ETV Bharat / bharat

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিলেন রাজ্যপাল - Karnataka Governor - KARNATAKA GOVERNOR

Karnataka Governor Sanctioned permission to prosecution against CM: আরটিআই কর্মীর অভিযোগের ভিত্তিতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছেন। MUDA জমি বরাদ্দ মামলায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছেন বলে রাজভবন সূত্রে খবর ৷

prosecution against Karnataka CM
সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমতি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 12:52 PM IST

বেঙ্গালুরু, 17 অগস্ট: মহীশূর আরবান ডেভেলপমেন্ট অথরিটি (MUDA)-র জমি বরাদ্দ সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগে এবার মামলার মুখোমুখি হতে চলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। জানা গিয়েছে, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত জমি কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

আরটিআই কর্মী টিজে আব্রাহাম এবং স্নেহামাই কৃষ্ণের অভিযোগের ভিত্তিতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত MUDA জমি বরাদ্দ মামলায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছেন বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। এদিকে, টিজে আব্রাহাম এবং স্নেহামাই কৃষ্ণকে ফের বিকেল তিনটের সময় রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য রাজভবন থেকে ডাকা হয়েছে।

Karnataka Governor Sanctioned permission to prosecution against CM
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিলেন রাজ্যপাল (নিজস্ব চিত্র)

গত 26 জুলাই, টিজে আব্রাহাম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করার অনুমতি চেয়ে রাজ্যপালের কাছে আবেদন করেছিলেন। এর ভিত্তিতেই এর আগে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন। রাজ্যপালের সচিবালয়ের তরফে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশ মোতাবেক দুর্নীতি প্রতিরোধ আইন, 1988-এর ধারা 17-এর অধীনে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমোদনের অনুরোধের বিষয়ে উপযুক্ত কর্তৃপক্ষের সিদ্ধান্তের অনুলিপি এখানে সংযুক্ত করা হয়েছে। পিটিশনগুলিতে উল্লিখিত অভিযুক্ত অপরাধের কমিশনের জন্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, 2023-এর ধারা 218৷

এর আগে কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে এই বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন ৷ তা প্রত্যাহার করার পরামর্শ দিয়েছে সরকার ৷ রাজ্যের সাংবিধানিক প্রধান মইসুরু আরবান ডেভেলপমেন্ট অথরিটি (MUDA) সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে বিচারপ্রক্রিয়ায় অনুমোদন দেওয়া হবে না কেন তা জানতে চান প্রশাসনিক প্রধানের কাছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে রাজ্যপালের নোটিশ দেওয়া নিয়ে মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘ আলোচনাও হয়। সেখানেই মইসুরু আরবান ডেভেলপমেন্ট অথরিটি সংক্রান্ত আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ বৈঠকে রাজ্যপালের নোটিশ নিয়ে প্রতি তীব্র অসন্তোষও প্রকাশ করেন মন্ত্রিসভার সদস্যরা ৷

বেঙ্গালুরু, 17 অগস্ট: মহীশূর আরবান ডেভেলপমেন্ট অথরিটি (MUDA)-র জমি বরাদ্দ সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগে এবার মামলার মুখোমুখি হতে চলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। জানা গিয়েছে, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত জমি কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

আরটিআই কর্মী টিজে আব্রাহাম এবং স্নেহামাই কৃষ্ণের অভিযোগের ভিত্তিতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত MUDA জমি বরাদ্দ মামলায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছেন বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। এদিকে, টিজে আব্রাহাম এবং স্নেহামাই কৃষ্ণকে ফের বিকেল তিনটের সময় রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য রাজভবন থেকে ডাকা হয়েছে।

Karnataka Governor Sanctioned permission to prosecution against CM
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিলেন রাজ্যপাল (নিজস্ব চিত্র)

গত 26 জুলাই, টিজে আব্রাহাম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করার অনুমতি চেয়ে রাজ্যপালের কাছে আবেদন করেছিলেন। এর ভিত্তিতেই এর আগে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন। রাজ্যপালের সচিবালয়ের তরফে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশ মোতাবেক দুর্নীতি প্রতিরোধ আইন, 1988-এর ধারা 17-এর অধীনে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমোদনের অনুরোধের বিষয়ে উপযুক্ত কর্তৃপক্ষের সিদ্ধান্তের অনুলিপি এখানে সংযুক্ত করা হয়েছে। পিটিশনগুলিতে উল্লিখিত অভিযুক্ত অপরাধের কমিশনের জন্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, 2023-এর ধারা 218৷

এর আগে কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে এই বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন ৷ তা প্রত্যাহার করার পরামর্শ দিয়েছে সরকার ৷ রাজ্যের সাংবিধানিক প্রধান মইসুরু আরবান ডেভেলপমেন্ট অথরিটি (MUDA) সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে বিচারপ্রক্রিয়ায় অনুমোদন দেওয়া হবে না কেন তা জানতে চান প্রশাসনিক প্রধানের কাছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে রাজ্যপালের নোটিশ দেওয়া নিয়ে মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘ আলোচনাও হয়। সেখানেই মইসুরু আরবান ডেভেলপমেন্ট অথরিটি সংক্রান্ত আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ বৈঠকে রাজ্যপালের নোটিশ নিয়ে প্রতি তীব্র অসন্তোষও প্রকাশ করেন মন্ত্রিসভার সদস্যরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.