নয়াদিল্লি, 14 ডিসেম্বর: 'এক দেশ, এক ভোট' নিয়ে তৎপর মোদি সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতির পর আগামী সোমাবার লোকসভায় এই সংক্রান্ত দুটি বিল আনতে চলেছে সরকার পক্ষ। এই বিল আইনে পরিণত হলে লোকসভার সঙ্গেই হবে রাজ্যের বিধানসভা গুলির নির্বাচন। বিরোধী ইন্ডিয়া শিবির 'এক দেশ, এক ভোট'-র বিরোধিতায় সরব। তারপরও এ সংক্রান্ত বিল যে নিশ্চিতভাবে আসতে চলেছে তা নিয়ে তেমন কোনও সংশয় নেই ।
কোন কোন বিল আসছে?
এই দুটি বিলের একটি সংবিধানের 124তম সংবিধান সংশোধন সংক্রান্ত। অন্যটি দিল্লি থেকে শুরু করে কাশ্মীর এবং পুদুচেরির মতো কেন্দ্রীয় শাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনও লোকসভা ভোটের একসঙ্গে করা সংক্রান্ত ।
দুটি বিলে কী কী বলা আছে ?
সংবিধান সংশোধন সংক্রান্ত বিলে বলা হয়েছে, সংবিধানের 82-এ ধারায় পরিবর্তন আনতে হবে । লোকসভার সঙ্গে বিধানসভাগুলির ভোট করতে এই পরিবর্তন দরকারি। একইভাবে সংবিধানের 83তম এবং 172তম ধারারও পরিবর্তন করা দরকার ।
কেন্দ্র শাসিত অঞ্চলের জন্য তৈরি আইনের সংশোধন
এই বিলে বলা আছে, 'এক দেশ, এক নির্বাচন' ব্যবস্থাকে বাস্তব করতে গেলে 1963 সালের ইউনিয়ন টেরিটোরিস অ্যাক্ট, 1991 সালের ন্যাশনাল ক্যাপিটল টেরিটরি অ্যাক্ট এবং 2019 সালের জম্মু ও কাশ্মীর রেকগনিশন অ্যাক্টে পরিবর্তন আনতে হবে বলে জানা গিয়েছে।
দুটি বিল পাশ হলে কী হবে ?
সংবিধানের 82-এ ধারা সংশোধন হলে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি একটি বিজ্ঞপ্তি জারি করবেন। এই বিজ্ঞপ্তির আনুষ্ঠানিক নাম, 'অ্যাপয়েন্টেড ডেট'। এই দিন থেকে শুরু করে আগামী পাঁচ বছর হবে লোকসভার মেয়াদ ।
- রাজ্য বিধানসভার মেয়াদের ক্ষেত্রে বিষয়টি বেশ খানিকটা আলাদা। অ্যাপয়েন্টেড ডেট এবং কোনও একটি লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগে বিধানসভা গঠিত হলে লোকসভার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সময়কাল হবে ওই বিধানসভার মেয়াদ। আর তারপর থেকে লোকসভা এবং বিধানসভার ভোট হবে একসঙ্গে ।
- ধরা যাক একটি লোকসভার প্রথম অধিবেশন বসল 2024 সালের 24 জুন। সেক্ষেত্রে 'অ্যাপয়েন্টেড ডেট' 24 জুন। সেই লোকসভার মেয়াদ শেষ হবে 2029 সালের জুন মাসে। আর সেই হিসেবে যে সমস্ত রাজ্য বিধানসভার মেয়াদ 2024 সালের জুন মাস থেকে 2029 সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা সেগুলি 2029 সালের জুন মাস পর্যন্ত চলবে। তারপর একসঙ্গে ভোট হবে ।
সময়ের আগে লোকসভা এবং বিধানসভা ভেঙে গেলে কী হবে?
- লোকসভা বা কোনও একটি রাজ্যের বিধানসভা তার নির্দিষ্ট সময়ের আগে ভেঙে গেলে অন্তবর্তীকালীন ভোট হবে। তবে পাঁচ বছর হতে আর যেটুকু সময় বাকি থাকবে সেই সময়ের জন্যই হবে ভোট। নির্দিষ্ট মেয়াদ শেষ হলে আবার ভোট হবে।
- ধরা যাক 2029 সালের লোকসভা নির্বাচনের পর তৈরি হওয়া লোকসভা তার মেয়াদ শেষের আগে ভেঙে গেল। তাহলে অন্তর্বতীকালীন ভোট হবে। সেই ভোটের পর তৈরি হওয়া লোকসভার মেয়াদও 2034 সাল পর্যন্তই থাকবে। আগে এই ব্যবস্থা ছিল না। অন্তবর্তীকালীন নির্বাচন বলে কোনও ব্যবস্থাই ছিল না। লোকসভা বা বিধানসভা ভোটের পর সরকার তৈরি হত পাঁচ বছরের জন্য। 'এক দেশ, এক নির্বাচন' লাগু হলে এবার থেকে আর তা হবে না ।
নয়া নিয়মে কোনও রাজ্য বিধানসভার ভোট কি পিছিয়ে যেতে পারে ?
নতুন ব্যবস্থা যদি লাগু হয় তাহলেও কোনও বিশেষ কারণে রাজ্য বিধানসভা ভোট পিছিয়ে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনে এ সংক্রান্ত সুপারিশ পাঠাতে হবে । তারপর পরিস্থিতি বিচার করে সংশ্লিষ্ট রাজ্যে ভোট পিছিয়ে দিতে পারে নির্বাচন কমিশন ।