রাঁচি, 8 অক্টোবর: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমর্থন করছে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা (জেএমএম) ৷ বিজেপি ক্ষমতায় আসলে জাতীয় নাগরিক পঞ্জি লাগু করে অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশের বাইরে করবেন ৷ ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনকে আক্রমণ করে এমনটাই জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷
তাঁর দাবি, ঝাড়খণ্ডে মাটি, বেটি এবং রোটি কোনটাই সুরক্ষিত নেই ৷ বাংলাদেশি অনুপ্রবেশের জন্য রাজ্যের এই অবস্থা ৷ নির্বাচনে জেতা বিজেপির একমাত্র লক্ষ্য নয় ৷ রাজ্যের নাগরিকদের সুরক্ষা দেওয়া আমাদের প্রধান লক্ষ্য ৷ ঝাড়খণ্ডে নির্বাচনী দায়িত্বে রয়েছেন শিবরাজ ৷ তাঁর অভিযোগ, "বাংলাদেশিরা বেআইনিভাবে দেশে প্রবেশ করে ঝাড়খণ্ডের মেয়েদের বিয়ে করছেন ৷ তাঁদের ভুয়ো আধার ও ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে হেমন্ত সোরেনের সরকার ৷ পরিস্থিতি বেশ ভয়ঙ্কর ৷"
এই পরিস্থিতিতে ঝাড়খণ্ড ও রাজ্যের বাসিন্দাদের সুরক্ষা দিতে পারে একমাত্র বিজেপি সরকার বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী ৷ তাঁর কথায়, "খুব শীঘ্রই একটি নাগরিক পঞ্জি খসড়া প্রস্তুত করা হবে ৷ সেই খসড়া অনুযায়ী এখানে জাতীয় নাগরিক পঞ্জি লাগু করা হবে ৷ অনুপ্রবেশকারীদের বেছে বেছে এই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে ৷" খুব শীঘ্রই দ্বিতীয় দফার ইস্তাহার প্রকাশ করবে বিজেপি ৷
শনিবার ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের জন্য ইস্তাহারের 5টি প্রধান পয়েন্ট প্রকাশ করেছে বিজেপি ৷ সেখানে বলা হয়েছে, রাজ্যের ক্ষমতায় এলে প্রতি মাসে মহিলাদের জন্য 2 হাজার 100 টাকা আর্থিক সহায়তা, যুবকদের 5 লক্ষ চাকরি, প্রতিটি বাড়িতে 500 টাকায় এলপিজি সিলিন্ডার এবং সকলের জন্য বাসস্থানের ব্যবস্থা করে দেবে বিজেপি ৷ যদিও সম্পূর্ণ নির্বাচনী ইস্তাহার এখনও প্রকাশ করেনি ঝাড়খণ্ড বিজেপি ৷
উল্লেখ্য, বছরের শেষের দিকেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ৷ 81 আসনের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন ৷ এদিকে, রাজ্যে ভোট পরিস্থিতি ঝালিয়ে দেখতে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে দায়িত্ব দিয়েছে গেরুয়া শিবির ৷ রবিবার বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক ছিল ৷ সেই বৈঠকে যোগ দেন শিবরাজ ৷
সোমবার ফেরত যাওয়ার সময় রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে ঝাড়খণ্ড সরকারকে আক্রমণ করেন শিবরাজ ৷ সেই সঙ্গে তিনি জানান, কৃষকদের সঙ্গে প্রায় রোজই কথা হয় তাঁর ৷ দীর্ঘ আলোচনার পর তাঁদের মঙ্গলে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিবরাজ ৷