রাঁচি, 21 অগস্ট: বিজেপিতে যাচ্ছেন না ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন ৷ বরং আলাদা দল গঠন করে রাজনীতির মাঠে নামছেন। দিল্লি থেকে ফিরে বুধবার নিজের বিধানসভা কেন্দ্র হাটায় সমর্থকদের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন চম্পাই ৷ এরপরই ঝাড়খণ্ডের রাজনীতিতে আলাদা সংগঠন করে লড়াই করার কথা ঘোষণা করেন তিনি।
সাত দিনের মধ্যে গোটা চিত্র পরিষ্কার হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার গভীর রাত থেকেই সেরাকেলায় সোরেনের বাসভবনে সমর্থকদের ভিড় লেগেই ছিল। কোন পথে এগোচ্ছেন সোরেন সেদিকেও নজর ছিল রাজনৈতিক মহলের ৷ দিল্লি থেকে ফেরার পর তিনি অবশ্য সাফ জানিয়ে দিয়েছিলেন, খুব শিগগিরই জানা যাবে তিনি কী করতে চলেছেন।
এদিন সকালে চম্পাই সোরেনের বাসভবনে বিপুল সংখ্যক সমর্থক পৌঁছে যান ৷ সমর্থকদের সঙ্গে কথা বলার পর চম্পাই সোরেন বিভিন্ন জায়গায় ঘুরে সমর্থকদের সঙ্গে দেখা করছেন। একটি পৃথক রাজনৈতিক দল স্থাপনের ঘোষণার পরে চম্পাই সোরেন জানান, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে যেভাবে তাঁকে অপমান করা হয়েছে সেটা ব্যাখ্যা করে বলা যায় না। চম্পাই সোরেনের ক্ষোভ সরাসরি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দিকেই ছিল এদিন। তবে চম্পাইয়ের এই ঘোষণায় বিজেপিতে যোগ দেওয়ার জল্পনায় ইতি টেনেছে। তবে তাঁর দলের নাম কী হবে তা এখনও জানাননি চম্পাই।
আগে অবশ্য বলা হচ্ছিল, চম্পাই সোরেন বিজেপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু শেষ মুহূর্তে গোটা বিষয়টিই অভিমুখ বদলে যায় ৷ তাঁর দিল্লি সফর রাজনৈতিক নয়, ব্যক্তিগত বলেই ব্যাখ্যা করেছেন চম্পাই ৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যায়, রাজ্য স্তরের কিছু নেতাই চম্পাইয়ের বিজেপিতে যোগ দেওয়ার বিরোধিতা করেছেন ৷ তাঁদের জন্য বিজেপিতে যাওয়া হচ্ছে না প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷