শ্রীনগর, 1 অক্টোবর: মঙ্গলবার জম্মু-কাশ্মীরের তৃতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন ৷ সকাল 7টা থেকে উপত্যকার 40টি আসনে চলছে নির্বাচন ৷ সকাল 11টা 28.12 শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷
এরপর থেকে ভোটদানের হার কিছুটা বাড়ে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য় বলছে দুপুর তিনটে পর্যন্ত গড়ে 56.01% শতাংশ ভোট পড়েছে। তথ্য বলছে কাঠুয়া থেকে শুরু করে উধমপুর ও সাম্বার মতো বিধানসভা কেন্দ্রে 60 শতাংশের কিছু বেশি ভোট পড়েছে। আবার বান্দিপুরা, কুপওয়ারা এবং জম্মু বিধানসভা কেন্দ্রে 55 শতাংশের আশপাশে ভোট পড়েছে । বারামুল্লা বিধানসভা কেন্দ্রে সবচেয়ে কম 46 শতাংশ ভোট পড়েছে।
56.01% voter turnout recorded till 3 pm in the third and final phase of the Jammu and Kashmir Assembly elections.
— ANI (@ANI) October 1, 2024
Bandipore-53.09%
Baramulla-46.09%
Jammu-56.74%
Kathua- 62.43%
Kupwara-52.98%
Samba-63.24%
Udhampur-64.43% pic.twitter.com/OliQD29iOV
মঙ্গলবার কাশ্মীরের 16টি ও জম্মুর 24টি আসনে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ 415 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ ৷ ভাগ্য নির্ধারণ করবেন 39 লক্ষ 18 হাজার ভোটার ৷ উত্তর কাশ্মীরের সীমান্তবর্তী 3 জেলায় চলছে নির্বাচন ৷ ফলে শান্তির পরিবেশ বজায় রাখার জন্য 404 কোম্পানিরও বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে ৷
जम्मू-कश्मीर विधानसभा चुनाव में आज तीसरे और आखिरी दौर का मतदान है। सभी मतदाताओं से मेरा अनुरोध है कि वे लोकतंत्र के उत्सव को सफल बनाने के लिए आगे आएं और अपना वोट जरूर डालें। मुझे विश्वास है कि पहली बार वोट देने जा रहे युवा साथियों के अलावा नारीशक्ति की मतदान में बढ़-चढ़कर…
— Narendra Modi (@narendramodi) October 1, 2024
নির্বাচন শুরু হতেই উপত্যকাবাসীর উদ্দেশে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী ৷ মোদি লেখেন, "আজ জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের শেষ দফা ৷ সকলের কাছে আমার আবেদন গণতন্ত্রের এই উৎসবকে সফল করতে এগিয়ে আসুন ৷ যুব সমাজের পাশাপাশি আমার বিশ্বাস এই নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন মহিলারাও ৷"
এদিন, কাশ্মীরের বারামুল্লা, কুপওয়ারা এবং বান্দিপোরা জেলায় চলছে নির্বাচন ৷ অন্যদিকে, জম্মুর উধামপুর, কাঠুয়া ও সাম্বা জেলায় চলছে নির্বাচন ৷ শেষ দফার নির্বাচনে ভাগ্য নির্ধারণ হতে চলেছে রাজ্যের দুই উপ-মুখ্যমন্ত্রী তারা চাঁদ ও মুজাফ্ফর বেইগের ৷ এছাড়াও তালিকায় রয়েছেন পিপলস্ কনফারেন্স চেয়ারম্যান সাজ্জাদ লোন গোনি, কংগ্রেসের 2 বারের সাংসদ চৌধুরী লাল সিং এবং বিজেপি নেতা দেবেন্দ্র সিং রানা ৷
जम्मू-कश्मीर को एक ऐसी सरकार की जरूरत है, जो विजनरी भी हो और यहाँ की सुरक्षा, शांति व स्थिरता के लिए मजबूत निर्णय भी ले सके। आज यहाँ अंतिम चरण में मतदान करने वाली जनता अपनी वोट की शक्ति से एक ऐसी सरकार बनाएँ, जो जम्मू-कश्मीर को आतंकवाद, अलगाववाद, परिवारवाद और भ्रष्टाचार से दूर…
— Amit Shah (@AmitShah) October 1, 2024
নির্বাচন শুরু হওয়ার কিছুক্ষণ আগে উপত্যকাবাসীর উদ্দেশে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ লেখেন, "জম্মু-কাশ্মীরে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার জন্য দৃঢ় সিদ্ধান্ত নিতে পারে একটি সরকারের প্রয়োজন । আজ, এখানে শেষ পর্যায়ে ভোট ৷ জনগণের উচিত তাদের ভোটদানের ক্ষমতা প্রয়োগ করে এমন একটি সরকার গঠন করা যা জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, স্বজনপ্রীতি এবং দুর্নীতি থেকে মুক্ত করতে পারে ৷ উপত্যকার পর্যটন, শিক্ষা, কর্মসংস্থান এবং সর্বাত্মক উন্নয়নের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিন ৷"
2019 সালে বিশেষ মর্যাদার অবলুপ্তির পর এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন উপত্যকাবাসী ৷ তাঁদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন পশ্চিম পাকিস্তানের উদ্বাস্তু, বাল্মীকি সমাজ এবং গোর্খা সম্প্রদায়ের মানুষও ৷ 370 ধারা অবলুপ্তির পর এই প্রথম বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের অধিকার পেয়েছেন তাঁরা ৷
প্রসঙ্গত, মোট 3 দফায় নির্বাচন হচ্ছে জম্মু-কাশ্মীরে ৷ 18 সেপ্টেম্বর ও 25 সেপ্টেম্বরে দু'দফার নির্বাচন হয়ে গিয়েছে ৷ নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, প্রথম দফার নির্বাচনে 61.38 শতাংশ এবং দ্বিতীয় দফায় 57.31 শতাংশ ভোট পড়েছে ৷ আগামী 8 অক্টোবর নির্বাচনের ফল ঘোষণা হবে ৷