ETV Bharat / bharat

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার প্রয়োজন, ব্রিকস সম্মেলনে দাবি জয়শঙ্করের

ব্রিকস প্লাস সম্মেলনে যোগ দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ সেখানেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের উপর জোর দিলেন তিনি ৷

EAM Jaishankar at BRICS Plus
ব্রিকস সম্মেলনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (ছবি সৌজন্য: বিদেশমন্ত্রীর এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : 11 hours ago

কাজান ও নয়াদিল্লি, 24 অক্টোবর: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের উপর জোর দিল ভারত ৷ বৃহস্পতিবার রাশিয়ার কাজানে ব্রিকস প্লাস সম্মেলনে বিদেশমন্ত্রী নিরাপত্তা পরিষদে সংস্কারের প্রসঙ্গটি উত্থাপন করেন ৷ স্থায়ী এবং অস্থায়ী দু'ধরনের সদস্যদের ক্ষেত্রেই সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি। পাশাপাশি বহুস্তরীয় উন্নয়নমূলক ব্যাঙ্কগুলির কয়েকটি প্রক্রিয়া বর্তমান সময়ে বেমানান বলে দাবি করে সেগুলির বদলের পক্ষেও সওয়াল করেন মোদি মন্ত্রিসভার এই সদস্য ৷

বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, "রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী বিভাগের প্রক্রিয়াগুলির সংস্কার অবশ্য প্রয়োজনীয় ৷ বহুস্তরীয় উন্নয়নমূলক ব্যাঙ্কগুলিকে আধুনিক করা দরকার ৷ তাদের কার্যপ্রক্রিয়াও রাষ্ট্রসংঘের মতোই পুরনো ৷ ভারত এই প্রচেষ্টা শুরু করে দিয়েছে জি-20 সভাপতিত্বের সময় থেকে ৷ এরপর ব্রাজিল এই সভাপতিত্ব পাবে ৷ আমরা তাতে আনন্দিত ৷"

ব্রিকস সম্পর্কে তিনি বলেন, "বিশ্বের দক্ষিণ গোলার্ধে পরিবর্তন আনতে পারে ব্রিকস ৷ কিন্তু আমরা এর বিপরীত ঘটনার সম্মুখীন হচ্ছি ৷ পরিবর্তনকারী শক্তিগুলি অত্যাধুনিক হলেও দীর্ঘ সময় ধরে পড়ে থাকা ইস্যুগুলি আরও জটিল হয়ে উঠেছে ৷"

অন্য একটি প্রসঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্কর প্রধানমন্ত্রী মোদির মন্তব্য মনে করিয়ে জানান, এটা যুদ্ধের যুগ নয় ৷ তাঁর কথায়, "যে কোনও ধরনের বিতর্ক এবং মতভেদ আলোচনা এবং কূটনৈতিক পথে সমাধান করতে হবে ৷ একবার চুক্তিতে পৌঁছতে পারলে তাকে সঠিকভাবে শ্রদ্ধা করতে হবে ৷ আন্তর্জাতিক নিয়মগুলি মেনে চলতে হবে । এর যেন কোনও ব্যতিক্রম না হয় ৷ আর সেখানে যেন সন্ত্রাসবাদের কোনও জায়গা না থাকে ৷" মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা প্রবাহ প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, "আমাদের কাছে পশ্চিম এশিয়া একটা দুশ্চিন্তার বিষয় ৷ সবার আশঙ্কা এই বিতর্ক আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে ৷ এই আশঙ্কা সত্যিই গুরুতর ৷"

কাজান ও নয়াদিল্লি, 24 অক্টোবর: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের উপর জোর দিল ভারত ৷ বৃহস্পতিবার রাশিয়ার কাজানে ব্রিকস প্লাস সম্মেলনে বিদেশমন্ত্রী নিরাপত্তা পরিষদে সংস্কারের প্রসঙ্গটি উত্থাপন করেন ৷ স্থায়ী এবং অস্থায়ী দু'ধরনের সদস্যদের ক্ষেত্রেই সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি। পাশাপাশি বহুস্তরীয় উন্নয়নমূলক ব্যাঙ্কগুলির কয়েকটি প্রক্রিয়া বর্তমান সময়ে বেমানান বলে দাবি করে সেগুলির বদলের পক্ষেও সওয়াল করেন মোদি মন্ত্রিসভার এই সদস্য ৷

বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, "রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী বিভাগের প্রক্রিয়াগুলির সংস্কার অবশ্য প্রয়োজনীয় ৷ বহুস্তরীয় উন্নয়নমূলক ব্যাঙ্কগুলিকে আধুনিক করা দরকার ৷ তাদের কার্যপ্রক্রিয়াও রাষ্ট্রসংঘের মতোই পুরনো ৷ ভারত এই প্রচেষ্টা শুরু করে দিয়েছে জি-20 সভাপতিত্বের সময় থেকে ৷ এরপর ব্রাজিল এই সভাপতিত্ব পাবে ৷ আমরা তাতে আনন্দিত ৷"

ব্রিকস সম্পর্কে তিনি বলেন, "বিশ্বের দক্ষিণ গোলার্ধে পরিবর্তন আনতে পারে ব্রিকস ৷ কিন্তু আমরা এর বিপরীত ঘটনার সম্মুখীন হচ্ছি ৷ পরিবর্তনকারী শক্তিগুলি অত্যাধুনিক হলেও দীর্ঘ সময় ধরে পড়ে থাকা ইস্যুগুলি আরও জটিল হয়ে উঠেছে ৷"

অন্য একটি প্রসঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্কর প্রধানমন্ত্রী মোদির মন্তব্য মনে করিয়ে জানান, এটা যুদ্ধের যুগ নয় ৷ তাঁর কথায়, "যে কোনও ধরনের বিতর্ক এবং মতভেদ আলোচনা এবং কূটনৈতিক পথে সমাধান করতে হবে ৷ একবার চুক্তিতে পৌঁছতে পারলে তাকে সঠিকভাবে শ্রদ্ধা করতে হবে ৷ আন্তর্জাতিক নিয়মগুলি মেনে চলতে হবে । এর যেন কোনও ব্যতিক্রম না হয় ৷ আর সেখানে যেন সন্ত্রাসবাদের কোনও জায়গা না থাকে ৷" মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা প্রবাহ প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, "আমাদের কাছে পশ্চিম এশিয়া একটা দুশ্চিন্তার বিষয় ৷ সবার আশঙ্কা এই বিতর্ক আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে ৷ এই আশঙ্কা সত্যিই গুরুতর ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.