রুদ্রপ্রয়াগ, 1 অগস্ট: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড ৷ কেদারনাথ যাত্রাপথে রুদ্রপ্রয়াগে প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে দুটি সেতু ৷ গৌরীকুন্ডে ভেসে গিয়েছে তপ্তকুন্ড ৷ এই পরিস্থিতিতে আপাতত স্থগিত করা হল কেদারনাথ যাত্রা । মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ রুদ্রপ্রয়াগ জেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলির আকাশপথে পরিদর্শন করবেন।
বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে কেদারনাথ ধামে ভারী বৃষ্টিপাত ৷ এর কারণে বিপর্যয় সৃষ্টি হয়েছে । মুষলধারে বৃষ্টিতে মন্দাকিনী নদী ভয়ঙ্কর রূপ নিয়েছে ৷ কেদারনাথের ফুটপাথের অনেক জায়গায় তলিয়ে গিয়েছে । রাস্তাও ভেসে গিয়েছে অনেক জায়গায় । এমন পরিস্থিতিতে পুণ্যার্থীদের সমস্যা বেড়েছে । সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কেদারনাথের ভীমবালি ও লিঞ্চোলিতে । কেদারনাথ রুটে ভীমবালি পোস্টের প্রায় 70 মিটার সামনে রাস্তার ক্ষতির কারণে 200 তীর্থযাত্রীকে জিএমভিএন এবং পুলিশ পোস্টে নিরাপদে সরিয়ে নিয়ে রাখা হয়েছে ।
কেদারনাথের রামবাড়ায় মন্দাকিনী নদীর উপর অবস্থিত দুটি সেতু ভেসে গিয়েছে । এই সেতুগুলো ছিল পুরনো রুটে । ভ্রমণকারীরা এবং ঘোড়সওয়াররা এই সেতুগুলিকে শর্টকাট রুট হিসাবে ব্যবহার করত । জেলাশাসক সৌরভ গহরওয়ার ফোনে ইটিভি ভারতকে জানিয়েছেন, কেদারনাথ ধামে প্রবল বৃষ্টি হচ্ছে । এ কারণে মন্দাকিনী নদীর জল বৃদ্ধি পেয়ে গাদেরাতে নেমে এসেছে । গদারের জল বৃদ্ধি পাওয়ায় ফুটপাত ক্ষতিগ্রস্ত হয়েছে । মন্দাকিনী নদীর জল বৃদ্ধির কারণে গৌরীকুন্ডে অবস্থিত তপ্তকুন্ডটি ভেসে গিয়েছে ৷ সব যাত্রী নিরাপদে রয়েছে । প্রশাসনও যথাসময়ে সোনপ্রয়াগের হোটেলটি খালি করেছে । প্রতিটি ঘটনা জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে ৷
जनपद रुद्रप्रयाग एवं टिहरी गढ़वाल के आपदा प्रभावित क्षेत्रों का हवाई एवं स्थलीय निरीक्षण करूंगा।
— Pushkar Singh Dhami (@pushkardhami) August 1, 2024
आपदा प्रभावित क्षेत्रों में राहत एवं बचाव कार्य युद्ध स्तर पर संचालित किया जा रहा है। इन क्षेत्रों में फंसे स्थानीय लोगों व पर्यटकों को सुरक्षित स्थान पर पहुँचाने हेतु हम निरंतर…
অন্যদিকে, তেহরি জেলায় জাখানিয়ালিতে মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছে একটি হোটেল। ওই হোটেলের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের তিন জনের । এসডিআরএফকে ওই তিনজনকে উদ্ধার করতে হিমশিম খেতে হয় । অনেক চেষ্টার পর উদ্ধারকারী দল তাঁদের খুঁজে বের করে ৷ তবে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয় ৷ একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে তাঁরও মৃত্যু হয় ৷
মৃতরা হলেন জখানিয়ালির সারোলি টোকের বাসিন্দা ভানু প্রসাদ (50) এবং তাঁর স্ত্রী নীলম দেবী (45) এবং ছেলে ভিপিন (28) ৷ বৃষ্টির জেরে মুয়ালগাঁওয়ের ঘানসালি-চিরবিটিয়া মোটরওয়ের সংযোগকারী কালভার্টটিও ভেসে গিয়েছে । ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কাজ করছে এসডিআরএফ । জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক তেহরি ব্রিজেশ ভাট জানিয়েছেন, জেসিবি মেশিন দিয়ে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে ।
হরিদ্বারের জেলা ম্যাজিস্ট্রেট ধীরাজ সিং গারবিয়াল জানিয়েছেন, মহব্বত ওরফে কালার বাহাদরাবাদ থানার ভাউরি ডেরায় বাড়ি রয়েছে । বৃষ্টিতে ওই বাড়ির ছাদ ধসে পড়ে ৷ এই ঘটনায় বাড়িতে থাকা 11 জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান । যাঁদের উদ্ধার করা হয়েছে । তবে ছাদ ধসে ঘটনাস্থলেই 10 বছর বয়সি আস মহম্মদ ও 8 বছরের নাগমার মৃত্যু হয় এবং আহত হয়েছেন 9 জন । আহতদের জিডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
মুসৌরিতে ভূমিধস
বুধবার সন্ধ্যায় মুসৌরি-দেরাদুন সড়কের কোলু খামারে একটি বিশাল ভূমিধস ঘটেছে ৷ প্রবল ভূমিধসের কারণে বড় বড় পাথর ও ধ্বংসাবশেষ রাস্তায় এসে পড়ে । যার জেরে রাস্তা বন্ধ হয়ে যায় ৷ জনসাধারণকে চরম সমস্যায় পড়তে হয় । টানা বৃষ্টির কারণে রাস্তাটি পরিষ্কার করে খুলতে বেশ অসুবিধা হচ্ছে বলে জানান গণপূর্ত বিভাগের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার কে কে ইউনিয়াল ।
বুধবার বিকেল থেকে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাত চলছে । প্রবল বৃষ্টিতে রাজ্যের সমস্ত নদী-নালার জল শুধু বেড়েছে তা নয়, রাস্তাঘাটও তলিয়ে গিয়েছে । রাজ্যের অনেক জায়গা থেকে ভূমিধস ও ধ্বংসাবশেষ ঘরে ঢুকে পড়ার ঘটনা সামনে এসেছে । রাজ্যে অবিরাম ভারী বৃষ্টিপাত নিয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বুধবার গভীর রাতে ফোনে দুর্যোগ ব্যবস্থাপনা সচিবের সঙ্গে কথা বলেছেন । ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য নেওয়ার পাশাপাশি ত্রাণ ও উদ্ধার অভিযানের খোঁজখবর নেন তিনি ।
লাল সতর্কতা জারি
ভারী বৃষ্টির জন্য আবহাওয়া দফতর লাল সতর্কতা জারি করা হয়েছে ৷ এরপরেই মুখ্যমন্ত্রী জেলা প্রশাসন, এনডিআরএফ এবং এসডিআরএফ দলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন । কেদারনাথ ধামে যাওয়া ভক্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । পুষ্কর সিং ধামী নিজেই দুর্যোগ মোকাবিলায় রাজ্যের সংবেদনশীল অঞ্চলগুলি পর্যবেক্ষণ করছেন এবং আধিকারিকদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছেন ।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আবহাওয়া দফতর অনেক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে । তিনি রাজ্যবাসীকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন । হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, আগামী 48 ঘণ্টার মধ্যে রাজ্যের সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । যার কারণে রাজ্যের অনেক জেলায় অঙ্গনওয়াড়ি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে ।