চেন্নাই, 27 জুন: চলতি মাসের 18 ও 19 তারিখে তামিলনাড়ুর কল্লাকুরিচি পুরসভার অধীনে করুণাপুরমের কোটাইমেদু এলাকার প্রায় 220 জন মিথানল মেশানো বিষমদ পান করেছিলেন । ওই 220 জনকেই অসুস্থতার কারণে কাল্লাকুরিচি, সালেম, ভিলুপুরম জেলা সরকারি হাসপাতাল ও পুদুচেরি জিপমার হাসপাতালে ভরতি করা হয় । সেই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 63 । মঙ্গলবার পর্যন্ত 59 জন মারা গিয়েছিলেন ৷ বুধবার আরও চারজন মারা যান ৷
এদিকে, কল্লাকুড়ির বিষমদের বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে জাতীয় মহিলা কমিশন । তারা জানিয়েছে যে বিষমদের জেরে ছ’জন মহিলা ক্ষতিগ্রস্ত হন ৷ এর ভিত্তিতেি মহিলা কমিশনের সদস্য খুশবুর নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে ৷ বুধবার ওই দলের সদস্যরা কল্লাকুরিচি করুণাপুরম গ্রামে যান ৷ সেখানে গিয়ে তাঁরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন৷ নিহতদের পরিবারের সঙ্গেও তাঁরা কথা বলেন৷ তাঁদের সমবেদনা জানান খুশবুরা ।
এরপর সাংবাদিকদের কাছে খুশবু বলেন, ‘‘যাঁরা বিষাক্ত মদ পান করেছেন, তাঁদের কয়েকজনের চোখের ক্ষতি হয়েছে । আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে । অবৈধ মদের মৃত্যুতে ক্ষতিগ্রস্ত হয়েছে 62টি পরিবার । এই হতাহতের জবাব কে দিতে পারে, সেটাই দেখার বিষয় । আমাদের তদন্তের জেরে অনেক ভুল সামনে এসেছে ৷’’ আজ, বৃহস্পতিবার এই নিয়ে তিনি জাতীয় মহিলা কমিশনে রিপোর্ট জমা দেবেন বলে জানিয়েছেন খুশবু ৷
তবে সেই রিপোর্ট তিনি এ দিন জমা দিয়েছেন কি না, সেটা এখনও স্পষ্ট নয় ৷ তাছাড়া এই ঘটনায় বৃহস্পতিবার নতুন করে মৃত্যুর সংখ্যা বেড়েছে কি না, সেই বিষয়েও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও তথ্য় পাওয়া যায়নি ৷