বান্দিপুর, 5 অগস্ট: একচোখ সমুদ্রসবুজ, অন্য চোখ বাদামি-হলুদ। চিতাবাঘের দুই চোখ দুই রংয়ের, এমনই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন বন্যপ্রাণী ছবিশিকারী ধ্রুব পাতিল ৷ কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভে তিনি গিয়েছিলেন নিজের প্যাশনকে তুলে ধরতে ৷ সেখানেই তাঁর চোখে পড়ে একটি চিতাবাঘ গাছে পা-ঝুলিয়ে বসে বিশ্রাম নিচ্ছে ৷ তাঁর দিকে তাকাতেই তিনি ক্যামেরায় বন্দি করে ফেলেন লেপার্ডটিকে ৷ তারপরই ক্যামেরা ঘাঁটতে গিয়ে ছবিটা দেখে থমকে যান।
দিন দু'য়েক আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে ধ্রুব লেখেন, "একটি চোখ সোনার, অন্যটি পান্নার মতো! ভারতের জঙ্গলে এই প্রথমবার এমন লেপার্ডের দেখা মিলল, যার দু'চোখের মণির রং আলাদা। বিজ্ঞানের পরিভাষায় একে বলে হেটেরোক্রোমিয়া ইরিডিয়াম । মেলানিনের আধিক্য বা অভাবে একটি চোখের মণির রং সবুজ, নীল বা অ্যাম্বার (হলদেটে) হয়ে যায়, যা অন্য মণির রংয়ের থেকে আগত সপ্তাহে বান্দিপুরে গিয়ে এই চিতাবাঘের ছবি তুলেছিলাম । দুই দিন আগে যখন বাড়িতে বসেছিলাম এবং ছবির দিকে তাকিয়ে দেখলাম যে এই ধরনের মিউটেশন বিড়ালদের মধ্যে দেখা যায়। এমন দৃশ্য দেখে বিস্ময় হয়ে গিয়েছি ৷"
ছবিটি ধ্রুবের পোস্টের পরই লাইক হয়ে গিয়েছে প্রায় 20 হাজারের কাছাকাছি ৷ কমেন্ট সেকশনও ভরে গিয়েছে ৷ নেটিজেনদের অনেকেই বান্দিপুরের এই মহাশয়কে 'লেপার্ড উইথ হিপনোটিক আইস' বলতে শুরু করেছেন। তারপরে ধ্রুবের তোলা ওই ছবি ভাইরাল হতেও বেশি সময় লাগেনি। বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, একাধিক জন্তুর ক্ষেত্রে এমনটা দেখা গেলেও জঙ্গলের লেপার্ডের চোখে এমন জিনগত বৈশিষ্ট্যের দেখা পাওয়া অন্যতম বিরল ঘটনা। ভারতে অন্তত এমন প্রামাণ্য ছবি নেই।