ETV Bharat / bharat

ভোট পরবর্তী হিংসা ঠেকানোর দায় রাজ্যের, বললেন রাজীব কুমার - LOK SABHA ELECTION RESULTS 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

LOK SABHA ELECTION RESULTS 2024: গণনা হবে নির্বিঘ্নেই ৷ ফল ঘোষণার আগেরদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানালেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ মুখ খুললেন ভোট পরবর্তী হিংসা নিয়েও ৷

cec rajiv kumar
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (সৌ: টুইটার)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 2:49 PM IST

নয়াদিল্লি, 3 জুন: রাত পোহালেই অষ্টাদশ লোকসভা ভোটের ফল ঘোষণা ৷ তার আগে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গণনার পাশাপাশি ভোট পরবর্তী হিংসা নিয়েও সোজা সাপটা উত্তর দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ আদর্শ আচরণ বিধি উঠে গেলেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে রাজ্যগুলিতে ৷ তারপরও ঠারেঠোরে হিংসা ঠেকানোর দায় রাজ্যের ঘাড়েই চাপিয়েছে নির্বাচন কমিশন ৷

এদিন কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, আগামিকাল অর্থাৎ মঙ্গলবার প্রথমেই শুরু হবে পোস্টাল ব্যালট গণনা। তার আধঘণ্টা পর থেকে শুরু হবে ইভিএম-এর গণনার কাজ। এরই পাশাপাশি কমিশন আরও একবার স্পষ্ট করে দিয়েছে, গণনা একেবারেই নির্বিঘ্নে হবে ৷ কড়া নজরদারি এবং নিরাপত্তায় রাখা রয়েছে সব ইভিএম ৷

উল্লেখযোগ্যভাবে, ভোট মিটতেই বাংলার বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর আসছে ৷ নদিয়ায় নৃশংসভাবে খুন হয়েছেন এক বিজেপি কর্মী ৷ এদিন পশ্চিমবঙ্গের ভোট পরবর্তি হিংসা নিয়েও মুখ খুলেছেন রাজীব কুমার ৷ তিনি বলেন, "একাধিক বিষয়ের উপর নজর রেখেছি আমরা ৷ ভোটের সাত দফায় কোনও বড় হিংসার ঘটনা ঘটেনি ৷ মণিপুর, ত্রিপুরা, পশ্চিমবঙ্গেও বড় কোনও ঘটনা ঘটেনি ৷ এটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল ৷ কোনও সহজ কাজ ছিল না ৷ বড় কোনও হিংসার ঘটনা ঘটলে সংবাদ মাধ্যম তা দেখাতে ছাড়ত না ৷"

এর সঙ্গেই মুখ্য নির্বাচন কমিশনার বলেন, "আমি আশাবাদী এবং আত্মবিশ্বাসী যে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটবে না ৷ তারপরও আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনী আদর্শ আচরণ বিধি উঠে যাওয়ার পরেও যথেষ্ট সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে রাজ্যে ৷ যদিও তা রাজ্য সরকারের অধীনে থাকবে ৷ কারণ আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয় ৷ আমরা নিশ্চিত যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় বাহিনী ভোট পরবর্তী হিংসা হতে দেবে না।" পাশাপাশি গণনার বিষয়ে বলতে গিয়ে রাজীব কুমার বলেন, "গণনায় কোনও ভুল হতেই পারে না ৷ 17-18 লক্ষ লোক এই গণনার সঙ্গে যুক্ত ৷ সিস্টেমে কোনও সমস্যা নেই ৷ কোনও অসুবিধা হবে না ৷ ত্রিস্তরীয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তা থাকছে গণনা কেন্দ্রে ৷ সিসিটিভি নজরদারিও থাকছে ৷ গণনা প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হবে ৷"

এছাড়াও রিটার্নিং অফিসারের টেবিলে কাউন্টিং এজেন্ট থাকবে না বলে যে খবর ছড়িয়েছিল তা এদিন সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন রাজীব কুমার ৷ তাঁর মতে এটা একেবারেই ভুয়ো খবর ৷ এদিন মুখ্য নির্বাচন কমিশনার বলেন, "গণনা নির্বিঘ্নেই হবে ৷ প্রার্থীর কাউন্টিং এজেন্ট রিটার্নিং অফিসারের টেবিলে থাকবেন ৷ নির্বাচনের সময়ও অনেক ভুঁয়ো খবর চলেছিল, তা আমরা প্রথমে বুঝতে পারিনি ৷ এখন সেসব আমাদের কাছে স্পষ্ট ৷"

নয়াদিল্লি, 3 জুন: রাত পোহালেই অষ্টাদশ লোকসভা ভোটের ফল ঘোষণা ৷ তার আগে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গণনার পাশাপাশি ভোট পরবর্তী হিংসা নিয়েও সোজা সাপটা উত্তর দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ আদর্শ আচরণ বিধি উঠে গেলেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে রাজ্যগুলিতে ৷ তারপরও ঠারেঠোরে হিংসা ঠেকানোর দায় রাজ্যের ঘাড়েই চাপিয়েছে নির্বাচন কমিশন ৷

এদিন কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, আগামিকাল অর্থাৎ মঙ্গলবার প্রথমেই শুরু হবে পোস্টাল ব্যালট গণনা। তার আধঘণ্টা পর থেকে শুরু হবে ইভিএম-এর গণনার কাজ। এরই পাশাপাশি কমিশন আরও একবার স্পষ্ট করে দিয়েছে, গণনা একেবারেই নির্বিঘ্নে হবে ৷ কড়া নজরদারি এবং নিরাপত্তায় রাখা রয়েছে সব ইভিএম ৷

উল্লেখযোগ্যভাবে, ভোট মিটতেই বাংলার বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর আসছে ৷ নদিয়ায় নৃশংসভাবে খুন হয়েছেন এক বিজেপি কর্মী ৷ এদিন পশ্চিমবঙ্গের ভোট পরবর্তি হিংসা নিয়েও মুখ খুলেছেন রাজীব কুমার ৷ তিনি বলেন, "একাধিক বিষয়ের উপর নজর রেখেছি আমরা ৷ ভোটের সাত দফায় কোনও বড় হিংসার ঘটনা ঘটেনি ৷ মণিপুর, ত্রিপুরা, পশ্চিমবঙ্গেও বড় কোনও ঘটনা ঘটেনি ৷ এটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল ৷ কোনও সহজ কাজ ছিল না ৷ বড় কোনও হিংসার ঘটনা ঘটলে সংবাদ মাধ্যম তা দেখাতে ছাড়ত না ৷"

এর সঙ্গেই মুখ্য নির্বাচন কমিশনার বলেন, "আমি আশাবাদী এবং আত্মবিশ্বাসী যে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটবে না ৷ তারপরও আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনী আদর্শ আচরণ বিধি উঠে যাওয়ার পরেও যথেষ্ট সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে রাজ্যে ৷ যদিও তা রাজ্য সরকারের অধীনে থাকবে ৷ কারণ আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয় ৷ আমরা নিশ্চিত যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় বাহিনী ভোট পরবর্তী হিংসা হতে দেবে না।" পাশাপাশি গণনার বিষয়ে বলতে গিয়ে রাজীব কুমার বলেন, "গণনায় কোনও ভুল হতেই পারে না ৷ 17-18 লক্ষ লোক এই গণনার সঙ্গে যুক্ত ৷ সিস্টেমে কোনও সমস্যা নেই ৷ কোনও অসুবিধা হবে না ৷ ত্রিস্তরীয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তা থাকছে গণনা কেন্দ্রে ৷ সিসিটিভি নজরদারিও থাকছে ৷ গণনা প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হবে ৷"

এছাড়াও রিটার্নিং অফিসারের টেবিলে কাউন্টিং এজেন্ট থাকবে না বলে যে খবর ছড়িয়েছিল তা এদিন সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন রাজীব কুমার ৷ তাঁর মতে এটা একেবারেই ভুয়ো খবর ৷ এদিন মুখ্য নির্বাচন কমিশনার বলেন, "গণনা নির্বিঘ্নেই হবে ৷ প্রার্থীর কাউন্টিং এজেন্ট রিটার্নিং অফিসারের টেবিলে থাকবেন ৷ নির্বাচনের সময়ও অনেক ভুঁয়ো খবর চলেছিল, তা আমরা প্রথমে বুঝতে পারিনি ৷ এখন সেসব আমাদের কাছে স্পষ্ট ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.