ETV Bharat / bharat

শ্রীনগরে এনকাউন্টারে সিআরপিএফ জওয়ান আহত, অনন্তনাগে গুলির লড়াইয়ে নিহত 2 জঙ্গি - ENCOUNTER IN SRINAGAR

জঙ্গিরা লুকিয়ে রয়েছে এই খবর পেয়ে এলাকা সম্পূর্ণ ঘিরে ফেলে সেনা ৷ জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান ৷ তারপরেই শুরু হয় এনকাউন্টার ।

Encounter in Srinagar
শ্রীনগরে তল্লাশি অভিযান সেনার (ছবি সূত্র- পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2024, 11:26 AM IST

শ্রীনগর, 2 নভেম্বর: সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে উত্তপ্ত শ্রীনগর ৷ চলমান এনকাউন্টারে একজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন । একই সময়ে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার শাঙ্গুস লার্নু কাচওয়ান বনাঞ্চলে আরেকটি এনকাউন্টারে দুই জঙ্গি নিহত হয়েছে । সেনার একজন শীর্ষ আধিকারিক ঘটনাটি নিশ্চিত করেছেন ৷ দু’টি জায়গায় তল্লাশি অভিযান জারি রয়েছে ।

জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের খানিয়ার এলাকায় ঘটনার সূত্রপাত হয় শনিবার সকালে ৷ সেনার এক মুখপাত্র বলেন, "এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে গোপন সূত্রে খবর পায় জওয়ানরা ৷ এর পরেই ওই এলাকা সম্পূর্ণ ঘিরে ফেলা হয় সেনার তরফে ৷ জঙ্গিদের খোঁজে পুলিশের সঙ্গে মিলিত ভাবে তল্লাশি অভিযান শুরু হয় ৷ তারপরেই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় যৌথ বাহিনীর ।"

সেনা সূত্রে জানা গিয়েছে, পুলিশ ও সেনার যৌথ দল সন্দেহভাজন এলাকার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে লুকিয়ে থাকা জঙ্গিরা তাদের উপর গুলি চালাতে থাকে ৷ পালটা জবাব দেয় সেনাও ৷ স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় ক'দিন ধরেই মাঝেমধ্যে সেনা ও জঙ্গি দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলছিল । শনিবার সেটা বড়সড় আকার নেয় ৷ সেনা-জঙ্গির গুলির লড়াইয়ের কিছু ভিডিয়ো সামনে এসেছে ৷ সেখানে দেখা যাচ্ছে, সেনা ও পুলিশের একটি বড় দল জায়গাটি ঘিরে রেখেছে ৷

প্রসঙ্গত, শুক্রবারই মধ্য কাশ্মীরের বুদগাম জেলায় সেখানকার বাসিন্দা নয় এমন দুই শ্রমিকের উপর হামলার অভিযোগ উঠেছে জঙ্গিদের বিরুদ্ধে ৷ গতকালের হামলার ঘটনায় দুজন শ্রমিক গুরুতর আহত হন এবং তাঁদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানা গিয়েছে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে একদিন পর ফের এনকাউন্টারের ঘটনা ঘটল শ্রীনগরে ।

সম্প্রতি, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন এবং নিরাপত্তা বাহিনীকে হামলাকারীদের ধরতে ও এই ধরনের হামলা প্রতিরোধ করার নির্দেশ দেন ।

শ্রীনগর, 2 নভেম্বর: সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে উত্তপ্ত শ্রীনগর ৷ চলমান এনকাউন্টারে একজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন । একই সময়ে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার শাঙ্গুস লার্নু কাচওয়ান বনাঞ্চলে আরেকটি এনকাউন্টারে দুই জঙ্গি নিহত হয়েছে । সেনার একজন শীর্ষ আধিকারিক ঘটনাটি নিশ্চিত করেছেন ৷ দু’টি জায়গায় তল্লাশি অভিযান জারি রয়েছে ।

জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের খানিয়ার এলাকায় ঘটনার সূত্রপাত হয় শনিবার সকালে ৷ সেনার এক মুখপাত্র বলেন, "এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে গোপন সূত্রে খবর পায় জওয়ানরা ৷ এর পরেই ওই এলাকা সম্পূর্ণ ঘিরে ফেলা হয় সেনার তরফে ৷ জঙ্গিদের খোঁজে পুলিশের সঙ্গে মিলিত ভাবে তল্লাশি অভিযান শুরু হয় ৷ তারপরেই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় যৌথ বাহিনীর ।"

সেনা সূত্রে জানা গিয়েছে, পুলিশ ও সেনার যৌথ দল সন্দেহভাজন এলাকার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে লুকিয়ে থাকা জঙ্গিরা তাদের উপর গুলি চালাতে থাকে ৷ পালটা জবাব দেয় সেনাও ৷ স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় ক'দিন ধরেই মাঝেমধ্যে সেনা ও জঙ্গি দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলছিল । শনিবার সেটা বড়সড় আকার নেয় ৷ সেনা-জঙ্গির গুলির লড়াইয়ের কিছু ভিডিয়ো সামনে এসেছে ৷ সেখানে দেখা যাচ্ছে, সেনা ও পুলিশের একটি বড় দল জায়গাটি ঘিরে রেখেছে ৷

প্রসঙ্গত, শুক্রবারই মধ্য কাশ্মীরের বুদগাম জেলায় সেখানকার বাসিন্দা নয় এমন দুই শ্রমিকের উপর হামলার অভিযোগ উঠেছে জঙ্গিদের বিরুদ্ধে ৷ গতকালের হামলার ঘটনায় দুজন শ্রমিক গুরুতর আহত হন এবং তাঁদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানা গিয়েছে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে একদিন পর ফের এনকাউন্টারের ঘটনা ঘটল শ্রীনগরে ।

সম্প্রতি, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন এবং নিরাপত্তা বাহিনীকে হামলাকারীদের ধরতে ও এই ধরনের হামলা প্রতিরোধ করার নির্দেশ দেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.