ETV Bharat / bharat

এটাই আমাদের আসল রং, অযোধ্যায় হোলি খেলে বার্তা ইকবাল আনসারি ও সাধুদের

Iqbal Ansari plays Holi with saints in Ayodhya: পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির উদাহরণ গড়ে তুলল রামনগরী অযোধ্যা ৷ রামজন্মভূমি মামলার মুসলিম পক্ষের মামলাকারী ইকবাল আনসারি হোলি খেললেন সাধু ও ঋষিদের সঙ্গে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 4:54 PM IST

অযোধ্যা, 17 মার্চ: রামনগরী অযোধ্যায় ভ্রাতৃত্ব ও সম্প্রীতির নজির ৷ রামজন্মভূমি মামলার মুসলিম পক্ষের মামলাকারী ইকবাল আনসারি রঙের উৎসবে মাতলেন অযোধ্যার সাধু ও ঋষিদের সঙ্গে । তাঁরা আবিরে রাঙালেন একে-অপরকে ৷ বার্তা দিলেন, এটাই আমাদের আসল রং, সারা বিশ্বের মানুষ যেন এই রঙে রঙিন হয় ৷

22 জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর এ বারই প্রথম হোলি ৷ স্বাভাবিকভাবে এবারের হোলি উৎসব আরও বেশি রঙিন অযোধ্যাবাসীর কাছে ৷ হোলির এক সপ্তাহ আগেই শনিবার আবিরে রাঙা হয়ে উঠল মন্দির চত্বর ৷ রাম জন্মভূমি মামলার মুসলিম পক্ষের মামলাকারী ইকবাল আনসারি তপস্বী ক্যান্টনমেন্ট মন্দির চত্বরে মহন্ত পরমহংস দাস এবং অন্যান্য ঋষিদের সঙ্গে হোলির আনন্দে মেতে ওঠেন । গান-বাজনার মাঝেই চলে আবির খেলা ৷ ফুল ছড়িয়ে, আবির উড়িয়ে, রঙে ভিজিয়ে নাচের তালে কোমর দোলান ইকবাল আনসারি ও সাধু-সন্তরা ৷ সবার গায়ে ঝড়ে পড়ে ফুলের বৃষ্টি । হোলির আনন্দে মিলে মিশে এক হয়ে যায় ধর্মের ভেদাভেদ ৷ সাধুরা বলছেন যে, "এটাই অযোধ্যার সাধারণ ঐতিহ্য । এর মাধ্যমে অযোধ্যা সারা বিশ্বকে বলে দেয় যে এটাই আমাদের আসল রঙ ।"

এ দিন ইকবাল আনসারি বলেন যে, "আমিও আচার্য পরমহংসের মতোই দারুণ খুশি রামলালার বিশাল মন্দিরে বসে । তাই এ বার অযোধ্যায় রামলালাকে স্বাগত জানাতে হোলি উদযাপন করা হয়েছে, তাই এটিও স্পেশাল ।"

অযোধ্যা, 17 মার্চ: রামনগরী অযোধ্যায় ভ্রাতৃত্ব ও সম্প্রীতির নজির ৷ রামজন্মভূমি মামলার মুসলিম পক্ষের মামলাকারী ইকবাল আনসারি রঙের উৎসবে মাতলেন অযোধ্যার সাধু ও ঋষিদের সঙ্গে । তাঁরা আবিরে রাঙালেন একে-অপরকে ৷ বার্তা দিলেন, এটাই আমাদের আসল রং, সারা বিশ্বের মানুষ যেন এই রঙে রঙিন হয় ৷

22 জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর এ বারই প্রথম হোলি ৷ স্বাভাবিকভাবে এবারের হোলি উৎসব আরও বেশি রঙিন অযোধ্যাবাসীর কাছে ৷ হোলির এক সপ্তাহ আগেই শনিবার আবিরে রাঙা হয়ে উঠল মন্দির চত্বর ৷ রাম জন্মভূমি মামলার মুসলিম পক্ষের মামলাকারী ইকবাল আনসারি তপস্বী ক্যান্টনমেন্ট মন্দির চত্বরে মহন্ত পরমহংস দাস এবং অন্যান্য ঋষিদের সঙ্গে হোলির আনন্দে মেতে ওঠেন । গান-বাজনার মাঝেই চলে আবির খেলা ৷ ফুল ছড়িয়ে, আবির উড়িয়ে, রঙে ভিজিয়ে নাচের তালে কোমর দোলান ইকবাল আনসারি ও সাধু-সন্তরা ৷ সবার গায়ে ঝড়ে পড়ে ফুলের বৃষ্টি । হোলির আনন্দে মিলে মিশে এক হয়ে যায় ধর্মের ভেদাভেদ ৷ সাধুরা বলছেন যে, "এটাই অযোধ্যার সাধারণ ঐতিহ্য । এর মাধ্যমে অযোধ্যা সারা বিশ্বকে বলে দেয় যে এটাই আমাদের আসল রঙ ।"

এ দিন ইকবাল আনসারি বলেন যে, "আমিও আচার্য পরমহংসের মতোই দারুণ খুশি রামলালার বিশাল মন্দিরে বসে । তাই এ বার অযোধ্যায় রামলালাকে স্বাগত জানাতে হোলি উদযাপন করা হয়েছে, তাই এটিও স্পেশাল ।"

আচার্য পরমহংস দাস বলেন, "রঙের এই হোলিতে সব ধর্মেরও রং আছে । আজ আমরা মন্দির চত্বরে হোলি খেলেছি এবং আনন্দ উদযাপন করেছি ।"

আরও পড়ুন:

  1. বিশ্ববিদ্যালয়ে কেন হোলি উৎসব পালন, প্রশ্ন তুলল পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন
  2. সুদর্শনের বালি ভাস্কর্যে হোলি ও নারী দিবসের মেলবন্ধন
  3. বাসে চড়ে রামলালার দর্শনে যোগীরাজ্যের বিজেপি বিধায়করা, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.