ETV Bharat / bharat

প্রিয়জনের সঙ্গে বিরোধ ! সেলিব্রেট করুন অ্যান্টি ভ্যালেন্টাইনস সপ্তাহ

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 10:16 PM IST

Anti Valentines Week: প্রেমের সপ্তাহ শেষ হতেই 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয় প্রেম বিরোধী সপ্তাহ ৷ যা জানলে হাসি পাবে আপনারও ৷ ভাববেন এও কী সম্ভব ?

Etv Bharat
অ্যান্টি ভ্যালেন্টাইনস উইক

হায়দরাবাদ: ভ্যালেন্টাইনস সপ্তাহে প্রেম উদযাপনের পরও কিছুজন ভ্যালেন্টাইনস বিরোধী সপ্তাহে মজা নিতে পছন্দ করেন ৷ ভ্যালেন্টাইনস বিরোধী সপ্তাহ 15 ফেব্রুয়ারি শুরু হয় এবং 21 ফেব্রুয়ারি শেষ হয় । কোনদিনে কী আছে দেখে নিন ৷

15 ফেব্রুয়ারি স্ল্যাপ ডে : ভ্যালেন্টাইনস ডে-এর পরের দিনই পালিত হয় স্ল্যাপ ডে ৷ এই দিন সেই সমস্ত লোকদের জন্য বোঝায় যারা প্রতারিত হয়েছেন ৷ হৃদয় ভেঙে গিয়েছে প্রাক্তনের দুর্ব্যবহারে ৷ তবে বাহ্যিক অর্থে চড় মারা বোঝালেও অন্তর্নিহিত অর্থ হল এই দিনে আপনার সমস্ত খারাপ অনুভূতিগুলিকে থাপ্পড় মেরে এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত । যাই হোক, কিছু লোক এখন এই দিনটিকে তাদের বন্ধুদের সঙ্গে মজা করতে এবং তাদের চড় মারার অজুহাত হিসাবে ব্যবহার করে ৷

16 ফেব্রুয়ারি কিক ডে : এই দিনটিকে সবাই মজা করে লাথি মারার দিন হিসেবে বললেও এরও অভ্যন্তরীণ অর্থ রয়েছে ৷ জীবনের সমস্ত নেতিবাচকতা দূর করতে এই কিক ডে পালিত হয় ৷ এই দিনে খারাপ কিছুকে বা সমস্যাকে লাথি মেরে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার কথা বলা হয় ৷

17 ফেব্রুয়ারি পারফিউম ডে : এর অন্তর্নিহিত অর্থ হল সুগন্ধ যেভাবে নিজেকে অনেকক্ষণ ধরে রাখতে পারে যে কোনও জিনিসে তেমনই নিজেকে এমনভাবে পরিচালনা করুন যাতে আপনিও অন্যের চোখে অনেকক্ষণ নিজেকে ধরে রাখতে পারেন ৷ অর্থাৎ, নিজেকে এমনভাবে ট্রিট করুন যাতে সুগন্ধির মতোই যে কোনও জিনিসে আপনার উপস্থিতি অনেকক্ষণ রয়ে যায় ৷ এই দিনে কাছের মানুষ বা বন্ধুদের পারফিউম উপহারও দিতে পারেন ৷

18 ফেব্রুয়ারি ফ্লার্ট ডে : প্রোপোজ ডে-তে যদি মনের কথা বা অনুভূতি প্রকাশ করার সাহস না পেয়ে থাকেন তাহলে ফ্লার্ট ডে মজা করে তা করে ফেলতে পারেন ৷ বোঝার হলে যাকে ফ্লার্টের মাধ্যমে মনের আসল কথা বলতে চাইছেন সে আপনিই বুঝে যাবে ৷ কারওর উপর ক্রাশ থাকলে তাকে ফ্লার্ট করার মাধ্য়মে প্রেমের ইঙ্গিত দিতে পারেন ৷ তবে আপনার সঙ্গে কেউ সত্যি ফ্লার্ট করছে নাকি মিথ্যা প্রেমের অবিনয় করছে তাও বুঝে নিন ৷ নাহলে মিথ্যে প্রেমের ফাঁদে পড়ে আপনাকেই ভুগতে হবে ৷

19 ফেব্রুয়ারি কনফেশন ডে : কাউকে মনের কথা এখনও না জানিয়ে থাকলে সত্যিটা কনফেশ করুন এই দিনে ৷ এছাড়াও এই দিনে আপনি কারও কাছে ভুলবশত কিছু করে থাকলে তা স্বীকার করে নিতে পারেন বা কোনও ভুলের জন্য ক্ষমাও চাইতে পারেন আজ ৷ সত্যিটা কনফেশ করুন আজই ৷

20 ফেব্রুয়ারি মিসিং ডে : পরিবার হোক বা বন্ধু অথবা প্রিয়জন, আজকের দিনে যাকে মিস করছেন তাকে বলুন ৷ বিভিন্ন কথাবার্তা, অঙ্গভঙ্গিতে বোঝাতে পারেন আজ আপনি তাঁকে কতটা মিস করছেন ৷

21 ফেব্রুয়ারি ব্রেক আপ ডে : যে সম্পর্কে থেকে আপনার ক্ষতি হচ্ছে বলে মনে করছেন সেই বিষাক্ত সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার সঠিক দিন এটা ৷ নিজেকে মুক্ত করুন কোনও বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে এসে ৷ তা বন্ধুত্ব হোক বা অন্য কোনও সম্পর্ক, আজ থেকে সেই সম্পর্ক ছিন্ন করে নিজে বাঁচুন ভালোভাবে ৷

আরও পড়ুন :

  1. জীবন ভরে উঠুক ভালোবাসায় ! টেডির আড়ালে আলিঙ্গনবদ্ধ হন আপনিও
  2. প্রিয়জনকে তাক লাগাতে বাড়িতেই বানান হিডেন হার্ট কেক
  3. বিচ্ছেদের ভিড় থেকে আগলে রাখুন আপনাদের জুটিকে, রইল সুস্থ সম্পর্কের চাবিকাঠি

হায়দরাবাদ: ভ্যালেন্টাইনস সপ্তাহে প্রেম উদযাপনের পরও কিছুজন ভ্যালেন্টাইনস বিরোধী সপ্তাহে মজা নিতে পছন্দ করেন ৷ ভ্যালেন্টাইনস বিরোধী সপ্তাহ 15 ফেব্রুয়ারি শুরু হয় এবং 21 ফেব্রুয়ারি শেষ হয় । কোনদিনে কী আছে দেখে নিন ৷

15 ফেব্রুয়ারি স্ল্যাপ ডে : ভ্যালেন্টাইনস ডে-এর পরের দিনই পালিত হয় স্ল্যাপ ডে ৷ এই দিন সেই সমস্ত লোকদের জন্য বোঝায় যারা প্রতারিত হয়েছেন ৷ হৃদয় ভেঙে গিয়েছে প্রাক্তনের দুর্ব্যবহারে ৷ তবে বাহ্যিক অর্থে চড় মারা বোঝালেও অন্তর্নিহিত অর্থ হল এই দিনে আপনার সমস্ত খারাপ অনুভূতিগুলিকে থাপ্পড় মেরে এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত । যাই হোক, কিছু লোক এখন এই দিনটিকে তাদের বন্ধুদের সঙ্গে মজা করতে এবং তাদের চড় মারার অজুহাত হিসাবে ব্যবহার করে ৷

16 ফেব্রুয়ারি কিক ডে : এই দিনটিকে সবাই মজা করে লাথি মারার দিন হিসেবে বললেও এরও অভ্যন্তরীণ অর্থ রয়েছে ৷ জীবনের সমস্ত নেতিবাচকতা দূর করতে এই কিক ডে পালিত হয় ৷ এই দিনে খারাপ কিছুকে বা সমস্যাকে লাথি মেরে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার কথা বলা হয় ৷

17 ফেব্রুয়ারি পারফিউম ডে : এর অন্তর্নিহিত অর্থ হল সুগন্ধ যেভাবে নিজেকে অনেকক্ষণ ধরে রাখতে পারে যে কোনও জিনিসে তেমনই নিজেকে এমনভাবে পরিচালনা করুন যাতে আপনিও অন্যের চোখে অনেকক্ষণ নিজেকে ধরে রাখতে পারেন ৷ অর্থাৎ, নিজেকে এমনভাবে ট্রিট করুন যাতে সুগন্ধির মতোই যে কোনও জিনিসে আপনার উপস্থিতি অনেকক্ষণ রয়ে যায় ৷ এই দিনে কাছের মানুষ বা বন্ধুদের পারফিউম উপহারও দিতে পারেন ৷

18 ফেব্রুয়ারি ফ্লার্ট ডে : প্রোপোজ ডে-তে যদি মনের কথা বা অনুভূতি প্রকাশ করার সাহস না পেয়ে থাকেন তাহলে ফ্লার্ট ডে মজা করে তা করে ফেলতে পারেন ৷ বোঝার হলে যাকে ফ্লার্টের মাধ্যমে মনের আসল কথা বলতে চাইছেন সে আপনিই বুঝে যাবে ৷ কারওর উপর ক্রাশ থাকলে তাকে ফ্লার্ট করার মাধ্য়মে প্রেমের ইঙ্গিত দিতে পারেন ৷ তবে আপনার সঙ্গে কেউ সত্যি ফ্লার্ট করছে নাকি মিথ্যা প্রেমের অবিনয় করছে তাও বুঝে নিন ৷ নাহলে মিথ্যে প্রেমের ফাঁদে পড়ে আপনাকেই ভুগতে হবে ৷

19 ফেব্রুয়ারি কনফেশন ডে : কাউকে মনের কথা এখনও না জানিয়ে থাকলে সত্যিটা কনফেশ করুন এই দিনে ৷ এছাড়াও এই দিনে আপনি কারও কাছে ভুলবশত কিছু করে থাকলে তা স্বীকার করে নিতে পারেন বা কোনও ভুলের জন্য ক্ষমাও চাইতে পারেন আজ ৷ সত্যিটা কনফেশ করুন আজই ৷

20 ফেব্রুয়ারি মিসিং ডে : পরিবার হোক বা বন্ধু অথবা প্রিয়জন, আজকের দিনে যাকে মিস করছেন তাকে বলুন ৷ বিভিন্ন কথাবার্তা, অঙ্গভঙ্গিতে বোঝাতে পারেন আজ আপনি তাঁকে কতটা মিস করছেন ৷

21 ফেব্রুয়ারি ব্রেক আপ ডে : যে সম্পর্কে থেকে আপনার ক্ষতি হচ্ছে বলে মনে করছেন সেই বিষাক্ত সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার সঠিক দিন এটা ৷ নিজেকে মুক্ত করুন কোনও বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে এসে ৷ তা বন্ধুত্ব হোক বা অন্য কোনও সম্পর্ক, আজ থেকে সেই সম্পর্ক ছিন্ন করে নিজে বাঁচুন ভালোভাবে ৷

আরও পড়ুন :

  1. জীবন ভরে উঠুক ভালোবাসায় ! টেডির আড়ালে আলিঙ্গনবদ্ধ হন আপনিও
  2. প্রিয়জনকে তাক লাগাতে বাড়িতেই বানান হিডেন হার্ট কেক
  3. বিচ্ছেদের ভিড় থেকে আগলে রাখুন আপনাদের জুটিকে, রইল সুস্থ সম্পর্কের চাবিকাঠি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.