ETV Bharat / bharat

'স্বৈরতন্ত্রের প্রতিবাদ করায় জেলে ফিরতে হচ্ছে', আত্মসমর্পণের আগে বললেন কেজরি - Arvind Kejriwal Surrenders - ARVIND KEJRIWAL SURRENDERS

Delhi CM on Going Back to Jail: তিহাড় জেলে আত্মসমর্পণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ ফেরার আগে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন তিনি ৷ দিল্লির মুখ্যমন্ত্রী জানালেন, একনায়কতন্ত্রের প্রতিবাদ করায় জেলে ফিরতে হচ্ছে ৷

Delhi CM Going Back to Jail
জেলে ফিরলেন দিল্লির মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)
author img

By PTI

Published : Jun 2, 2024, 7:31 PM IST

নয়াদিল্লি, 2 জুন: তিহাড়ে আত্মসমর্পণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ লোকসভা নির্বাচনে প্রচারের জন্য 10 মে থেকে 1 জুন পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট ৷ নির্বাচন শেষে 2 জুন তাঁকে ফের আত্মসমর্পনের নির্দেশ দেয় শীর্ষ আদালত ৷ সেই নির্দেশানুসারে রবিবার ফের জেলে ফিরে গেলেন আপ প্রধান ৷

জেলে ফেরার আগে বিজেপির বিরুদ্ধে এদিন কড়া আক্রমণ শানান কেজরিওয়াল ৷ নির্বাচন শেষে তিহাড়ে ফিরে যাওয়ার প্রসঙ্গে তিনি জানান, স্বৈরাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ করায় জেলে ফিরতে হচ্ছে তাঁকে ৷ রবিবার দলীয় কার্যালয়ে কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন কেজরিওয়াল ৷ সেখানে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, "দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার কারণে নয়, আমি জেলে ফিরে যাচ্ছি স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৷"

শনিবার শেষ হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন ৷ ভোট শেষ হতেই রীতি মেনে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে একাধিক সংবাদমাধ্যম ৷ সেই সমীক্ষা অনুসারে পাল্লা ভারি রয়েছে বিজেপির-ই ৷ এদিন সেই প্রসঙ্গে কেজরিওয়াল জানান, এই সমস্ত সংবাদমাধ্যমের এক্সিট পোলই ভুঁয়ো ৷ তাঁর কথায়, "গতকাল দেশের বুথ ফেরত সমীক্ষা প্রকাশিত হয়েছে ৷ আমি আপনাদের লিখে দিতে পারি এই সমস্ত এক্সিট পোল ভুয়ো ৷ রাজস্থানে 25টি লোকসভা আসন রয়েছে ৷ অথচ এক্সিট পোলে 33টি আসন দেখানো হয়েছে ৷ সুতরাং পুরো বিষয়টি ভুয়ো না-হলে এটা কীভাবে সম্ভব ?" কেজরিওয়ালের কথায়, বিরোধীদের দুর্বল করতে এই ধরনের ভুয়ো সমীক্ষা প্রকাশ করছে বিজেপি ৷ তাঁর স্পষ্ট বক্তব্য, "আগামী 4 জুন সরকার গঠন করতে পারবে না এনডিএ ৷"

দিল্লির আবগারি দুর্নীতি সঙ্গে যুক্ত আর্থিক তছরুপের মামলায় জেল হেফাজতের নির্দেশ দেয় রাউস অ্যাভেনিউ আদালত ৷ কেজরিওয়ালের দাবি, এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি স্বীকার করেছেন আবগারি মামলায় একটি টাকাও উদ্ধার হয়নি ৷ সেইসঙ্গে ইন্ডিয়া জোট সম্পর্কে তিনি বলেন, "আমি ইন্ডিয়া জোটের সমস্ত শরিকি দলগুলিকে সতর্ক থাকতে বলেছি ৷ তাদের এজেন্টরা যাতে গণনা ছেড়ে তাড়াতাড়ি চলে না-যান, সে কথাও মনে করিয়ে দিয়েছি ৷ প্রার্থী হেরে গেলেও শেষ পর্যন্ত থাকতে হবে তাদের ৷"

রবিবার জেলে আত্মসমর্পণের আগে প্রথমে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধির স্মৃতিতে শ্রদ্ধা জানান অরবিন্দ কেজরিওয়াল । সেখান থেকে কনট প্লেসের হনুমান মন্দিরে গিয়ে পুজোও দেন তিনি ।

নয়াদিল্লি, 2 জুন: তিহাড়ে আত্মসমর্পণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ লোকসভা নির্বাচনে প্রচারের জন্য 10 মে থেকে 1 জুন পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট ৷ নির্বাচন শেষে 2 জুন তাঁকে ফের আত্মসমর্পনের নির্দেশ দেয় শীর্ষ আদালত ৷ সেই নির্দেশানুসারে রবিবার ফের জেলে ফিরে গেলেন আপ প্রধান ৷

জেলে ফেরার আগে বিজেপির বিরুদ্ধে এদিন কড়া আক্রমণ শানান কেজরিওয়াল ৷ নির্বাচন শেষে তিহাড়ে ফিরে যাওয়ার প্রসঙ্গে তিনি জানান, স্বৈরাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ করায় জেলে ফিরতে হচ্ছে তাঁকে ৷ রবিবার দলীয় কার্যালয়ে কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন কেজরিওয়াল ৷ সেখানে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, "দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার কারণে নয়, আমি জেলে ফিরে যাচ্ছি স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৷"

শনিবার শেষ হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন ৷ ভোট শেষ হতেই রীতি মেনে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে একাধিক সংবাদমাধ্যম ৷ সেই সমীক্ষা অনুসারে পাল্লা ভারি রয়েছে বিজেপির-ই ৷ এদিন সেই প্রসঙ্গে কেজরিওয়াল জানান, এই সমস্ত সংবাদমাধ্যমের এক্সিট পোলই ভুঁয়ো ৷ তাঁর কথায়, "গতকাল দেশের বুথ ফেরত সমীক্ষা প্রকাশিত হয়েছে ৷ আমি আপনাদের লিখে দিতে পারি এই সমস্ত এক্সিট পোল ভুয়ো ৷ রাজস্থানে 25টি লোকসভা আসন রয়েছে ৷ অথচ এক্সিট পোলে 33টি আসন দেখানো হয়েছে ৷ সুতরাং পুরো বিষয়টি ভুয়ো না-হলে এটা কীভাবে সম্ভব ?" কেজরিওয়ালের কথায়, বিরোধীদের দুর্বল করতে এই ধরনের ভুয়ো সমীক্ষা প্রকাশ করছে বিজেপি ৷ তাঁর স্পষ্ট বক্তব্য, "আগামী 4 জুন সরকার গঠন করতে পারবে না এনডিএ ৷"

দিল্লির আবগারি দুর্নীতি সঙ্গে যুক্ত আর্থিক তছরুপের মামলায় জেল হেফাজতের নির্দেশ দেয় রাউস অ্যাভেনিউ আদালত ৷ কেজরিওয়ালের দাবি, এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি স্বীকার করেছেন আবগারি মামলায় একটি টাকাও উদ্ধার হয়নি ৷ সেইসঙ্গে ইন্ডিয়া জোট সম্পর্কে তিনি বলেন, "আমি ইন্ডিয়া জোটের সমস্ত শরিকি দলগুলিকে সতর্ক থাকতে বলেছি ৷ তাদের এজেন্টরা যাতে গণনা ছেড়ে তাড়াতাড়ি চলে না-যান, সে কথাও মনে করিয়ে দিয়েছি ৷ প্রার্থী হেরে গেলেও শেষ পর্যন্ত থাকতে হবে তাদের ৷"

রবিবার জেলে আত্মসমর্পণের আগে প্রথমে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধির স্মৃতিতে শ্রদ্ধা জানান অরবিন্দ কেজরিওয়াল । সেখান থেকে কনট প্লেসের হনুমান মন্দিরে গিয়ে পুজোও দেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.