ETV Bharat / bharat

দেশে আল কায়েদা ! ঝাড়খণ্ডে গ্রেফতার জঙ্গি-স্লিপার সেলের একাধিক সদস্য - Al Qaeda Sleeper Cell in Jharkhand

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2024, 1:41 PM IST

Raids conducted by Jharkhand ATS: আল কায়েদা জঙ্গি গোষ্ঠীর সদস্যরা গোপনে নেটওয়ার্ক বৃদ্ধি করছিল ঝাড়খণ্ডে ৷ রাজ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগ এই খবর পেয়েই তল্লাশি চালায় ৷ গ্রেফতার হয় 12 জঙ্গি, স্লিপার সেলের সদস্য ৷

Al Qaeda
আল কায়েদা জঙ্গি (ইটিভি ভারত)

রাঁচি, 22 অগস্ট: নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আল কায়েদার স্লিপার সেল গ্রেফতার করল পুলিশ ৷ ঝাড়খণ্ড পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) সূত্রে খবর, ঝাড়খণ্ডের লোহারদাগা-সহ 14টি এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷ তাতে এই আল কায়েদা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের স্লিপার সেল ধরা পড়েছে ৷

ঝাড়খণ্ড পুলিশের কাছে খবর ছিল, রাজ্যে আল কায়েদা জঙ্গির স্লিপার সেল এবং 12 জন জঙ্গি রয়েছে ৷ তারপরই তৎপর হয় ঝাড়খণ্ড পুলিশ ৷ জঙ্গি দমন শাখা তল্লাশি অভিযান চালিয়ে 7 জন জঙ্গিকে গ্রেফতার করে ৷ ঝাড়খণ্ডের রাঁচি, লোহারদাগা, গোড্ডা, হাজারিবাগ-সমেত 14টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালানো হয় ৷

সূত্রের খবর, এই তল্লাশি অভিযানে জঙ্গিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে ঝাড়খণ্ডের এটিএস ৷ তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলি একে-47-এর মতো ৷ কিন্তু সেগুলি যথার্থই একে-47 কি না, তা নিশ্চিত জানা যায়নি ৷

ঝাড়খণ্ডে আল কায়েদার একটি বড় নেটওয়ার্ক তৈরি হচ্ছে ৷ এই খবর পুলিশ ও গোয়েন্দা বিভাগের কাছে আসতেই পুলিশের উচ্চস্তরীয় আধিকারিকদের যৌথ দল বুধবার গভীর রাতে বৈঠক করে ৷ এরপরই ঝাড়খণ্ড পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড তল্লাশি অভিযান চালায় ৷ এরপর এই আল কায়েদার স্লিপার সেল গ্রেফতার করে, যা বড়সড়ো সাফল্য বলেই মনে করছে পুলিশ ৷

লোহারদাগার কুডু থানা এলাকায় তল্লাশি চালায় এটিএস ৷ এখান থেকে এক জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ ৷ তার কাছে দু'টি অস্ত্র পাওয়া গিয়েছে ৷ সাব-ডিভিশনাল পুলিশ আধিকারিক শ্রদ্ধা কেরকট্টা এই বিষয়টি নিশ্চিত করেছেন ৷ এসডিপিও জানিয়েছেন, এটিএস দল হেনজালা থেকে এক জঙ্গিকে গ্রেফতার করেছে ৷ এর বেশি কোনও তথ্য দিতে চায়নি পুলিশ ৷

রাঁচি, 22 অগস্ট: নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আল কায়েদার স্লিপার সেল গ্রেফতার করল পুলিশ ৷ ঝাড়খণ্ড পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) সূত্রে খবর, ঝাড়খণ্ডের লোহারদাগা-সহ 14টি এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷ তাতে এই আল কায়েদা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের স্লিপার সেল ধরা পড়েছে ৷

ঝাড়খণ্ড পুলিশের কাছে খবর ছিল, রাজ্যে আল কায়েদা জঙ্গির স্লিপার সেল এবং 12 জন জঙ্গি রয়েছে ৷ তারপরই তৎপর হয় ঝাড়খণ্ড পুলিশ ৷ জঙ্গি দমন শাখা তল্লাশি অভিযান চালিয়ে 7 জন জঙ্গিকে গ্রেফতার করে ৷ ঝাড়খণ্ডের রাঁচি, লোহারদাগা, গোড্ডা, হাজারিবাগ-সমেত 14টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালানো হয় ৷

সূত্রের খবর, এই তল্লাশি অভিযানে জঙ্গিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে ঝাড়খণ্ডের এটিএস ৷ তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলি একে-47-এর মতো ৷ কিন্তু সেগুলি যথার্থই একে-47 কি না, তা নিশ্চিত জানা যায়নি ৷

ঝাড়খণ্ডে আল কায়েদার একটি বড় নেটওয়ার্ক তৈরি হচ্ছে ৷ এই খবর পুলিশ ও গোয়েন্দা বিভাগের কাছে আসতেই পুলিশের উচ্চস্তরীয় আধিকারিকদের যৌথ দল বুধবার গভীর রাতে বৈঠক করে ৷ এরপরই ঝাড়খণ্ড পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড তল্লাশি অভিযান চালায় ৷ এরপর এই আল কায়েদার স্লিপার সেল গ্রেফতার করে, যা বড়সড়ো সাফল্য বলেই মনে করছে পুলিশ ৷

লোহারদাগার কুডু থানা এলাকায় তল্লাশি চালায় এটিএস ৷ এখান থেকে এক জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ ৷ তার কাছে দু'টি অস্ত্র পাওয়া গিয়েছে ৷ সাব-ডিভিশনাল পুলিশ আধিকারিক শ্রদ্ধা কেরকট্টা এই বিষয়টি নিশ্চিত করেছেন ৷ এসডিপিও জানিয়েছেন, এটিএস দল হেনজালা থেকে এক জঙ্গিকে গ্রেফতার করেছে ৷ এর বেশি কোনও তথ্য দিতে চায়নি পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.