মান্ডি, 4 এপ্রিল: লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনের বিজেপি প্রার্থী বলিউডের 'কন্ট্রোভার্সি কুইন'। ইতিমধ্যেই নিজের কেন্দ্র মান্ডিতে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন কঙ্গনা। গত শুক্রবার হুডখোলা গাড়িতে মান্ডির রাজপথে কঙ্গনার মেগা রোড-শো ছিল দেখার মতো। প্রচার সমাবেশে কোনও খামতি রাখতে চান না মান্ডির মেয়ে ৷ গত দু'দিনে প্রচার সমাবেশের ভাষণে কঙ্গনা প্রধানমন্ত্রীর ভূয়সি প্রসংশা করার পাশাপাশি মন্তব্য করেন, 'ভগবান রাম ও বিষ্ণুর অংশ নরেন্দ্র মোদি'৷
এবারের হোলি সেলিব্রেশনটা ভূমিকন্য়া ওখানেই কাটিয়েছেন ৷ স্থানীয় মানুষদের সঙ্গে রঙিন হয়ে উঠেছিলেন বলিউড ডিভা ৷ এছাড়াও ইদানিং দিন-রাত এক করে মান্ডিতেই পড়ে রয়েছেন বিজেপি প্রার্থী কঙ্গনা ৷ দলের কর্মীদের সঙ্গে মাটিতে বসে ভাত খেতে দেখাও গিয়েছে তাঁকে। সেই ভিডিয়ো ভাইরালও হয় সোশাল মিডিয়ায়। মান্ডি লোকসভা আসনের অধীন কারসোগ বিধানসভা কেন্দ্রে প্রচার সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি মোদিকে ভগবান রামের 'অংশ' বলে অভিহিত করেন।
তিনি বলেন, "আজ আমি এখানে নরেন্দ্র মোদির দূত হিসেবে এসেছি। আমাকে দেওয়া আপনাদের এক-একটা ভোট প্রধানমন্ত্রীর জন্য আশীর্বাদ হবে। যে কাজটা বিগত 500 বছর ধরে আটকে ছিল, সেটা একমাত্র নরেন্দ্র মোদির আমলেই সম্ভব হল। মোদি যখন প্রধানমন্ত্রীর আসনে, তখনই রামের কৃপায় এত বছরের অপেক্ষার অবসান। রামমন্দির তৈরি হল। উনি ভগবানের দূত হিসাবে এই কাজ করেছেন ৷ আমি ওনার মধ্যে ভগবান শ্রীরামচন্দ্রের অংশ দেখতে পাই।"
তিনি আরও বলেন, "প্রথমবারের মতো মহিলারা অনুভব করছেন যে কেউ তাঁদের জন্য উদ্বিগ্ন। মোদিজির জন্য আপনারা সবাই ভোট দিন বিজেপিকে ৷" এরপরই কঙ্গনার সংযোজন, "বিজেপি আমাকে মাণ্ডি থেকে প্রার্থী করেছে। তাই আমার দায়িত্ব বর্তায় আমি আপনাদের সমবেত কণ্ঠ হয়ে সংসদে সমস্যাগুলো তুলে ধরতে পারি।" উল্লেখ্য, প্রচারে কখনও তাঁর কণ্ঠে নারীশক্তির উন্নয়নের কথা উঠে আসছে ৷ কখনও আবার মোদিজির প্রশংসায় পঞ্চমুখ ৷
আরও পড়ুন: