ETV Bharat / bharat

শ্রীনগরে ভোটের লাইনে নীরবে ভোটাধিকার প্রয়োগ বয়স্ক ভোটারদের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় জম্মু ও কাশ্মীরের শ্রীনগর লোকসভা আসনে ভোটগ্রহণ হল ৷ সেখানে এ দিন ভোট দিতে দেখা গেল অনেক বয়স্ক ভোটারকে ৷ তাঁদের মধ্য়ে অনেকেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ৷ ইটিভি ভারতের পারভেজ উদ্দিনের প্রতিবেদন ৷

Lok Sabha Election 2024
শ্রীনগরের বয়স্ক ভোটাররা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 4:51 PM IST

শ্রীনগর, 13 মে: চতুর্থ দফার নির্বাচনে ভোট দেওয়ার জন্য জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে বয়স্ক ভোটারদের উজ্জ্বল উপস্থিতি চোখে পড়ল ৷ বয়সের পাশাপাশি অসুস্থতাকে উপেক্ষা করেও অনেককে এ দিন ভোটের লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে ৷ জম্মু ও কাশ্মীরে শেষবার ভোট হয়েছিল 2019 সালে ৷ তার পর সেখানে আর কোনও ধরনের ভোট হয়নি ৷ সেই কারণেই হয়তো বয়স্কদের মধ্যে ভোটদানের উৎসাহ অনেক বেশি বলে মনে করা হচ্ছে ৷

অনেক বলছেন, সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের পর থেকে কাশ্মীরি জনগণের মধ্যে একটি স্পষ্ট জাগরণ ছড়িয়ে পড়েছে ৷ অনেকে নিজেদের পরিচয় হারানোর আশঙ্কায় রয়েছেন ৷ সেই আশঙ্কা তাঁদের দৈনন্দিন সংগ্রামকে অতিক্রম করে গিয়েছে । যার প্রতিফলন ভোটের লাইনে দেখা গিয়েছে ৷

ভোটের লাইনে দাঁড়িয়ে এক বয়স্ক ভোটার কেন্দ্রের বিরুদ্ধে কাশ্মীরিদের ক্রমাগত অবহেলার অভিযোগ তুললেন ৷ এছাড়া বিদ্যুতের শুল্ক বৃদ্ধি, মিটারের শ্রেণিবিন্যাসে স্বেচ্ছাচারিতা, ব্যাপক বেকারত্ব, উন্নয়ন না হওয়ার বিষয়টিও ভোটারদের মনে ক্ষোভ তৈরি করেছে বলে বয়স্ক ওই ভোটারের দাবি ৷ তবে বেশ কয়েকজন বয়স্ক ভোটার আবার মনে করেন, যাঁরা জিতবেন, তাঁরা আগামিদিনে সংসদে কাশ্মীরিদের অধিকারের দাবিতে সরব হবেন ৷

আজ, সোমবার ছিল লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ ৷ এ দিন জম্মু ও কাশ্মীরের শ্রীনগর লোকসভা আসনে ভোটগ্রহণ হল ৷ সেখানে লড়াই করছেন ন্যাশনাল কনফারেন্সের আগা রুহুল্লাহ, পিডিপি-র ওয়াহিদ পারা ও আপনি পার্টির মহম্মদ আশরাফ মীর ৷

এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে ৷ এখনও তিন দফার নির্বাচন বাকি রয়েছে ৷ ফল প্রকাশিত হবে আগামী 4 জুন ৷

আরও পড়ুন:

  1. বেলা 3টে পর্যন্ত দেশজুড়ে ভোট পড়ল 50 শতাংশেরও বেশি, এগিয়ে বাংলা; সবচেয়ে কম ভূ-স্বর্গে
  2. 'গণতন্ত্রকে শক্তিশালী করি', চতুর্থ দফার নির্বাচন শুরু হতেই ভোটাধিকার প্রয়োগের ডাক মোদির
  3. সোমবার চতুর্থ দফার ভোট, কনৌজ থেকে হায়দরবাদের লড়াই ঘিরে তুঙ্গে উৎসাহ

শ্রীনগর, 13 মে: চতুর্থ দফার নির্বাচনে ভোট দেওয়ার জন্য জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে বয়স্ক ভোটারদের উজ্জ্বল উপস্থিতি চোখে পড়ল ৷ বয়সের পাশাপাশি অসুস্থতাকে উপেক্ষা করেও অনেককে এ দিন ভোটের লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে ৷ জম্মু ও কাশ্মীরে শেষবার ভোট হয়েছিল 2019 সালে ৷ তার পর সেখানে আর কোনও ধরনের ভোট হয়নি ৷ সেই কারণেই হয়তো বয়স্কদের মধ্যে ভোটদানের উৎসাহ অনেক বেশি বলে মনে করা হচ্ছে ৷

অনেক বলছেন, সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের পর থেকে কাশ্মীরি জনগণের মধ্যে একটি স্পষ্ট জাগরণ ছড়িয়ে পড়েছে ৷ অনেকে নিজেদের পরিচয় হারানোর আশঙ্কায় রয়েছেন ৷ সেই আশঙ্কা তাঁদের দৈনন্দিন সংগ্রামকে অতিক্রম করে গিয়েছে । যার প্রতিফলন ভোটের লাইনে দেখা গিয়েছে ৷

ভোটের লাইনে দাঁড়িয়ে এক বয়স্ক ভোটার কেন্দ্রের বিরুদ্ধে কাশ্মীরিদের ক্রমাগত অবহেলার অভিযোগ তুললেন ৷ এছাড়া বিদ্যুতের শুল্ক বৃদ্ধি, মিটারের শ্রেণিবিন্যাসে স্বেচ্ছাচারিতা, ব্যাপক বেকারত্ব, উন্নয়ন না হওয়ার বিষয়টিও ভোটারদের মনে ক্ষোভ তৈরি করেছে বলে বয়স্ক ওই ভোটারের দাবি ৷ তবে বেশ কয়েকজন বয়স্ক ভোটার আবার মনে করেন, যাঁরা জিতবেন, তাঁরা আগামিদিনে সংসদে কাশ্মীরিদের অধিকারের দাবিতে সরব হবেন ৷

আজ, সোমবার ছিল লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ ৷ এ দিন জম্মু ও কাশ্মীরের শ্রীনগর লোকসভা আসনে ভোটগ্রহণ হল ৷ সেখানে লড়াই করছেন ন্যাশনাল কনফারেন্সের আগা রুহুল্লাহ, পিডিপি-র ওয়াহিদ পারা ও আপনি পার্টির মহম্মদ আশরাফ মীর ৷

এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে ৷ এখনও তিন দফার নির্বাচন বাকি রয়েছে ৷ ফল প্রকাশিত হবে আগামী 4 জুন ৷

আরও পড়ুন:

  1. বেলা 3টে পর্যন্ত দেশজুড়ে ভোট পড়ল 50 শতাংশেরও বেশি, এগিয়ে বাংলা; সবচেয়ে কম ভূ-স্বর্গে
  2. 'গণতন্ত্রকে শক্তিশালী করি', চতুর্থ দফার নির্বাচন শুরু হতেই ভোটাধিকার প্রয়োগের ডাক মোদির
  3. সোমবার চতুর্থ দফার ভোট, কনৌজ থেকে হায়দরবাদের লড়াই ঘিরে তুঙ্গে উৎসাহ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.