ETV Bharat / bharat

পকসো কেসে জামিন পেয়ে ফের নাবালিকা ধর্ষণ, সৎবাবাকে 141 বছরের সাজা দিল আদালত - STEPFATHER RAPED MINOR DAUGHTER

মায়ের অনুপস্থিতিতে নাবালিকাকে ধর্ষণ করত সৎবাবা ৷ গ্রেফতার হলেও জামিন পেয়ে ফিরে এসে আবারও নাবালিকার উপর শারীরিক যৌন নির্যাতন চালায় সে ৷

Stepfather convicted for Raping minor
নাবালিকাকে ধর্ষণের দোষে 141 বছরের সশ্রম কারাদণ্ড (প্রতীকী চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2024, 6:47 PM IST

মালাপ্পুরম(কেরল), 30 নভেম্বর: নাবালিকা ধর্ষণে দোষী সৎবাবাকে 141 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে নজির গড়ল আদালত ৷ সাজার পাশাপাশি দোষীকে 7.85 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে ৷ এই টাকা নির্যাতিতা নাবালিকাকে দেওয়ার আদেশ দিয়েছে কেরলের মাঞ্জেরির বিশেষ পকসো আদালতের বিচারক এএম আশরফ ৷

ঘটনাটি কেরলের মালাপ্পুরমের ৷ মা ও মেয়ে তামিলনাড়ুর বাসিন্দা ৷ কাজের খোঁজে মা মালাপ্পুরমের মুণ্ডুপারম্বায় এলে, মেয়েটিও তাঁর সঙ্গে থাকছিল ৷ 2017 সাল থেকে 2020 সালের মধ্যে বারংবার সৎবাবার ধর্ষণের শিকার হয়েছে নাবালিকা ৷ মালাপ্পুরমের বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে থাকত মা, মেয়ে ৷ ওই ভাড়া বাড়িগুলিতেই মায়ের অনুপস্থিতিতে একাধিক বার তার উপর শারীরিক যৌন নির্যাতন চালাত সৎবাবা ৷

মা কাজে চলে যাওয়ার পর মেয়েটি বন্ধুর সঙ্গে মাঠে খেলছিল ৷ সেই সময় সৎবাবা বাড়ি ফিরে আসে ৷ সে নাবালিকাকে শোওয়ার ঘরে নিয়ে যায় এবং জবরদস্তি করে ৷ নির্যাতিতা এই নৃশংস অত্যাচারের কথা জানায় তার বন্ধুকে ৷ বাড়ি ফিরলে মাকেও সে সব কথা বলে ৷

মা ও মেয়ের অভিযোগের ভিত্তিতে দোষীকে গ্রেফতার করা হয় ৷ পরে আদালতে মা নিজের মত বদলে ফেলেন ৷ সৎবাবার কুকীর্তির কথা প্রকাশ্যে আসুক, তা চাননি তিনি ৷ যদিও নির্যাতিত নাবালিকা এবং তার বন্ধুর বয়ানের ভিত্তিতে তদন্ত হয় ৷ দোষী সাব্যস্ত হয় সৎবাবা ৷

এতেই ক্ষান্ত হয়নি দোষী ৷ এর মধ্যে পুলিশ নাবালিকাকে ত্রিশূরের নির্ভয়া হোমে পাঠিয়ে দেয় ৷ ডিসেম্বর ছুটির সময় মেয়েটি শিশুকল্যাণ কমিটির অনুমতি নিয়ে মায়ের কাছে থাকতে আসে ৷ এই সময় দোষী সৎবাবাও জামিন পেয়ে যায় ৷ সে বাড়ি ফিরে আসে ৷ মা কাজে চলে গেলে জামিনে মুক্তি বাবা ফের নাবালিকাকে ধর্ষণ করে ৷

এরপর মা বাড়ি ফিরে এলে নাবালিকা সব কথা খুলে বলে ৷ কিন্তু তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি ৷ পুলিশ এই ঘটনা জানতে পেরে আবারও একটি মামলা দায়ের করে এবং মাকে বোঝায় ৷ মা বরাবরই সৎবাবার নির্যাতনের বিষয়টি লুকিয়ে রাখতে চেয়েছিলেন ৷ এই মামলায় দোষী সৎবাবাকে 141 বছরের সশ্রম কারাদণ্ড দিল পকসো আদালত ৷

পড়ুন: নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণ ! অভিযুক্ত বাবাকে পুলিশে দিলেন প্রতিবেশীরা

মালাপ্পুরম(কেরল), 30 নভেম্বর: নাবালিকা ধর্ষণে দোষী সৎবাবাকে 141 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে নজির গড়ল আদালত ৷ সাজার পাশাপাশি দোষীকে 7.85 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে ৷ এই টাকা নির্যাতিতা নাবালিকাকে দেওয়ার আদেশ দিয়েছে কেরলের মাঞ্জেরির বিশেষ পকসো আদালতের বিচারক এএম আশরফ ৷

ঘটনাটি কেরলের মালাপ্পুরমের ৷ মা ও মেয়ে তামিলনাড়ুর বাসিন্দা ৷ কাজের খোঁজে মা মালাপ্পুরমের মুণ্ডুপারম্বায় এলে, মেয়েটিও তাঁর সঙ্গে থাকছিল ৷ 2017 সাল থেকে 2020 সালের মধ্যে বারংবার সৎবাবার ধর্ষণের শিকার হয়েছে নাবালিকা ৷ মালাপ্পুরমের বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে থাকত মা, মেয়ে ৷ ওই ভাড়া বাড়িগুলিতেই মায়ের অনুপস্থিতিতে একাধিক বার তার উপর শারীরিক যৌন নির্যাতন চালাত সৎবাবা ৷

মা কাজে চলে যাওয়ার পর মেয়েটি বন্ধুর সঙ্গে মাঠে খেলছিল ৷ সেই সময় সৎবাবা বাড়ি ফিরে আসে ৷ সে নাবালিকাকে শোওয়ার ঘরে নিয়ে যায় এবং জবরদস্তি করে ৷ নির্যাতিতা এই নৃশংস অত্যাচারের কথা জানায় তার বন্ধুকে ৷ বাড়ি ফিরলে মাকেও সে সব কথা বলে ৷

মা ও মেয়ের অভিযোগের ভিত্তিতে দোষীকে গ্রেফতার করা হয় ৷ পরে আদালতে মা নিজের মত বদলে ফেলেন ৷ সৎবাবার কুকীর্তির কথা প্রকাশ্যে আসুক, তা চাননি তিনি ৷ যদিও নির্যাতিত নাবালিকা এবং তার বন্ধুর বয়ানের ভিত্তিতে তদন্ত হয় ৷ দোষী সাব্যস্ত হয় সৎবাবা ৷

এতেই ক্ষান্ত হয়নি দোষী ৷ এর মধ্যে পুলিশ নাবালিকাকে ত্রিশূরের নির্ভয়া হোমে পাঠিয়ে দেয় ৷ ডিসেম্বর ছুটির সময় মেয়েটি শিশুকল্যাণ কমিটির অনুমতি নিয়ে মায়ের কাছে থাকতে আসে ৷ এই সময় দোষী সৎবাবাও জামিন পেয়ে যায় ৷ সে বাড়ি ফিরে আসে ৷ মা কাজে চলে গেলে জামিনে মুক্তি বাবা ফের নাবালিকাকে ধর্ষণ করে ৷

এরপর মা বাড়ি ফিরে এলে নাবালিকা সব কথা খুলে বলে ৷ কিন্তু তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি ৷ পুলিশ এই ঘটনা জানতে পেরে আবারও একটি মামলা দায়ের করে এবং মাকে বোঝায় ৷ মা বরাবরই সৎবাবার নির্যাতনের বিষয়টি লুকিয়ে রাখতে চেয়েছিলেন ৷ এই মামলায় দোষী সৎবাবাকে 141 বছরের সশ্রম কারাদণ্ড দিল পকসো আদালত ৷

পড়ুন: নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণ ! অভিযুক্ত বাবাকে পুলিশে দিলেন প্রতিবেশীরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.