ETV Bharat / bharat

জি-7 সম্মেলনে মোদি-মেলোনির '#মেলোডি' - Team Melodi - TEAM MELODI

Italian PM takes Selfie with PM Modi: প্রথমে জি-20 সম্মেলন, তারপর দুবাইয়ে সিওপি আর তারপর খোদ ইতালিতে জি-7 সম্মেলন ৷ সেলফি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির জর্জিয়া মেলোনি ৷ সেই সেলফি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷

PM Modi with Italian PM Giorgia Meloni in G7 Summit
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি (ইটিভি ভারত)
author img

By ANI

Published : Jun 15, 2024, 5:05 PM IST

Updated : Jun 15, 2024, 5:31 PM IST

আপুলিয়া, 15 জুন: প্রধানমন্ত্রী মোদি এমন হাসি শেষ কবে হেসেছেন ? ঠিক যেমনটি তিনি ইতালিতে গিয়ে হাসলেন ৷ বা বলা ভালো ইতালিয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে হাসলেন ৷ জি-7 সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালি গিয়েছেন ৷ কূটনীতির কচকচে আলোচনার মাঝে দুই দেশের রাষ্ট্রনায়ক একে অপরের দ্বিপাক্ষিক সম্পর্ক ফের ঝালিয়ে নিলেন ৷ ফের সেলফি ৷ ফের মেলোনি + মোদি = মেলোডি ৷

প্রধানমন্ত্রী মোদি এবং প্রধানমন্ত্রী মেলোনি এখন 'টিম মেলোডি' ৷ নেট দুনিয়ায় এখন সব ছাপিয়ে #Melodi ৷ তবে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সেলফি তোলার মিষ্টি ভিডিয়োটি পোস্ট করেছেন জর্জিয়া মেলোনি নিজে ৷ তিনি ওই সেলফিতে সবাইকে বলছেন, "হ্যালো, ফ্রম দ্য মেলোডি টিম" ৷ আর দেশের প্রধানমন্ত্রীও প্রাণ খুলে হাসছেন ৷ মেলোনির পাশে তাঁর হাসি আরও চওড়া হয়েছে ৷ তিনি এমনকী হাতও নাড়ছেন ৷ এই ভিডিয়ো আবার মোদি নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ এই ভিডিয়ো কি ভারত ও ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার ইঙ্গিত ?

2023 সালের সেপ্টেম্বরে জি-20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি অন্য দেশের রাষ্ট্রনেতাদের স্বাগত জানাচ্ছিলেন ৷ তখন সেখানে ছিলেন ইতালির মেলোনি ৷ তাঁর হাত ধরে প্রধানমন্ত্রী মোদির শুভেচ্ছা বিনিময়ের ছবিটা অন্যদের তুলনায় খানিক আলাদা ছিল ৷ ওই বছর ডিসেম্বরে দুবাইতে সিওপি 28 সম্মেলনে আবার তাঁরা দু'জন মুখোমুখি হন ৷ সেলফি তোলেন মেলোনি ৷ সেই ছবিতে মোদি লিখলেন, 'বন্ধুদের সঙ্গে দেখা হওয়াটা সবসময় আনন্দের' ৷

টিম মেলোডি যখন জোর চর্চা নেট দুনিয়ায়, তখন কুইন কঙ্গনা কি আর চুপ করে থাকতে পারেন ? মান্ডির বিজেপি সাংসদ ইনস্টায় লিখলেন, "প্রধানমন্ত্রীকে যে গুণগুলির জন্য ভালোবাসা যায়, তার মধ্যে একটি তিনি যখন যে নারীর সঙ্গে থাকেন, তখন সেই নারীর মনে হবে যেন প্রধানমন্ত্রী তাঁকে আরও উচ্চে তুলে ধরছেন ৷ এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে, প্রধানমন্ত্রী মেলোনি ভাবতেই পারেন মোদিজি হলেন টিম মেলোনি ৷"

আপুলিয়া, 15 জুন: প্রধানমন্ত্রী মোদি এমন হাসি শেষ কবে হেসেছেন ? ঠিক যেমনটি তিনি ইতালিতে গিয়ে হাসলেন ৷ বা বলা ভালো ইতালিয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে হাসলেন ৷ জি-7 সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালি গিয়েছেন ৷ কূটনীতির কচকচে আলোচনার মাঝে দুই দেশের রাষ্ট্রনায়ক একে অপরের দ্বিপাক্ষিক সম্পর্ক ফের ঝালিয়ে নিলেন ৷ ফের সেলফি ৷ ফের মেলোনি + মোদি = মেলোডি ৷

প্রধানমন্ত্রী মোদি এবং প্রধানমন্ত্রী মেলোনি এখন 'টিম মেলোডি' ৷ নেট দুনিয়ায় এখন সব ছাপিয়ে #Melodi ৷ তবে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সেলফি তোলার মিষ্টি ভিডিয়োটি পোস্ট করেছেন জর্জিয়া মেলোনি নিজে ৷ তিনি ওই সেলফিতে সবাইকে বলছেন, "হ্যালো, ফ্রম দ্য মেলোডি টিম" ৷ আর দেশের প্রধানমন্ত্রীও প্রাণ খুলে হাসছেন ৷ মেলোনির পাশে তাঁর হাসি আরও চওড়া হয়েছে ৷ তিনি এমনকী হাতও নাড়ছেন ৷ এই ভিডিয়ো আবার মোদি নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ এই ভিডিয়ো কি ভারত ও ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার ইঙ্গিত ?

2023 সালের সেপ্টেম্বরে জি-20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি অন্য দেশের রাষ্ট্রনেতাদের স্বাগত জানাচ্ছিলেন ৷ তখন সেখানে ছিলেন ইতালির মেলোনি ৷ তাঁর হাত ধরে প্রধানমন্ত্রী মোদির শুভেচ্ছা বিনিময়ের ছবিটা অন্যদের তুলনায় খানিক আলাদা ছিল ৷ ওই বছর ডিসেম্বরে দুবাইতে সিওপি 28 সম্মেলনে আবার তাঁরা দু'জন মুখোমুখি হন ৷ সেলফি তোলেন মেলোনি ৷ সেই ছবিতে মোদি লিখলেন, 'বন্ধুদের সঙ্গে দেখা হওয়াটা সবসময় আনন্দের' ৷

টিম মেলোডি যখন জোর চর্চা নেট দুনিয়ায়, তখন কুইন কঙ্গনা কি আর চুপ করে থাকতে পারেন ? মান্ডির বিজেপি সাংসদ ইনস্টায় লিখলেন, "প্রধানমন্ত্রীকে যে গুণগুলির জন্য ভালোবাসা যায়, তার মধ্যে একটি তিনি যখন যে নারীর সঙ্গে থাকেন, তখন সেই নারীর মনে হবে যেন প্রধানমন্ত্রী তাঁকে আরও উচ্চে তুলে ধরছেন ৷ এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে, প্রধানমন্ত্রী মেলোনি ভাবতেই পারেন মোদিজি হলেন টিম মেলোনি ৷"

Last Updated : Jun 15, 2024, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.