ETV Bharat / bharat

বাবরি মসজিদ ধ্বংসের বিষয়টি উচ্চমাধ্য়মিকের পাঠ্যপুস্তকে রাখার সিদ্ধান্ত কেরালা সরকাররের - Revised NCERT Book

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 5:18 PM IST

Revised NCERT Book: বাবরি মসজিদ ধ্বংসের বিষয়টি এনসিইআরটি-র সংশোধিত পাঠ্যপুস্তকে নেই ৷ কিন্তু এই বিষয়টি কেরালায় উচ্চমাধ্যমিক পড়ুয়াদের পাঠ্যপুস্তকে রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সরকার ৷

Revised NCERT Book
বাবরি মসজিদ (ফাইল চিত্র)

তিরুঅনন্তপুরম, 19 জুন: কেরালা সরকার স্পষ্ট করেছে যে তারা উচ্চ মাধ্যমিকের পাঠ্যপুস্তকে বাবরি মসজিদ ধ্বংসের বিষয়কে অন্তর্ভুক্ত করবে । রাজ্যের শিক্ষামন্ত্রী ভি. শিভানকুট্টি জানিয়েছেন যে এনসিইআরটির তরফে সংশোধিত পাঠ্যপুস্তকগুলিতে বাদ দেওয়া বিষয়গুলি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে ।

কেরালার শিক্ষামন্ত্রী আরও স্পষ্ট করেছেন যে পাঠ্যক্রম কমিটি সিলেবাসে এই বিভাগগুলি অন্তর্ভুক্ত করার জন্য উপলব্ধ বিকল্পগুলি পরীক্ষা করবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে । তাঁরা একটি নতুন পাঠ্যপুস্তক তৈরি করবেন নাকি এই বাদ দেওয়া অংশগুলি নিয়ে একটি সাপ্লিমেন্টারি পাঠ্যপুস্তক প্রকাশ করবেন, তা বিবেচনা করবেন । বাবরি মসজিদ শব্দটি সরিয়ে এনসিইআরটি দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যপুস্তকে তিন গম্বুজের কাঠামো বলে উল্লেখ করেছে ৷ সংশোধিত পাঠ্যপুস্তক আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের জন্য দেওয়া হবে । কেরালা এই সময়ের মধ্যে সংশোধন সম্পূর্ণ করার পরিকল্পনা করছে ।

আগের বছরগুলিতেও কেরালা সরকার গুজরাত দাঙ্গা ও মুঘল ইতিহাসের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত করার জন্য অবস্থান নিয়েছিল, যা এনসিইআরটি-র তরফে বাদ দেওয়া হয়েছিল । কেরালা একটি সাপ্লিমেন্টারি পাঠ্যপুস্তক প্রকাশ করেছিল এর জন্য ৷

কেরালা বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়গুলির জন্য উচ্চ মাধ্যমিকে এনসিইআরটি-র পাঠ্যপুস্তক অনুসরণ করছে । অন্য সব বিষয়ের জন্য রাজ্যের এসসিইআরটি পাঠ্যপুস্তক তৈরি করে । কেরালায় গত 15 বছর ধরে উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকগুলি সংশোধন করা হয়নি । রাজ্যে পাঠ্যক্রম সংশোধনের কথা রয়েছে এবং শিক্ষা বিভাগ পাঠ্যক্রম সংশোধনের জন্য একটি কর্মশালা পরিচালনা করতে চলেছে ৷

তিরুঅনন্তপুরম, 19 জুন: কেরালা সরকার স্পষ্ট করেছে যে তারা উচ্চ মাধ্যমিকের পাঠ্যপুস্তকে বাবরি মসজিদ ধ্বংসের বিষয়কে অন্তর্ভুক্ত করবে । রাজ্যের শিক্ষামন্ত্রী ভি. শিভানকুট্টি জানিয়েছেন যে এনসিইআরটির তরফে সংশোধিত পাঠ্যপুস্তকগুলিতে বাদ দেওয়া বিষয়গুলি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে ।

কেরালার শিক্ষামন্ত্রী আরও স্পষ্ট করেছেন যে পাঠ্যক্রম কমিটি সিলেবাসে এই বিভাগগুলি অন্তর্ভুক্ত করার জন্য উপলব্ধ বিকল্পগুলি পরীক্ষা করবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে । তাঁরা একটি নতুন পাঠ্যপুস্তক তৈরি করবেন নাকি এই বাদ দেওয়া অংশগুলি নিয়ে একটি সাপ্লিমেন্টারি পাঠ্যপুস্তক প্রকাশ করবেন, তা বিবেচনা করবেন । বাবরি মসজিদ শব্দটি সরিয়ে এনসিইআরটি দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যপুস্তকে তিন গম্বুজের কাঠামো বলে উল্লেখ করেছে ৷ সংশোধিত পাঠ্যপুস্তক আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের জন্য দেওয়া হবে । কেরালা এই সময়ের মধ্যে সংশোধন সম্পূর্ণ করার পরিকল্পনা করছে ।

আগের বছরগুলিতেও কেরালা সরকার গুজরাত দাঙ্গা ও মুঘল ইতিহাসের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত করার জন্য অবস্থান নিয়েছিল, যা এনসিইআরটি-র তরফে বাদ দেওয়া হয়েছিল । কেরালা একটি সাপ্লিমেন্টারি পাঠ্যপুস্তক প্রকাশ করেছিল এর জন্য ৷

কেরালা বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়গুলির জন্য উচ্চ মাধ্যমিকে এনসিইআরটি-র পাঠ্যপুস্তক অনুসরণ করছে । অন্য সব বিষয়ের জন্য রাজ্যের এসসিইআরটি পাঠ্যপুস্তক তৈরি করে । কেরালায় গত 15 বছর ধরে উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকগুলি সংশোধন করা হয়নি । রাজ্যে পাঠ্যক্রম সংশোধনের কথা রয়েছে এবং শিক্ষা বিভাগ পাঠ্যক্রম সংশোধনের জন্য একটি কর্মশালা পরিচালনা করতে চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.