ETV Bharat / bharat

অপহরণ মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার বাড়ি থেকে গ্রেফতার রেভান্না - Revanna Arrest - REVANNA ARREST

Revanna Arrest: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার বাসভবন থেকে এইচডি রেভান্নাকে গ্রেফতার করে সিট ৷ অপহরণ মামলায় অন্যতম অভিযুক্ত রেভান্না ৷

Revanna
এইচডি রেভান্না (Etv Bharat)
author img

By PTI

Published : May 5, 2024, 2:22 PM IST

বেঙ্গালুরু, 4 মে: কর্ণাটকের জেডিএস বিধায়ক এইচডি রেভান্নাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ছেলে প্রজ্জল রেভান্নার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের সঙ্গে যুক্ত একটি অপহরণ মামলায় শনিবার কর্ণাটক পুলিশের বিশেষ তদন্তকারী দলের (সিট)-এর অফিসারেরা ৷ এর আগে আদালত এইচডি রেভান্নার আগাম জামিনের আবেদন খারিজ করেছিল ৷ এরপরই তাঁকে গ্রেফতার করা হয় ৷

রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার পদ্মনাভনগর বাসভবন থেকে গ্রেফতার করে সিট ৷ জানা গিয়েছে, এক মহিলাকে অপহরণের অভিযোগে বৃহস্পতিবার রাতে মইসুরুতে রেভান্না এবং তাঁর আস্থাভাজন সতীশ বাবান্নার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মহিলার ছেলের দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয় ৷ তাঁর অভিযোগ, তাঁর মা রেভান্নার ছেলে এবং হাসন লোকসভা আসনের বিজেপি-জেডিএস প্রার্থী প্রজ্জল রেভান্নার দ্বারা যৌন নির্যাতনের শিকার ৷ বাবান্নাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এই মামলা। প্রজ্জলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধা দেওয়ার জন্যই মহিলাকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ ৷ পুলিশ সূত্র খবর, রেভান্নার বিরুদ্ধে ভারতীয় দণ্ডের ধারা 364(এ) (মুক্তিপণের জন্য অপহরণ), 365 (অন্যায়ভাবে ব্যক্তিকে বন্দী করার উদ্দেশ্যে অপহরণ) এবং 34 (সাধারণ অপরাধ)-এর অধীনে অভিযুক্ত করা হয়েছে।

গ্রেফতারের পর রেভান্নার স্বাস্থ্য পরীক্ষার জন্য বোরিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মামলায় আগাম জামিন চেয়ে, রেভান্না এমএলএ-এমপি বিশেষ আদালতে আর্জি জানিয়েছিলেন ৷ শনিবার তাঁর সেই আবেদন খারিজ করে দেয় আদালত। রেভান্নার আইনজীবীরা আদালতকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জামিনের আবেদন মঞ্জুর হলে তিনি সিট-এর তদন্তে সহায়তা করবেন ৷ তবে, সিটের তরফে তাঁর জামিনের আবেদনে আপত্তি করা হয় ৷ শনিবার পুলিশ মইসুরু জেলার হুনসুর তালুকের কালেনাহাল্লি গ্রামে রেভান্নার সহকারির একটি খামারবাড়ি থেকে অপহৃত মহিলাকে উদ্ধার করেছে। এখনও পর্যন্ত রেভান্নার বিরুদ্ধে দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। রেভান্নার বাড়িতে কাজ করা এক মহিলার অভিযোগের ভিত্তিতে গত রবিবার হাসান জেলার হোলেনরসিপুরা থানায় যৌন হেনস্থার অভিযোগে রেভান্না এবং ছেলে প্রজ্জলের বিরুদ্ধে প্রথম মামলাটি নথিভুক্ত করা হয়েছিল ৷ দ্বিতীয় এফআইআরটি রেভান্না এবং তার আস্থাভাজন সতীশ বাবান্নার বিরুদ্ধে নথিভুক্ত করা হয়েছিল ৷ (পিটিআই)

আরও পড়ুন

গোধরা-কাণ্ডের অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন লালু প্রসাদ যাদব, অভিযোগ মোদির

আমেঠি ছেড়ে রায়বরেলিতে প্রার্থী হয়ে কোন চ্যালেঞ্জের মুখোমুখি রাহুল ?

বেঙ্গালুরু, 4 মে: কর্ণাটকের জেডিএস বিধায়ক এইচডি রেভান্নাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ছেলে প্রজ্জল রেভান্নার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের সঙ্গে যুক্ত একটি অপহরণ মামলায় শনিবার কর্ণাটক পুলিশের বিশেষ তদন্তকারী দলের (সিট)-এর অফিসারেরা ৷ এর আগে আদালত এইচডি রেভান্নার আগাম জামিনের আবেদন খারিজ করেছিল ৷ এরপরই তাঁকে গ্রেফতার করা হয় ৷

রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার পদ্মনাভনগর বাসভবন থেকে গ্রেফতার করে সিট ৷ জানা গিয়েছে, এক মহিলাকে অপহরণের অভিযোগে বৃহস্পতিবার রাতে মইসুরুতে রেভান্না এবং তাঁর আস্থাভাজন সতীশ বাবান্নার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মহিলার ছেলের দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয় ৷ তাঁর অভিযোগ, তাঁর মা রেভান্নার ছেলে এবং হাসন লোকসভা আসনের বিজেপি-জেডিএস প্রার্থী প্রজ্জল রেভান্নার দ্বারা যৌন নির্যাতনের শিকার ৷ বাবান্নাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এই মামলা। প্রজ্জলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধা দেওয়ার জন্যই মহিলাকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ ৷ পুলিশ সূত্র খবর, রেভান্নার বিরুদ্ধে ভারতীয় দণ্ডের ধারা 364(এ) (মুক্তিপণের জন্য অপহরণ), 365 (অন্যায়ভাবে ব্যক্তিকে বন্দী করার উদ্দেশ্যে অপহরণ) এবং 34 (সাধারণ অপরাধ)-এর অধীনে অভিযুক্ত করা হয়েছে।

গ্রেফতারের পর রেভান্নার স্বাস্থ্য পরীক্ষার জন্য বোরিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মামলায় আগাম জামিন চেয়ে, রেভান্না এমএলএ-এমপি বিশেষ আদালতে আর্জি জানিয়েছিলেন ৷ শনিবার তাঁর সেই আবেদন খারিজ করে দেয় আদালত। রেভান্নার আইনজীবীরা আদালতকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জামিনের আবেদন মঞ্জুর হলে তিনি সিট-এর তদন্তে সহায়তা করবেন ৷ তবে, সিটের তরফে তাঁর জামিনের আবেদনে আপত্তি করা হয় ৷ শনিবার পুলিশ মইসুরু জেলার হুনসুর তালুকের কালেনাহাল্লি গ্রামে রেভান্নার সহকারির একটি খামারবাড়ি থেকে অপহৃত মহিলাকে উদ্ধার করেছে। এখনও পর্যন্ত রেভান্নার বিরুদ্ধে দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। রেভান্নার বাড়িতে কাজ করা এক মহিলার অভিযোগের ভিত্তিতে গত রবিবার হাসান জেলার হোলেনরসিপুরা থানায় যৌন হেনস্থার অভিযোগে রেভান্না এবং ছেলে প্রজ্জলের বিরুদ্ধে প্রথম মামলাটি নথিভুক্ত করা হয়েছিল ৷ দ্বিতীয় এফআইআরটি রেভান্না এবং তার আস্থাভাজন সতীশ বাবান্নার বিরুদ্ধে নথিভুক্ত করা হয়েছিল ৷ (পিটিআই)

আরও পড়ুন

গোধরা-কাণ্ডের অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন লালু প্রসাদ যাদব, অভিযোগ মোদির

আমেঠি ছেড়ে রায়বরেলিতে প্রার্থী হয়ে কোন চ্যালেঞ্জের মুখোমুখি রাহুল ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.