ETV Bharat / bharat

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ চম্পাই সোরেনের

Champai Soren: দুর্নীতির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বুধবার রাতে গ্রেফতার করে হেমন্ত সোরেনকে ৷ গ্রেফতার হওয়ার আগে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ৷ সেদিনই জানা গিয়েছিল যে হেমন্তের অনুপস্থিতিতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন চম্পাই সোরেন ৷ তিনিই হতে চলেছেন ওই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী ৷ সেই চম্পাই শুক্রবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৷

Champai Soren
Champai Soren
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 12:50 PM IST

Updated : Feb 2, 2024, 1:13 PM IST

রাঁচি, 2 ফেব্রুয়ারি: হেমন্ত সোরেনের ঠিক করে দেওয়া নেতাই দায়িত্ব নিলেন ঝাড়খণ্ডের ৷ শুক্রবার ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন চম্পাই সোরেন ৷ ইডি-র হাতে গ্রেফতার হওয়ার আগে তাঁকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) পরিষদীয় নেতা হিসেবে বেছে দিয়ে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷

উল্লেখ্য, 2019 সালের ডিসেম্বরে বিধানসভা নির্বাচনের পর ঝাড়খণ্ডে জেএমএম ও কংগ্রেস জোট সরকারের মুখ্যমন্ত্রী হন হেমন্ত সোরেন ৷ কিন্তু গত বুধবার রাতে তাঁকে দুর্নীতির মামলায় গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ গ্রেফতারির আগে শিবু সোরেনের পুত্র হেমন্ত মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ৷ তখনই জানা যায় যে ওই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন ৷ কারণ, তাঁকেই পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নিয়েছেন জেএমএম বিধায়করা ৷

বৃহস্পতিবার সন্ধ্যায় রাঁচিতে রাজভবনে গিয়ে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান চম্পাই সোরেন ৷ শুক্রবার সকালে রাজভবনের দরবার হলে হল তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান ৷ তাঁর সঙ্গেই শপথ নেন কংগ্রেসের আলমগীর আলম ও আরজেডির সত্যানন্দ ভোক্তা ৷ এই দু’জনই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ শপথগ্রহণ অনুষ্ঠানে জেএমএম, কংগ্রেস ও জোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন ৷

67 বছর বয়সী আদিবাসী নেতা ওই রাজ্যের 12তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন । তিনি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম, পশ্চিম সিংভূম এবং সেরাকেলা-খারসাওয়ান জেলা নিয়ে গঠিত কোলহান অঞ্চল থেকে আসা ষষ্ঠ মুখ্যমন্ত্রী ৷ তাঁকে আস্থা ভোট করানোর জন্য দশদিন সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঝাড়খণ্ড কংগ্রেসের সভাপতি রাজেশ ঠাকুর ৷ চম্পাই সোরেন বলেন, "আমরা ঐক্যবদ্ধ আছি । আমাদের জোট অনেক শক্তিশালী । এটা কেউ ভাঙতে পারবে না ।"

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. হেমন্ত সোরেনের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন গ্রহণই করল না সুপ্রিম কোর্ট
  2. ঝাড়খণ্ডে ফের নাটক! কুয়াশার জেরে বাতিল বিমান, জেএমএম বিধায়কদের থেকে যেতে হল রাঁচিতেই
  3. হেমন্ত সোরেনকে জেল হেফাজতের নির্দেশ আদালতের

রাঁচি, 2 ফেব্রুয়ারি: হেমন্ত সোরেনের ঠিক করে দেওয়া নেতাই দায়িত্ব নিলেন ঝাড়খণ্ডের ৷ শুক্রবার ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন চম্পাই সোরেন ৷ ইডি-র হাতে গ্রেফতার হওয়ার আগে তাঁকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) পরিষদীয় নেতা হিসেবে বেছে দিয়ে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷

উল্লেখ্য, 2019 সালের ডিসেম্বরে বিধানসভা নির্বাচনের পর ঝাড়খণ্ডে জেএমএম ও কংগ্রেস জোট সরকারের মুখ্যমন্ত্রী হন হেমন্ত সোরেন ৷ কিন্তু গত বুধবার রাতে তাঁকে দুর্নীতির মামলায় গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ গ্রেফতারির আগে শিবু সোরেনের পুত্র হেমন্ত মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ৷ তখনই জানা যায় যে ওই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন ৷ কারণ, তাঁকেই পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নিয়েছেন জেএমএম বিধায়করা ৷

বৃহস্পতিবার সন্ধ্যায় রাঁচিতে রাজভবনে গিয়ে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান চম্পাই সোরেন ৷ শুক্রবার সকালে রাজভবনের দরবার হলে হল তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান ৷ তাঁর সঙ্গেই শপথ নেন কংগ্রেসের আলমগীর আলম ও আরজেডির সত্যানন্দ ভোক্তা ৷ এই দু’জনই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ শপথগ্রহণ অনুষ্ঠানে জেএমএম, কংগ্রেস ও জোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন ৷

67 বছর বয়সী আদিবাসী নেতা ওই রাজ্যের 12তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন । তিনি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম, পশ্চিম সিংভূম এবং সেরাকেলা-খারসাওয়ান জেলা নিয়ে গঠিত কোলহান অঞ্চল থেকে আসা ষষ্ঠ মুখ্যমন্ত্রী ৷ তাঁকে আস্থা ভোট করানোর জন্য দশদিন সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঝাড়খণ্ড কংগ্রেসের সভাপতি রাজেশ ঠাকুর ৷ চম্পাই সোরেন বলেন, "আমরা ঐক্যবদ্ধ আছি । আমাদের জোট অনেক শক্তিশালী । এটা কেউ ভাঙতে পারবে না ।"

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. হেমন্ত সোরেনের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন গ্রহণই করল না সুপ্রিম কোর্ট
  2. ঝাড়খণ্ডে ফের নাটক! কুয়াশার জেরে বাতিল বিমান, জেএমএম বিধায়কদের থেকে যেতে হল রাঁচিতেই
  3. হেমন্ত সোরেনকে জেল হেফাজতের নির্দেশ আদালতের
Last Updated : Feb 2, 2024, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.