ETV Bharat / bharat

ফের নিট প্রবেশিকার দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ জেএনইউ ছাত্র সংসদের - JNU STUDENTS UNION NEET PROTEST

author img

By PTI

Published : Jun 26, 2024, 10:05 PM IST

JNU Students Union NEET Protests: নিটের প্রশ্ন ফাঁস-সহ একাধিক বেনিয়মের ঘটনায় আবারও প্রবেশিকা পরীক্ষার দাবি তুলল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ৷ বুধবার সেই দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বাম ছাত্র সংসদের সদস্যরা ৷

ETV BHARAT
নিট-বেনিয়মের অভিযোগে যন্তর মন্তরে বিক্ষোভ জেএনইউ ছাত্র সংসদের ৷ (ছবি- এএনআই এক্স হ্যান্ডেল)

নয়াদিল্লি, 26 জুন: ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা নিট আয়োজনের ব্যর্থতার বিরুদ্ধে এবার প্রতিবাদে নামল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ৷ বুধবার দিল্লির যন্তর মন্তরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র বিরুদ্ধে বিক্ষোভ দেখাল ছাত্র সংসদ ৷

এনটিএ বাতিল করা ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে জেএনইউ ছাত্র সংসদ ৷ মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকায় একাধিক অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জেএনইউ-এর পড়ুয়ারা ৷

বাম-সমর্থিত অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসা এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্রান্তিকারি যুব সংগঠন-সহ বিভিন্ন ছাত্র সংগঠনের বহু সদস্য় এদিনের বিক্ষোভে অংশ নিয়েছিল ৷ বিক্ষোভকারী পড়ুয়ারা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পোস্টার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন ৷

এখানে ইংরেজি হরফে লেখা ছিল, 'ধর্মেন্দ্র প্রধান ইস্তিফা দো' এবং 'স্ক্র্যাপ এনটিএ' ৷ আন্দোলনকারী সংগঠনগুলি ফের একবার নিট-ইউজি’র প্রবেশিকা পরীক্ষার দাবি তুলেছে ৷ সেই সঙ্গে এই ধরনের প্রবেশিকা পরীক্ষাগুলির বিকেন্দ্রিকরণের দাবি তুলেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ৷

উল্লেখ্য, জেএনইউ-র পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য পরীক্ষা নেওয়ার দায়িত্বে রয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৷ যার তত্ত্বাবধানে মেডিক্যাল এন্ট্রান্সের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে ৷ সেই এনটিএ-কে জেএনইউ-র পিএইচডি প্রোগ্রামের ভর্তির পরীক্ষা আয়োজনের দায়িত্ব থেকে সরানোর দাবি তোলা হয়েছে ৷ তবে, শুধুমাত্র মেডিক্যাল এন্ট্রাসের স্নাতকে ভর্তির প্রশ্নপত্র নয় ৷ এনটিএ-র তত্ত্বাবধানে নেট-পিজি পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছে ৷ আর তা স্বীকারও করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ৷ আর এর পিছনে শিক্ষামন্ত্রকের আধিকারিকরা জড়িত বলেও অভিযোগ উঠেছে ৷

এই পরিস্থিতিতে এনটিএ-র বিশ্বাসযোগ্যতা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে ৷ তেমনই, বিগত কয়েকবছরে এনটিএ-র আওতায় হওয়া প্রবেশিকা ও যোগ্যতা অর্জনের পরীক্ষাগুলির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে শিক্ষামহলে ৷ এবার এনিয়ে দেশের রাজপথে নেমে আন্দোলন শুরু করল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনও ৷

নয়াদিল্লি, 26 জুন: ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা নিট আয়োজনের ব্যর্থতার বিরুদ্ধে এবার প্রতিবাদে নামল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ৷ বুধবার দিল্লির যন্তর মন্তরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র বিরুদ্ধে বিক্ষোভ দেখাল ছাত্র সংসদ ৷

এনটিএ বাতিল করা ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে জেএনইউ ছাত্র সংসদ ৷ মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকায় একাধিক অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জেএনইউ-এর পড়ুয়ারা ৷

বাম-সমর্থিত অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসা এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্রান্তিকারি যুব সংগঠন-সহ বিভিন্ন ছাত্র সংগঠনের বহু সদস্য় এদিনের বিক্ষোভে অংশ নিয়েছিল ৷ বিক্ষোভকারী পড়ুয়ারা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পোস্টার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন ৷

এখানে ইংরেজি হরফে লেখা ছিল, 'ধর্মেন্দ্র প্রধান ইস্তিফা দো' এবং 'স্ক্র্যাপ এনটিএ' ৷ আন্দোলনকারী সংগঠনগুলি ফের একবার নিট-ইউজি’র প্রবেশিকা পরীক্ষার দাবি তুলেছে ৷ সেই সঙ্গে এই ধরনের প্রবেশিকা পরীক্ষাগুলির বিকেন্দ্রিকরণের দাবি তুলেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ৷

উল্লেখ্য, জেএনইউ-র পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য পরীক্ষা নেওয়ার দায়িত্বে রয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৷ যার তত্ত্বাবধানে মেডিক্যাল এন্ট্রান্সের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে ৷ সেই এনটিএ-কে জেএনইউ-র পিএইচডি প্রোগ্রামের ভর্তির পরীক্ষা আয়োজনের দায়িত্ব থেকে সরানোর দাবি তোলা হয়েছে ৷ তবে, শুধুমাত্র মেডিক্যাল এন্ট্রাসের স্নাতকে ভর্তির প্রশ্নপত্র নয় ৷ এনটিএ-র তত্ত্বাবধানে নেট-পিজি পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছে ৷ আর তা স্বীকারও করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ৷ আর এর পিছনে শিক্ষামন্ত্রকের আধিকারিকরা জড়িত বলেও অভিযোগ উঠেছে ৷

এই পরিস্থিতিতে এনটিএ-র বিশ্বাসযোগ্যতা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে ৷ তেমনই, বিগত কয়েকবছরে এনটিএ-র আওতায় হওয়া প্রবেশিকা ও যোগ্যতা অর্জনের পরীক্ষাগুলির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে শিক্ষামহলে ৷ এবার এনিয়ে দেশের রাজপথে নেমে আন্দোলন শুরু করল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.