ETV Bharat / bharat

আদিত্য-এল1 উৎক্ষেপণের দিনই ক্যানসার ধরে পড়ে ইসরো প্রধানের, চিকিৎসার পর এখন সুস্থ এস সোমনাথ - Cancer

ISRO chief S Somanath: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন যে আদিত্য-এল1 লঞ্চের দিন তাঁর ক্যানসার ধরা পড়ে ৷ এর পর তাঁর অস্ত্রোপচার ও কেমোথেরাপি করা হয় । সোমনাথ এখন নিজেকে এই রোগ থেকে সুস্থ বলে ঘোষণা করেছেন ।

ISRO chief S Somanath
ISRO chief S Somanath
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 6:19 PM IST

হায়দরাবাদ, 4 মার্চ: যেদিন আদিত্য-এল1 লঞ্চ করল, সেদিনই ক্যানসার ধরা পড়ে ইসরোর প্রধান এস সোমনাথের ৷ 2023 সালের মাঝামাঝি সময়ে যখন চন্দ্রযান-3 মিশন নিয়ে ব্যস্ত ইসরো, সেই সময়ই তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল । আদিত্য-এল1 লঞ্চের পরে মেডিক্যাল টেস্ট করান ৷ তখনই বিষয়টি ধরা পড়ে ৷ এর পর তাঁর অস্ত্রোপচার ও কেমোথেরাপি হয় ।

ইসরো প্রধান এস সোমনাথ, যিনি মহাকাশ গবেষণা এবং প্রযুক্তিতে ভারতকে গৌরবান্বিত করেছেন, তাঁর ক্যানসার ধরা পড়ার খবর সোমবারই প্রকাশ্যে আসে ৷ ফলে এই নিয়ে হইচই পড়েছে দেশজুড়ে ৷ সোশাল মিডিয়ায় অনেকেই তাঁর সুস্থতা কামনা করেছেন ৷

টারমাক মিডিয়া হাউসের সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেন তিনি ৷ যখন বিষয়টি জানতে পারেন, সেই সময়ের কথা তিনি বলেন ৷ আদিত্য-এল1 এর লঞ্চের দিনই যে তিনি বিষয়টি জানতে পারেন, সেটাও উল্লেখ করেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রধান ৷ তিনি জানান, এর পর চেন্নাইতে আরও একাধিক পরীক্ষানিরীক্ষার পর তাঁর ক্যানসারের বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকরা ৷ এর পর তাঁর অস্ত্রোপচার হয় এবং তার পর কেমোথেরাপি নিতে হয় তাঁকে ৷

ইসরো প্রধান এস সোমনাথ বলেন, “যেদিন আদিত্য-এল1 লঞ্চ হয়, সেদিন সকালে আমি একটি স্ক্যান করেছিলাম । তখনই আমি বুঝতে পারি যে আমার পাকস্থলি বৃদ্ধি পেয়েছে । লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে আমি এটা সম্পর্কে একটি সূত্র পাই । লঞ্চের পরে আমি চেন্নাই গিয়ে স্ক্যান করাই । আমি নিশ্চিত হয়েছিলাম যে কিছু সমস্যা রয়েছে ৷ তারপরে আমি বাকি পরীক্ষাগুলি করেছি ৷" তিনি আরও জানান, অসুস্থতার খবর শুনে পরিবার ও নিকটাত্মীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন ৷ তবে তাঁরা পাশে থাকায় তিনি নিজের সাহস ধরে রাখতে পেরেছিলেন বলে সোমনাথের দাবি ৷ তিনি বলেন, "আমি আমার ভয় কমাতে পেরেছি ৷"

সোমনাথ জানিয়েছেন যে তিনি এখন সুস্থ ৷ তবে তাঁকে প্রতি বছর মেডিক্যাল চেক-আপ ও স্ক্যান করিয়ে যেতে হবে ৷ কিন্তু ক্যানসার যে দুরারোগ্য, এমন ধারণা এখন ভুল ধারণা বলে তিনি জানান ৷ চিকিৎসা করাতে গিয়েও তিনি এই অভিজ্ঞতা সঞ্চয় করেছেন বলে জানান সোমনাথ ৷

আরও পড়ুন:

  1. 6 জানুয়ারি গন্তব্যে পৌঁছবে আদিত্য-এল1, 2024 গগনযানের বছর: ইসরো প্রধান
  2. গগনযানে মানুষ পাঠিয়ে সুস্থভাবে তাঁকে পৃথিবীতে ফেরানোই মূল লক্ষ্য, রাজভবনে বললেন ইসরো চেয়ারম্যান
  3. আত্মজীবনী কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, জানালেন ইসরো প্রধান এস সোমনাথ

হায়দরাবাদ, 4 মার্চ: যেদিন আদিত্য-এল1 লঞ্চ করল, সেদিনই ক্যানসার ধরা পড়ে ইসরোর প্রধান এস সোমনাথের ৷ 2023 সালের মাঝামাঝি সময়ে যখন চন্দ্রযান-3 মিশন নিয়ে ব্যস্ত ইসরো, সেই সময়ই তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল । আদিত্য-এল1 লঞ্চের পরে মেডিক্যাল টেস্ট করান ৷ তখনই বিষয়টি ধরা পড়ে ৷ এর পর তাঁর অস্ত্রোপচার ও কেমোথেরাপি হয় ।

ইসরো প্রধান এস সোমনাথ, যিনি মহাকাশ গবেষণা এবং প্রযুক্তিতে ভারতকে গৌরবান্বিত করেছেন, তাঁর ক্যানসার ধরা পড়ার খবর সোমবারই প্রকাশ্যে আসে ৷ ফলে এই নিয়ে হইচই পড়েছে দেশজুড়ে ৷ সোশাল মিডিয়ায় অনেকেই তাঁর সুস্থতা কামনা করেছেন ৷

টারমাক মিডিয়া হাউসের সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেন তিনি ৷ যখন বিষয়টি জানতে পারেন, সেই সময়ের কথা তিনি বলেন ৷ আদিত্য-এল1 এর লঞ্চের দিনই যে তিনি বিষয়টি জানতে পারেন, সেটাও উল্লেখ করেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রধান ৷ তিনি জানান, এর পর চেন্নাইতে আরও একাধিক পরীক্ষানিরীক্ষার পর তাঁর ক্যানসারের বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকরা ৷ এর পর তাঁর অস্ত্রোপচার হয় এবং তার পর কেমোথেরাপি নিতে হয় তাঁকে ৷

ইসরো প্রধান এস সোমনাথ বলেন, “যেদিন আদিত্য-এল1 লঞ্চ হয়, সেদিন সকালে আমি একটি স্ক্যান করেছিলাম । তখনই আমি বুঝতে পারি যে আমার পাকস্থলি বৃদ্ধি পেয়েছে । লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে আমি এটা সম্পর্কে একটি সূত্র পাই । লঞ্চের পরে আমি চেন্নাই গিয়ে স্ক্যান করাই । আমি নিশ্চিত হয়েছিলাম যে কিছু সমস্যা রয়েছে ৷ তারপরে আমি বাকি পরীক্ষাগুলি করেছি ৷" তিনি আরও জানান, অসুস্থতার খবর শুনে পরিবার ও নিকটাত্মীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন ৷ তবে তাঁরা পাশে থাকায় তিনি নিজের সাহস ধরে রাখতে পেরেছিলেন বলে সোমনাথের দাবি ৷ তিনি বলেন, "আমি আমার ভয় কমাতে পেরেছি ৷"

সোমনাথ জানিয়েছেন যে তিনি এখন সুস্থ ৷ তবে তাঁকে প্রতি বছর মেডিক্যাল চেক-আপ ও স্ক্যান করিয়ে যেতে হবে ৷ কিন্তু ক্যানসার যে দুরারোগ্য, এমন ধারণা এখন ভুল ধারণা বলে তিনি জানান ৷ চিকিৎসা করাতে গিয়েও তিনি এই অভিজ্ঞতা সঞ্চয় করেছেন বলে জানান সোমনাথ ৷

আরও পড়ুন:

  1. 6 জানুয়ারি গন্তব্যে পৌঁছবে আদিত্য-এল1, 2024 গগনযানের বছর: ইসরো প্রধান
  2. গগনযানে মানুষ পাঠিয়ে সুস্থভাবে তাঁকে পৃথিবীতে ফেরানোই মূল লক্ষ্য, রাজভবনে বললেন ইসরো চেয়ারম্যান
  3. আত্মজীবনী কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, জানালেন ইসরো প্রধান এস সোমনাথ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.