ প্রত্যেকের উচিত দেশের ভবিষ্যতের স্বার্থে ভোটদানে অংশ নেওয়া ৷’’ মুম্বইয়ের এক কেন্দ্রে ভোটদান শেষে জানালেন জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর ৷

12:07 May 20

দেশে সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 23.66 %

  • পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 32.70 %
  • বিহারে ভোট পড়েছে 21.11 %
  • জম্মু ও কাশ্মীরে ভোট পড়েছে 21.37 %
  • ঝাড়খণ্ডে ভোট পড়েছে 26.18 %
  • লাদাখে ভোট পড়েছে 27.87 %
  • মহারাষ্ট্রে ভোট পড়েছে 15.93 %
  • ওড়িশায় ভোট পড়েছে 21.07 %
  • উত্তরপ্রদেশে ভোট পড়েছে 27.76 %

12:02 May 20

ভোট উৎসবে সামিল হয়েছে রায়বরেলি ৷ তারমধ্যেই হেভিওয়েট কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধিকে দেখা গেল অন্যরূপে ৷ পিপলেশ্বরের হনুমান মন্দিরে পুুজো দিলেন কংগ্রেস নেতা ৷

11:22 May 20

মেয়ে এষা দেওলকে সঙ্গে করে ভোটকেন্দ্রে এলেন মথুরার বিজেপি প্রার্থী হেমা মালিনী ৷

11:14 May 20

ভোট দিলেন বর্ষীয়াণ অভিনেতা ধর্মেন্দ্র ৷

11:12 May 20

ভোট দিলেন সংগীতশিল্পী কৈলাশ খের ৷

11:12 May 20

ভোট দিলেন উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে ৷

11:09 May 20

ভোট দিলেন অভিনেতা রণদীপ হুডা ৷

11:07 May 20

আরামবাগ লোকসভা কেন্দ্রের এক ভোট কেন্দ্রে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ৷ ঘটনায় বিস্তারিত রিপোর্ট চাইল কমিশন ৷

10:35 May 20

ভোট দিলেন অভিনেতা রাহুল বোস, শাহিদ কাপুর ৷

10:27 May 20

ভোট দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

09:36 May 20

দেশে সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 10.28 %

  • পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 15.35 %
  • বিহারে ভোট পড়েছে 8.86 %
  • জম্মু ও কাশ্মীরে ভোট পড়েছে 7.63 %
  • ঝাড়খণ্ডে ভোট পড়েছে 11.68 %
  • লাদাখে ভোট পড়েছে 10.51 %
  • মহারাষ্ট্রে ভোট পড়েছে 6.33 %
  • ওড়িশায় ভোট পড়েছে 6.87 %
  • উত্তরপ্রদেশে ভোট পড়েছে 12.89 %

09:25 May 20

লখনউতে ভোট দিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিএসপি প্রধান মায়াবতী । তিনি বাইরে এসে জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানান । মায়াবতী বলেন, ‘‘আমি প্রত্যেককে বাইরে এসে তাদের ভোট দেওয়ার জন্য আবেদন করছি ৷ আমি সমস্ত রাজনৈতিক দলকে উন্নয়ন এবং জনগণের কল্যাণের বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করছি ।’’

08:57 May 20

ভোট দিয়েছেন এলজেপি (রাম বিলাস) প্রধান এবং হাজিপুর লোকসভা আসনের প্রার্থী চিরাগ পাসোয়ান ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তিনি বলেন, "এনডিএ দেশে 400টি আসন অতিক্রম করছে ৷ ইন্ডি জোট সর্বকালের সর্বনিম্ন অবস্থানে থাকবে ৷ আমার বাবা 1977 সাল থেকে হাজিপুরের প্রতিনিধি । উন্নয়ন এবং আমার বাবা হাজিপুরের সমার্থক শব্দ ।’’

08:54 May 20

ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং মুম্বই উত্তর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পীযূষ গোয়েল । তিনি বলেন, "পঞ্চম দফায় মুম্বই এবং দেশের বাকি অংশে ভোটগ্রহণ চলছে । প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে সকলের গণতন্ত্রের উৎসবে অংশ নেওয়া উচিত ৷ আমি বিশ্বাস করি যে মুম্বইয়ের মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে ৷’’

08:36 May 20

ভোট দিলেন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ৷

07:58 May 20

ভোট দিচ্ছেন সেলেবরা...

  • সোমবার ভোটগ্রহণ পর্ব শুরু হতেই মুম্বইয়ের বুথে গিয়ে ভোট দিলেন বলি তারকা অক্ষয় কুমার ৷ বুথ থেকে বেরিয়ে বলিউডের 'রাওডি' অভিনেতা বলেন, "আমি চাই আমার ভারত উন্নত ও শক্তিশালী হোক । সেটা মাথায় রেখেই ভোট দিয়েছি । দেশের উন্নয়নের জন্য যা সঠিক, সেই কথা ভেবে বাকিদের ভোট দেওয়া উচিৎ ৷"

07:49 May 20

উত্তেজনা ব্যারাকপুরে...

  • ভোট শুরু হতেই উত্তেজনা ছড়াল ব্যারাকপুরে ৷ প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে হুঁশিয়ারিও দিলেন অর্জুন সিং ৷

06:56 May 20

পঞ্চম দফায় হাইপ্রোফাইল ভোট

  • 20 মে দেশের নজর থাকবে উত্তরপ্রদেশের রায়বরেলির দিকে ৷ বহু জল্পনার পর একেবারে শেষ মূহূর্তে এই কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ এর আগে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি এই কেন্দ্রে থেকে দাঁড়াতেন ৷ এবার তিনি লোকসভা ভোটে প্রার্থী হননি ৷ বদলে রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ হয়েছেন ৷
  • অন্যদিকে, উত্তরপ্রদেশ তথা দেশের ভোটে চর্চায় আমেঠি ৷ এই আসনটির সঙ্গেও গান্ধি পরিবারের নাম জড়িয়ে রয়েছে ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে রাহুল গান্ধিকে পরাজিত করেন বিজেপির স্মৃতি ইরানি ৷ এবার আমেঠি থেকে প্রার্থী হননি রাহুল ৷ তবে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতির উপরেই ভরসা রেখেছে ৷
  • রাজ্যগুলির সঙ্গে এদিন ভোট হবে জম্মু-কাশ্মীরের বারামুল্লা লোকসভা আসনে ৷ একটি কেন্দ্র থেকে 22 জন প্রার্থী ভোটে লড়ছেন ৷ তাঁদের মধ্যে অন্যতম জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ এদিন মহারাষ্ট্রের মুম্বইয়ের একাধিক ভোটকেন্দ্রে দেখা মিলতে পারে অমিতাভ থেকে শাহরুখ, সলমন, করিশ্মা, করিনাদের ৷ সোমবার মুম্বইয়ের 6টি লোকসভা আসনেই ভোট ৷

06:43 May 20

দেশজুড়ে পঞ্চম দফার ভোট

  • প্রবল গরমের মধ্যে দেশে লোকসভা নির্বাচনের চার দফা মিটেছে ৷ সোমবার, 20 মে পঞ্চম দফার ভোট হবে 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 49টি আসনে ৷ 8.95 কোটি ভোটার 695 জন প্রার্থীর ভাগ্য় নির্ধারণ করবেন ৷ এর মধ্যে 7টি তফশিলি জাতি এবং 3টি আসন তফশিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত ৷
Last Updated : May 20, 2024, 8:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.