রাঁচি, 2 ফেব্রুয়ারি: হেমন্ত সোরেনের ঠিক করে দেওয়া নেতাই দায়িত্ব নিলেন ঝাড়খণ্ডের ৷ শুক্রবার ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন চম্পাই সোরেন ৷ ইডি-র হাতে গ্রেফতার হওয়ার আগে তাঁকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) পরিষদীয় নেতা হিসেবে বেছে দিয়ে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷
উল্লেখ্য, 2019 সালের ডিসেম্বরে বিধানসভা নির্বাচনের পর ঝাড়খণ্ডে জেএমএম ও কংগ্রেস জোট সরকারের মুখ্যমন্ত্রী হন হেমন্ত সোরেন ৷ কিন্তু গত বুধবার রাতে তাঁকে দুর্নীতির মামলায় গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ গ্রেফতারির আগে শিবু সোরেনের পুত্র হেমন্ত মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ৷ তখনই জানা যায় যে ওই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন ৷ কারণ, তাঁকেই পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নিয়েছেন জেএমএম বিধায়করা ৷
বৃহস্পতিবার সন্ধ্যায় রাঁচিতে রাজভবনে গিয়ে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান চম্পাই সোরেন ৷ শুক্রবার সকালে রাজভবনের দরবার হলে হল তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান ৷ তাঁর সঙ্গেই শপথ নেন কংগ্রেসের আলমগীর আলম ও আরজেডির সত্যানন্দ ভোক্তা ৷ এই দু’জনই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ শপথগ্রহণ অনুষ্ঠানে জেএমএম, কংগ্রেস ও জোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন ৷
67 বছর বয়সী আদিবাসী নেতা ওই রাজ্যের 12তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন । তিনি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম, পশ্চিম সিংভূম এবং সেরাকেলা-খারসাওয়ান জেলা নিয়ে গঠিত কোলহান অঞ্চল থেকে আসা ষষ্ঠ মুখ্যমন্ত্রী ৷ তাঁকে আস্থা ভোট করানোর জন্য দশদিন সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঝাড়খণ্ড কংগ্রেসের সভাপতি রাজেশ ঠাকুর ৷ চম্পাই সোরেন বলেন, "আমরা ঐক্যবদ্ধ আছি । আমাদের জোট অনেক শক্তিশালী । এটা কেউ ভাঙতে পারবে না ।"
(পিটিআই ইনপুট-সহ)
আরও পড়ুন: