ETV Bharat / bharat

বিজেপিতে যাচ্ছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই ? চিন্তায় হেমন্ত সোরেনের দল - Champai Soren likely to join BJP - CHAMPAI SOREN LIKELY TO JOIN BJP

Champai Soren likely to join BJP: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের দিল্লি যাওয়া নিয়ে জল্পনা তুঙ্গে ৷ আজই যোগ দিতে পারেন বিজেপিতে ! সূত্রের খবর, তাঁর সঙ্গেই দিল্লি গিয়েছেন আরও বেশ কয়েকজন জেএমএম বিধাকও ৷

Champai Soren likely to join BJP
বিজেপিতে যাচ্ছেন চম্পাই (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 18, 2024, 2:31 PM IST

রাঁচি, 18 অগস্ট: চলতি বছরের শেষের দিকে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন ৷ তার আগে বড় ধাক্কা খেতে চলেছে রাজ্যের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ? কারণ হিসাবে উঠে আসছে দলের অন্যতম প্রবীণ নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের বিজেপিতে যোগদানের জল্পনা ৷ রবিবারই বিজেপিতে দিতে পারেন চম্পাই।

সূত্রের খবর, চম্পাই সোরেন এদিন সকালেই রাজধানীর উদ্দেশে রওনা হয়েছেন ৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন চম্পাই সোরেন ৷ সোরেন ছাড়াও জেএমএম থেকে বহিষ্কৃত প্রাক্তন বিধায়ক লবিন হেমব্রমও বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। জেএমএম থেকে আরও বেশ কয়েকজন বিধায়কের গেরুয়া শিবিরে যোগ দেওয়ার সম্ভবনা রয়েছে বলে খবর।

এদিন ঝাড়খণ্ড থেকে কলকাতা হয়ে চম্পাই সোরেন দিল্লিতে যাচ্ছেন বলে জানা গিয়েছে ৷ আর এও জল্পনা উঠেছিল, কলকাতায় এসে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন চম্পাই ৷ এই বিষয়ে অবশ্য তিনি বলেন, "আমি কারও সঙ্গে দেখা করিনি। আমি এখানে ব্যক্তিগত কাজে এসেছি ৷" দলত্যাগের গুঞ্জন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, চম্পাই সোরেন জানান, তাঁর এ সম্পর্কে কোনও ধারণা নেই। তিনি রাঁচিতে সাংবাদিকদের বলেন, "আমি এই ধরনের জল্পনা এবং প্রতিবেদন সম্পর্কে কিছুই জানি না ৷ আমি যেখানে আছি সেখানেই আছি ৷"

সোরেন আরও জানিয়েছেন, লবিন হেমব্রম যিনি বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গিয়েছে তাঁর সঙ্গে বৈঠক একটি নিয়মিত ব্যাপার। সোরেন বলেন, "তিনি (লবিন হেমব্রম) আমার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু আমাদের এই আলোচনা নিয়মিত ব্যাপার ৷" হেমব্রম সম্প্রতি দলত্যাগ বিরোধী আইনের অধীনে জেএমএম বিধায়ক পদ খুইয়েছেন ৷ সূত্রের খবর, চলতি বছর জুন মাসে জামিনে মুক্তি পাওয়ার পর জেএমএম কার্যনির্বাহী সভাপতি হেমন্ত সোরেন ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন ৷ ফলে কয়েক মাসের মধ্যে তাঁকে যেভাবে পদত্যাগ করানো হয়েছিল তাতে চম্পাই সোরেন অসন্তুষ্ট ছিলেন। সূত্রের দাবি, চম্পাই সোরেনের আশা ছিল বিধানসভা নির্বাচন পর্যন্ত তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্য চালাতে দেওয়া হবে।

এর আগে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর আগে সোরেনের দলত্যাগ নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন ৷ হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "চম্পাই সোরেন আমার সঙ্গে যোগাযোগ করেননি, তিনি দলের সঙ্গেও যোগাযোগ করেননি। আমি তাঁকে নিয়ে মন্তব্য করতে চাই না।" অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, "ঝাড়খণ্ডে জেএমএম-কংগ্রেসের পাঁচ বছরে যদি কোনও কাজ হয়ে থাকে তবে তা শুধুমাত্র চম্পাই সোরেনের ছয় মাসের মেয়াদের করা হয়েছিল। এখন প্রতিটি বিজ্ঞাপন থেকে চম্পাইজির ছবি অদৃশ্য হয়ে গিয়েছে !"

রাঁচি, 18 অগস্ট: চলতি বছরের শেষের দিকে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন ৷ তার আগে বড় ধাক্কা খেতে চলেছে রাজ্যের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ? কারণ হিসাবে উঠে আসছে দলের অন্যতম প্রবীণ নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের বিজেপিতে যোগদানের জল্পনা ৷ রবিবারই বিজেপিতে দিতে পারেন চম্পাই।

সূত্রের খবর, চম্পাই সোরেন এদিন সকালেই রাজধানীর উদ্দেশে রওনা হয়েছেন ৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন চম্পাই সোরেন ৷ সোরেন ছাড়াও জেএমএম থেকে বহিষ্কৃত প্রাক্তন বিধায়ক লবিন হেমব্রমও বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। জেএমএম থেকে আরও বেশ কয়েকজন বিধায়কের গেরুয়া শিবিরে যোগ দেওয়ার সম্ভবনা রয়েছে বলে খবর।

এদিন ঝাড়খণ্ড থেকে কলকাতা হয়ে চম্পাই সোরেন দিল্লিতে যাচ্ছেন বলে জানা গিয়েছে ৷ আর এও জল্পনা উঠেছিল, কলকাতায় এসে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন চম্পাই ৷ এই বিষয়ে অবশ্য তিনি বলেন, "আমি কারও সঙ্গে দেখা করিনি। আমি এখানে ব্যক্তিগত কাজে এসেছি ৷" দলত্যাগের গুঞ্জন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, চম্পাই সোরেন জানান, তাঁর এ সম্পর্কে কোনও ধারণা নেই। তিনি রাঁচিতে সাংবাদিকদের বলেন, "আমি এই ধরনের জল্পনা এবং প্রতিবেদন সম্পর্কে কিছুই জানি না ৷ আমি যেখানে আছি সেখানেই আছি ৷"

সোরেন আরও জানিয়েছেন, লবিন হেমব্রম যিনি বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গিয়েছে তাঁর সঙ্গে বৈঠক একটি নিয়মিত ব্যাপার। সোরেন বলেন, "তিনি (লবিন হেমব্রম) আমার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু আমাদের এই আলোচনা নিয়মিত ব্যাপার ৷" হেমব্রম সম্প্রতি দলত্যাগ বিরোধী আইনের অধীনে জেএমএম বিধায়ক পদ খুইয়েছেন ৷ সূত্রের খবর, চলতি বছর জুন মাসে জামিনে মুক্তি পাওয়ার পর জেএমএম কার্যনির্বাহী সভাপতি হেমন্ত সোরেন ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন ৷ ফলে কয়েক মাসের মধ্যে তাঁকে যেভাবে পদত্যাগ করানো হয়েছিল তাতে চম্পাই সোরেন অসন্তুষ্ট ছিলেন। সূত্রের দাবি, চম্পাই সোরেনের আশা ছিল বিধানসভা নির্বাচন পর্যন্ত তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্য চালাতে দেওয়া হবে।

এর আগে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর আগে সোরেনের দলত্যাগ নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন ৷ হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "চম্পাই সোরেন আমার সঙ্গে যোগাযোগ করেননি, তিনি দলের সঙ্গেও যোগাযোগ করেননি। আমি তাঁকে নিয়ে মন্তব্য করতে চাই না।" অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, "ঝাড়খণ্ডে জেএমএম-কংগ্রেসের পাঁচ বছরে যদি কোনও কাজ হয়ে থাকে তবে তা শুধুমাত্র চম্পাই সোরেনের ছয় মাসের মেয়াদের করা হয়েছিল। এখন প্রতিটি বিজ্ঞাপন থেকে চম্পাইজির ছবি অদৃশ্য হয়ে গিয়েছে !"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.