ETV Bharat / bharat

'ভারতে আসুন, আপনারা আমাদের নিজের', পিওকে'র বাসিন্দাদের বার্তা রাজনাথের - JAMMU AND KASHMIR ASSEMBLY POLLS - JAMMU AND KASHMIR ASSEMBLY POLLS

Rajnath Singh To PoK Residents: এমাসের শেষের দিকেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন ৷ ভোট প্রচারে উপত্যকায় গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের ভারতে আসার আহ্বান জানালেন ৷

Rajnath Singh
Minister রাজনাথ সিং (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2024, 8:24 PM IST

জম্মু, 8 সেপ্টেম্বর: উপত্যকায় এখন নির্বাচনী আবহ ৷ এই আবহে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের ভারতে আসার আহ্বান জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ 18 ও 25 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর- তিন দফায় বিধানসভা নির্বাচন জম্মু-কাশ্মীরে ৷

ইতিমধ্যে কংগ্রেস-বিজেপি-সহ অন্য রাজনৈতিক দলগুলি প্রচার শুরু করেছে ৷ রবিবার নির্বাচনী প্রচারে উপত্যকায় আসেন রাজনাথ সিং ৷ তিনি জম্মু-কাশ্মীরের রমবান জেলায় বিজেপি প্রার্থী রাকেশ সিং ঠাকুরের হয়ে প্রচার করেন ৷ কংগ্রেস এখানে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট করে নির্বাচন লড়ছে ৷ এই জোটকে তীব্র আক্রমণ করেন প্রতিরক্ষা মন্ত্রী ৷

এদিন তিনি বলেন, "জম্মু-কাশ্মীরে সরকার গড়তে বিজেপিকে সমর্থন করুন ৷ আমরা এলাকায় ব্যাপক উন্নয়ন করব ৷ এত উন্নয়ন হবে যে, তা দেখে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা অবাক হয়ে যাবেন ৷ তাঁরা তখন নিজে থেকেই বলবেন, আমরা আর পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না ৷ ভারতে যাব ৷"

পাকিস্তানের এক সলিসিটর জেনারেল একটি হলফনামায় সম্প্রতি জানিয়েছেন, পিওকে বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর অন্য দেশের জমি ৷ এই কথা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ বলেন, "আমি পিওকে-র বাসিন্দাদের বলতে চাই, পাকিস্তান আপনাদের বিদেশি বলে মনে করে ৷ কিন্তু ভারতবাসী তেমনটা ভাবেন না ৷ আপনারা আমাদের নিজেদের লোক ৷ তাই ভারতে আসুন, আমাদের সঙ্গে যোগ দিন ৷"

2019 সালের 5 অগস্ট সংবিধানের বিশেষ 370 ধারা বিলুপ্ত হয় ৷ এরপর উপত্যকায় ধারাবাহিক পরিবর্তন হয়েছে বলে দাবি করেন রাজনাথ সিং ৷ তাঁর মতে, এখন উপত্যকার যুবক-যুবতীরা বন্দুকের বদলে হাতে ল্যাপটপ, কম্পিউটার নিয়ে ঘুরছে ৷ রাজনাথ সিংয়ের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীরে নির্বাচনী প্রচার করেন ৷ তিনি বিজেপির ইস্তেহারও প্রকাশ করেন ৷ দলের নেতাদের সঙ্গে দেখা করেন শাহ ৷ রমবান বিধানসভা আসনে বিজেপির রাকেশ সিং ঠাকুরের বিপরীতে প্রার্থী হয়েছেন ন্যাশনাল কনফারেন্সের অর্জুন সিং রাজু ৷ এই আসনটিতে এর আগে বিজেপির নীলম কুমার লঙ্গেশ জয়ী হয়েছিলেন ৷ এবার তাঁকে দল টিকিট দেয়নি ৷

জম্মু, 8 সেপ্টেম্বর: উপত্যকায় এখন নির্বাচনী আবহ ৷ এই আবহে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের ভারতে আসার আহ্বান জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ 18 ও 25 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর- তিন দফায় বিধানসভা নির্বাচন জম্মু-কাশ্মীরে ৷

ইতিমধ্যে কংগ্রেস-বিজেপি-সহ অন্য রাজনৈতিক দলগুলি প্রচার শুরু করেছে ৷ রবিবার নির্বাচনী প্রচারে উপত্যকায় আসেন রাজনাথ সিং ৷ তিনি জম্মু-কাশ্মীরের রমবান জেলায় বিজেপি প্রার্থী রাকেশ সিং ঠাকুরের হয়ে প্রচার করেন ৷ কংগ্রেস এখানে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট করে নির্বাচন লড়ছে ৷ এই জোটকে তীব্র আক্রমণ করেন প্রতিরক্ষা মন্ত্রী ৷

এদিন তিনি বলেন, "জম্মু-কাশ্মীরে সরকার গড়তে বিজেপিকে সমর্থন করুন ৷ আমরা এলাকায় ব্যাপক উন্নয়ন করব ৷ এত উন্নয়ন হবে যে, তা দেখে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা অবাক হয়ে যাবেন ৷ তাঁরা তখন নিজে থেকেই বলবেন, আমরা আর পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না ৷ ভারতে যাব ৷"

পাকিস্তানের এক সলিসিটর জেনারেল একটি হলফনামায় সম্প্রতি জানিয়েছেন, পিওকে বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর অন্য দেশের জমি ৷ এই কথা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ বলেন, "আমি পিওকে-র বাসিন্দাদের বলতে চাই, পাকিস্তান আপনাদের বিদেশি বলে মনে করে ৷ কিন্তু ভারতবাসী তেমনটা ভাবেন না ৷ আপনারা আমাদের নিজেদের লোক ৷ তাই ভারতে আসুন, আমাদের সঙ্গে যোগ দিন ৷"

2019 সালের 5 অগস্ট সংবিধানের বিশেষ 370 ধারা বিলুপ্ত হয় ৷ এরপর উপত্যকায় ধারাবাহিক পরিবর্তন হয়েছে বলে দাবি করেন রাজনাথ সিং ৷ তাঁর মতে, এখন উপত্যকার যুবক-যুবতীরা বন্দুকের বদলে হাতে ল্যাপটপ, কম্পিউটার নিয়ে ঘুরছে ৷ রাজনাথ সিংয়ের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীরে নির্বাচনী প্রচার করেন ৷ তিনি বিজেপির ইস্তেহারও প্রকাশ করেন ৷ দলের নেতাদের সঙ্গে দেখা করেন শাহ ৷ রমবান বিধানসভা আসনে বিজেপির রাকেশ সিং ঠাকুরের বিপরীতে প্রার্থী হয়েছেন ন্যাশনাল কনফারেন্সের অর্জুন সিং রাজু ৷ এই আসনটিতে এর আগে বিজেপির নীলম কুমার লঙ্গেশ জয়ী হয়েছিলেন ৷ এবার তাঁকে দল টিকিট দেয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.