ETV Bharat / bharat

ভোটের জন্য আজ থেকেই ড্রাই ডে, কোথায় ? কতদিন ? - Lok Sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Dry Days for Lok Sabha Polls: লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হচ্ছে শুক্রবার ৷ সেই কারণে আজ থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে যাচ্ছে ড্রাই ডে ৷ কোথায় কোথায় থাকবে ড্রাই ডে ? কতদিন থাকবে ? জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 1:45 PM IST

হায়দরাবাদ, 17 এপ্রিল: কাউন্টডাউন প্রায় শেষের পথে ৷ শুক্রবার থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন ৷ প্রথম দফায় 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ হবে ৷ ভোট উপলক্ষে ড্রাই ডে থাকবে দেশের বিভিন্ন অঞ্চলে ৷

অষ্টাদশ সাধারণ নির্বাচনের প্রথম ধাপে অর্থাৎ 19 এপ্রিল দেশের 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 102টি আসনে হবে ভোটগ্রহণ ৷ তার পরবর্তী ধাপগুলি হবে 26 এপ্রিল, 7 মে, 13 মে, 20 মে, 25 মে এবং 1 জুন । ভোট গণনা করা হবে 4 জুন । রাজ্যগুলি সেই অনুযায়ী ভোটের দিনগুলির সঙ্গে মিল রেখে ড্রাই ডে ঘোষণা করেছে । প্রাসঙ্গিকভাবে, 17 এপ্রিল বিকেল 5টা থেকে প্রথম পর্বের ভোটদানের 48 ঘণ্টার সাইলেন্ট পিরিয়ড অর্থাৎ নীরব সময় শুরু হয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট 102টি নির্বাচনী এলাকায় মদের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ।

মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্য হল, গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর অ্যালকোহলের যাতে কোনও প্রভাব না পড়ে তা নিশ্চিত করা ।

যে রাজ্যগুলি প্রথম পর্বের নির্বাচনের আগে ড্রাই ডে ঘোষণা করেছে:

তামিলনাড়ু

তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বা টাসম্যাক 17, 18 এবং 19 এপ্রিল রাজ্যজুড়ে ড্রাই ডে ঘোষণা করেছে । 2024 সালের লোকসভা নির্বাচনের প্রথম ধাপে দক্ষিণের এই রাজ্যের সমস্ত অর্থাৎ 39টি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ হবে ।

রাজ্যের নির্বাচনী এলাকাগুলির মধ্যে রয়েছে: তিরুভাল্লুর, চেন্নাই উত্তর, চেন্নাই দক্ষিণ, চেন্নাই সেন্ট্রাল, শ্রীপেরামবুদুর, কাঞ্চিপুরম, আরাককোনাম, ভেলোর, কৃষ্ণগিরি, ধর্মপুরি, তিরুভান্নামালাই, আরানি, ভিলুপ্পুরম, কাল্লাকুরিচি, সালেম, নামাক্কল, ইরোড, তিরুপুর, নীলগিরি, কোয়েম্বাটোর, পোল্লাচি, ডিন্ডিগুল, করুর, তিরুচিরাপল্লী, পেরাম্বলুর, কুড্ডালোর, চিদাম্বরম, মায়িলাদুথুরাই, নাগাপট্টনম, থাঞ্জাভুর, শিবগাঙ্গা, মাদুরাই, থেনি, বিরুধুনগর, রামানাথপুরম, থুথুকুডি, টেনকাসি, তিরুনেলভেলি, কন্যাকুমারী ৷

17 এপ্রিল প্রচারের শেষ দিন এবং টাসম্যাক আউটলেট, বার এবং বিনোদনমূলক ক্লাবগুলিতে মদ বিক্রি/পরিবেশনের উপর নিষেধাজ্ঞা এ দিন থেকেই শুরু হচ্ছে ৷ চলবে 19 এপ্রিল ভোটের দিন পর্যন্ত । 20 এপ্রিল থেকে মদের বিক্রি আবার শুরু হবে তামিলনাড়ুতে ।

রাজস্থান

রাজস্থান সরকার 2024 সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে ড্রাই ডে ঘোষণা করেছে । 20 মার্চ মুখ্য নির্বাচনী আধিকারিক প্রবীণ গুপ্তা বলেন যে, এই বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছিল অর্থ (আবগারি) বিভাগের তরফে । 17 এপ্রিল সন্ধ্যা 6 টা থেকে 19 এপ্রিল ভোট শেষ হওয়া পর্যন্ত রাজ্যে ড্রাই ডে থাকবে ।

রাজ্যে প্রথম দফায় 12টি লোকসভা কেন্দ্রে ভোট হবে — গঙ্গানগর, বিকানের, চুরু, ঝুনঝুনু, সিকার, জয়পুর গ্রামীণ, জয়পুর, আলওয়ার, ভরতপুর, করাউলি-ধোলপুর, দৌসা এবং নাগৌর ।

দ্বিতীয় দফার ভোট হবে 26 এপ্রিল এবং বাগিডোরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন । 24 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে 26 এপ্রিল ভোট শেষ হওয়া পর্যন্ত এই রাজ্যে ড্রাই ডে থাকবে । দ্বিতীয় দফায় 13টি লোকসভা কেন্দ্রে ভোট হবে । চার জুন ভোট গণনার দিনও ড্রাই ডে ঘোষণা করা হয়েছে ।

অন্যান্য রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে প্রথম দফার ভোটের আগে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ড্রাই ডে পালন করা হবে:

  • পশ্চিমবঙ্গ (আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি)
  • আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (সর্বত্র)
  • অরুণাচল প্রদেশ (সর্বত্র)
  • অসম (ডিব্রুগড়, জোড়হাট, কাজিরাঙা, লখিমপুর এবং সোনিতপুর)
  • বিহার (ঔরঙ্গাবাদ, গয়া, জামুই এবং নওয়াদা)
  • ছত্তিশগড় (বস্তার)
  • জম্মু ও কাশ্মীর (উধমপুর)
  • লাক্ষাদ্বীপ (সর্বত্র)
  • মধ্যপ্রদেশ (বালাঘাট, ছিন্দওয়ারা, জবলপুর, মন্ডলা, শাহদোল এবং সিধি)
  • মহারাষ্ট্র (ভান্ডারা-গোন্দিয়া, চন্দ্রপুর, গাদচিরোলি-চিমুর, নাগপুর এবং রামটেক)
  • মণিপুর (অভ্যন্তরীণ মণিপুর এবং বাইরের মণিপুরের কিছু অংশ)
  • মেঘালয় (সর্বত্র)
  • মিজোরাম (সর্বত্র)
  • নাগাল্যান্ড (সর্বত্র)
  • পুদুচেরি (সর্বত্র)
  • সিকিম (সর্বত্র)
  • ত্রিপুরা (ত্রিপুরা পশ্চিম)
  • উত্তরপ্রদেশ (বিজনোর, কাইরানা, মোরাদাবাদ, মুজাফফরনগর, নাগিনা, পিলিভিট, রামপুর এবং সাহারানপুর)
  • উত্তরাখণ্ড (সর্বত্র)

আরও পড়ুন:

  1. মোদির রাজ্যে বৈধ হল মদ, সরকারি বিবৃতিতে নয়া বিতর্ক
  2. 60 বোতল মদ সাবাড়, উৎসবের মরশুমে সুরায় মত্ত ইঁদুরও
  3. পুজোর পাঁচ দিনে মদ বিক্রি হল 620 কোটি টাকার, নবমীতেই আয় 200 কোটি

হায়দরাবাদ, 17 এপ্রিল: কাউন্টডাউন প্রায় শেষের পথে ৷ শুক্রবার থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন ৷ প্রথম দফায় 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ হবে ৷ ভোট উপলক্ষে ড্রাই ডে থাকবে দেশের বিভিন্ন অঞ্চলে ৷

অষ্টাদশ সাধারণ নির্বাচনের প্রথম ধাপে অর্থাৎ 19 এপ্রিল দেশের 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 102টি আসনে হবে ভোটগ্রহণ ৷ তার পরবর্তী ধাপগুলি হবে 26 এপ্রিল, 7 মে, 13 মে, 20 মে, 25 মে এবং 1 জুন । ভোট গণনা করা হবে 4 জুন । রাজ্যগুলি সেই অনুযায়ী ভোটের দিনগুলির সঙ্গে মিল রেখে ড্রাই ডে ঘোষণা করেছে । প্রাসঙ্গিকভাবে, 17 এপ্রিল বিকেল 5টা থেকে প্রথম পর্বের ভোটদানের 48 ঘণ্টার সাইলেন্ট পিরিয়ড অর্থাৎ নীরব সময় শুরু হয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট 102টি নির্বাচনী এলাকায় মদের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ।

মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্য হল, গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর অ্যালকোহলের যাতে কোনও প্রভাব না পড়ে তা নিশ্চিত করা ।

যে রাজ্যগুলি প্রথম পর্বের নির্বাচনের আগে ড্রাই ডে ঘোষণা করেছে:

তামিলনাড়ু

তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বা টাসম্যাক 17, 18 এবং 19 এপ্রিল রাজ্যজুড়ে ড্রাই ডে ঘোষণা করেছে । 2024 সালের লোকসভা নির্বাচনের প্রথম ধাপে দক্ষিণের এই রাজ্যের সমস্ত অর্থাৎ 39টি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ হবে ।

রাজ্যের নির্বাচনী এলাকাগুলির মধ্যে রয়েছে: তিরুভাল্লুর, চেন্নাই উত্তর, চেন্নাই দক্ষিণ, চেন্নাই সেন্ট্রাল, শ্রীপেরামবুদুর, কাঞ্চিপুরম, আরাককোনাম, ভেলোর, কৃষ্ণগিরি, ধর্মপুরি, তিরুভান্নামালাই, আরানি, ভিলুপ্পুরম, কাল্লাকুরিচি, সালেম, নামাক্কল, ইরোড, তিরুপুর, নীলগিরি, কোয়েম্বাটোর, পোল্লাচি, ডিন্ডিগুল, করুর, তিরুচিরাপল্লী, পেরাম্বলুর, কুড্ডালোর, চিদাম্বরম, মায়িলাদুথুরাই, নাগাপট্টনম, থাঞ্জাভুর, শিবগাঙ্গা, মাদুরাই, থেনি, বিরুধুনগর, রামানাথপুরম, থুথুকুডি, টেনকাসি, তিরুনেলভেলি, কন্যাকুমারী ৷

17 এপ্রিল প্রচারের শেষ দিন এবং টাসম্যাক আউটলেট, বার এবং বিনোদনমূলক ক্লাবগুলিতে মদ বিক্রি/পরিবেশনের উপর নিষেধাজ্ঞা এ দিন থেকেই শুরু হচ্ছে ৷ চলবে 19 এপ্রিল ভোটের দিন পর্যন্ত । 20 এপ্রিল থেকে মদের বিক্রি আবার শুরু হবে তামিলনাড়ুতে ।

রাজস্থান

রাজস্থান সরকার 2024 সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে ড্রাই ডে ঘোষণা করেছে । 20 মার্চ মুখ্য নির্বাচনী আধিকারিক প্রবীণ গুপ্তা বলেন যে, এই বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছিল অর্থ (আবগারি) বিভাগের তরফে । 17 এপ্রিল সন্ধ্যা 6 টা থেকে 19 এপ্রিল ভোট শেষ হওয়া পর্যন্ত রাজ্যে ড্রাই ডে থাকবে ।

রাজ্যে প্রথম দফায় 12টি লোকসভা কেন্দ্রে ভোট হবে — গঙ্গানগর, বিকানের, চুরু, ঝুনঝুনু, সিকার, জয়পুর গ্রামীণ, জয়পুর, আলওয়ার, ভরতপুর, করাউলি-ধোলপুর, দৌসা এবং নাগৌর ।

দ্বিতীয় দফার ভোট হবে 26 এপ্রিল এবং বাগিডোরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন । 24 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে 26 এপ্রিল ভোট শেষ হওয়া পর্যন্ত এই রাজ্যে ড্রাই ডে থাকবে । দ্বিতীয় দফায় 13টি লোকসভা কেন্দ্রে ভোট হবে । চার জুন ভোট গণনার দিনও ড্রাই ডে ঘোষণা করা হয়েছে ।

অন্যান্য রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে প্রথম দফার ভোটের আগে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ড্রাই ডে পালন করা হবে:

  • পশ্চিমবঙ্গ (আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি)
  • আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (সর্বত্র)
  • অরুণাচল প্রদেশ (সর্বত্র)
  • অসম (ডিব্রুগড়, জোড়হাট, কাজিরাঙা, লখিমপুর এবং সোনিতপুর)
  • বিহার (ঔরঙ্গাবাদ, গয়া, জামুই এবং নওয়াদা)
  • ছত্তিশগড় (বস্তার)
  • জম্মু ও কাশ্মীর (উধমপুর)
  • লাক্ষাদ্বীপ (সর্বত্র)
  • মধ্যপ্রদেশ (বালাঘাট, ছিন্দওয়ারা, জবলপুর, মন্ডলা, শাহদোল এবং সিধি)
  • মহারাষ্ট্র (ভান্ডারা-গোন্দিয়া, চন্দ্রপুর, গাদচিরোলি-চিমুর, নাগপুর এবং রামটেক)
  • মণিপুর (অভ্যন্তরীণ মণিপুর এবং বাইরের মণিপুরের কিছু অংশ)
  • মেঘালয় (সর্বত্র)
  • মিজোরাম (সর্বত্র)
  • নাগাল্যান্ড (সর্বত্র)
  • পুদুচেরি (সর্বত্র)
  • সিকিম (সর্বত্র)
  • ত্রিপুরা (ত্রিপুরা পশ্চিম)
  • উত্তরপ্রদেশ (বিজনোর, কাইরানা, মোরাদাবাদ, মুজাফফরনগর, নাগিনা, পিলিভিট, রামপুর এবং সাহারানপুর)
  • উত্তরাখণ্ড (সর্বত্র)

আরও পড়ুন:

  1. মোদির রাজ্যে বৈধ হল মদ, সরকারি বিবৃতিতে নয়া বিতর্ক
  2. 60 বোতল মদ সাবাড়, উৎসবের মরশুমে সুরায় মত্ত ইঁদুরও
  3. পুজোর পাঁচ দিনে মদ বিক্রি হল 620 কোটি টাকার, নবমীতেই আয় 200 কোটি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.