ETV Bharat / bharat

কংগ্রেসের প্রতিশ্রুতির চেয়ে কম মজুরি বৃদ্ধি একশো দিনের কাজে, মোদি সরকারকে নিশানা জয়রামের - MGNREGS Wage Rates - MGNREGS WAGE RATES

Congress on MGNREGS Wage Rates: একশো দিনের কাজের মজুরি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব কংগ্রেস ৷ তাদের দাবি, এই যোজনায় শ্রমিকদের মজুরি বৃদ্ধি করলেও তা দৈনিক চারশো টাকার নিচে রেখেছে কেন্দ্র ৷ কংগ্রেসের দেওয়া ‘শ্রমিক ন্যায়’ প্রতিশ্রুতির থেকে এই মজুরি বৃদ্ধির পরিমাণ কম ৷ এই নিয়ে বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় পোস্ট করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷

Congress on MGNREGS Wage Rates
Congress on MGNREGS Wage Rates
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 12:42 PM IST

নয়াদিল্লি, 28 মার্চ: একশো দিনের কাজের মজুরি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ তাঁর অভিযোগ, একশো দিনের কাজের মজুরি বাড়িয়ে কেন্দ্রীয় সরকার যা করেছে, তা কংগ্রেসের ‘শ্রমিক ন্যায়’ গ্যারান্টির থেকেও কম ৷ কারণ, কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ক্ষমতায় এলে একশো দিনের কাজের শ্রমিকদের দৈনিক মজুরি চারশো টাকা করা হবে ৷

বৃহস্পতিবার এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ সেখানে তিনি লেখেন, মোদি সরকার 2024-25 অর্থবর্ষের জন্য একশো দিনের কাজের মজুরি বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে ৷ সেখানে প্রতিটি রাজ্যে একশো দিনের কাজের দৈনিক মজুরি চারশো টাকার নিচে রাখা হয়েছে ৷ এর পরই ওই পোস্টে তিনি কংগ্রেসের ‘শ্রমিক ন্যায়’ সংক্রান্ত প্রতিশ্রুতির কথা তুলে ধরেন ৷

তবে প্রশ্ন উঠেছে যে এই মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি কি এখন কেন্দ্রীয় সরকার করতে পারে ? কারণ, লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে ৷ সারা দেশের পুরো প্রশাসনই এখন ভারতের নির্বাচন কমিশনের অধীনে ৷ জারি হয়ে গিয়েছে নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণ বিধি ৷ সোশাল মিডিয়ায় করা ওই পোস্টে জয়রাম রমেশ বুঝিয়ে দিয়েছেন যে এই প্রশ্ন তাঁর মনেও জেগেছে ৷ কিন্তু সেই বিষয়টি গুরুত্ব না দিয়ে, কংগ্রেসের এই নেতা দৈনিক মজুরির পরিমাণের উপরই নজর দিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন ৷

উল্লেখ্য, ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন ভারতবাসীকে ন্যায় অর্থাৎ সুবিচার পাইয়ে দেওয়ার একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধি ৷ সেই ন্যায়ের তালিকাতেই রয়েছে ‘শ্রমিক ন্যায়’-এর বিষয়টি ৷ তবে শুধু এটা নয়, এই সংক্রান্ত আরও কিছু প্রতিশ্রুতি কংগ্রেসের তরফে দেওয়া হয়েছে ৷ তার মধ্যে অন্যতম হল, কেন্দ্রের ক্ষমতায় আসতে পারলে মোদি সরকারের চালু করা লেবার কোড আবার পর্যালোচনা করবে কংগ্রেস ৷ তার পর ওই লোবার কোডে তারা প্রয়োজনীয় সংশোধনী নিয়ে আসবে ৷

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. একশো দিনের কাজের টাকা মেটাতে 2 হাজার 650 কোটি বরাদ্দ রাজ্য সরকারের
  2. একশো দিনের কাজে জাতের ভিত্তিতে মজুরি ভাগের পরামর্শ কেন্দ্রের, উদ্বিগ্ন শ্রমিকরা
  3. Covid-19-র সময় ত্রাতা MGNREGA ও কৃষি

নয়াদিল্লি, 28 মার্চ: একশো দিনের কাজের মজুরি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ তাঁর অভিযোগ, একশো দিনের কাজের মজুরি বাড়িয়ে কেন্দ্রীয় সরকার যা করেছে, তা কংগ্রেসের ‘শ্রমিক ন্যায়’ গ্যারান্টির থেকেও কম ৷ কারণ, কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ক্ষমতায় এলে একশো দিনের কাজের শ্রমিকদের দৈনিক মজুরি চারশো টাকা করা হবে ৷

বৃহস্পতিবার এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ সেখানে তিনি লেখেন, মোদি সরকার 2024-25 অর্থবর্ষের জন্য একশো দিনের কাজের মজুরি বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে ৷ সেখানে প্রতিটি রাজ্যে একশো দিনের কাজের দৈনিক মজুরি চারশো টাকার নিচে রাখা হয়েছে ৷ এর পরই ওই পোস্টে তিনি কংগ্রেসের ‘শ্রমিক ন্যায়’ সংক্রান্ত প্রতিশ্রুতির কথা তুলে ধরেন ৷

তবে প্রশ্ন উঠেছে যে এই মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি কি এখন কেন্দ্রীয় সরকার করতে পারে ? কারণ, লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে ৷ সারা দেশের পুরো প্রশাসনই এখন ভারতের নির্বাচন কমিশনের অধীনে ৷ জারি হয়ে গিয়েছে নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণ বিধি ৷ সোশাল মিডিয়ায় করা ওই পোস্টে জয়রাম রমেশ বুঝিয়ে দিয়েছেন যে এই প্রশ্ন তাঁর মনেও জেগেছে ৷ কিন্তু সেই বিষয়টি গুরুত্ব না দিয়ে, কংগ্রেসের এই নেতা দৈনিক মজুরির পরিমাণের উপরই নজর দিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন ৷

উল্লেখ্য, ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন ভারতবাসীকে ন্যায় অর্থাৎ সুবিচার পাইয়ে দেওয়ার একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধি ৷ সেই ন্যায়ের তালিকাতেই রয়েছে ‘শ্রমিক ন্যায়’-এর বিষয়টি ৷ তবে শুধু এটা নয়, এই সংক্রান্ত আরও কিছু প্রতিশ্রুতি কংগ্রেসের তরফে দেওয়া হয়েছে ৷ তার মধ্যে অন্যতম হল, কেন্দ্রের ক্ষমতায় আসতে পারলে মোদি সরকারের চালু করা লেবার কোড আবার পর্যালোচনা করবে কংগ্রেস ৷ তার পর ওই লোবার কোডে তারা প্রয়োজনীয় সংশোধনী নিয়ে আসবে ৷

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. একশো দিনের কাজের টাকা মেটাতে 2 হাজার 650 কোটি বরাদ্দ রাজ্য সরকারের
  2. একশো দিনের কাজে জাতের ভিত্তিতে মজুরি ভাগের পরামর্শ কেন্দ্রের, উদ্বিগ্ন শ্রমিকরা
  3. Covid-19-র সময় ত্রাতা MGNREGA ও কৃষি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.