মুম্বই, ১০ অক্টোবর: প্রয়াত রতন টাটা। মহাষষ্ঠীর রাতে 86 বছর বয়সে প্রয়াত হলেন ভারতীয় বাণিজ্য দুনিয়ার এই অন্যতম আইকন। টাটা গোষ্ঠীর তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করে শিল্পপতির প্রয়াণের খবর জানানো হয়।
গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। শরীর খারাপ নিয়ে যে গুজব রটছে সে কথাও জানিয়েছিলেন নিজেই। শেষমেশ বুধবার রাতে শেষ হল তাঁর বর্ণময় জীবন। সকাল সাড়ে 10টা থেকে সাড়ে 3টে পর্যন্ত মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে টাটাকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ । আজ বিকাল 4টে নাগাদ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটার শেষকৃত্য সম্পন্ন হবে।
তাঁর মৃত্যুতে এক অদ্ভুত সমাপতন পরিলক্ষিত হল। বাঙালি তরুণ সমাজের হাতে কাজ পৌঁছে দিতে সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা করতে চেয়েছিলেন রতন টাটা। জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার জেরে শেষমেশ সিঙ্গুর থেকে প্রজেক্ট সরে গিয়েছিল গুজরাটের সানন্দে। বাংলা ছাড়ার কথা পূজোর সময়ই ঘোষণা করেছিলেন রতন টাটা। আর এবার পুজোয় দেবীর বোধনের পরেই এল তাঁর প্রয়াণ সংবাদ।
রতন টাটার মৃত্যুর খবরে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়।
প্রধানমন্ত্রী মোদি তাঁর বার্তায় জানান, রতন টাটা একজন দূরদর্শী শিল্পপতিই ছিলেন না, ছিলেন এক দারুণ মনের মানুষ। দেশের অন্যতম পুরনো এবং জনপ্রিয় ব্যবসায়িক গোষ্ঠীকে কে নেতৃত্ব দিয়েছিলেন রতন টাটা। আমাদের সমাজকে আরো উন্নত করতে প্রতিমুহূর্তে কাজ করে গিয়েছেন তিনি।
Shri Ratan Tata Ji was a visionary business leader, a compassionate soul and an extraordinary human being. He provided stable leadership to one of India’s oldest and most prestigious business houses. At the same time, his contribution went far beyond the boardroom. He endeared… pic.twitter.com/p5NPcpBbBD
— Narendra Modi (@narendramodi) October 9, 2024
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, রতন টাটার প্রয়াণের খবর শুনে আমি মর্মাহত। টাটা গোষ্ঠীর এই প্রাক্তন চেয়ারম্যান ভারতীয় বাণিজ্য মহলে নিজের জন্য স্বতন্ত্র স্থান তৈরি করেছিলেন। জনসাধারণের উন্নতিতেও বড় ভূমিকা রেখেছিলেন তিনি। তাঁর প্রয়ানে ব্যবসা দুনিয়ায় অপূরণীয় ক্ষতি হল। রতন টাটার পরিবার এবং সহ কর্মীদের প্রতি আমার সমবেদনা রইল।
Saddened by the demise of Ratan Tata, Chairman Emeritus of the Tata Sons.
— Mamata Banerjee (@MamataOfficial) October 9, 2024
The former Chairman of Tata Group had been a foremost leader of Indian industries and a public-spirited philanthropist. His demise will be an irreparable loss for Indian business world and society.
My…
টাটা গোষ্ঠীর তরফে এক বার্তায় জানানো হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের রতন নভল টাটাকে বিদায় জানাতে হচ্ছে। তাঁর নেতৃত্ব শুধুমাত্র টাটা সংস্থাকে এগিয়েই নিয়ে যায়নি, দেশের প্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংস্থার কাছে রতন টাটা শুধুই চেয়ারম্যান ছিলেন না, ছিলেন পথ প্রদর্শক। উৎকর্ষতার প্রতি একনিষ্ঠতা এবং নতুনের সন্ধান তাঁকে উন্নতির এক থেকে অন্য শৃঙ্গে পৌঁছে দিয়েছে। সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে তিনি যে অবদান রেখে গিয়েছেন তা আগামীর কাছে শিক্ষা হয়ে থাকবে।
— Tata Group (@TataCompanies) October 9, 2024
1991 থেকে 28 ডিসেম্বর, 2012 সালে অবসর নেওয়া পর্যন্ত টাটা সন্সের চেয়ারম্যান ছিলেন রতন টাটা। 29 ডিসেম্বর, 2012 থেকে তাঁকে টাটা সন্স, টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা মোটরস এবং টাটা স্টিলের চেয়ারম্যান ইমেরিটাস সম্মানসূচক পদেই দেখেছে দুনিয়া।
1962 সালে টাটা স্টিল বিভাগে তিনি কর্মজীবন শুরু করেন ৷ 9 বছর পর তিনি ন্যাশনাল রেডিয়ো অ্যান্ড ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেডের ডিরেক্টর-ইন-চার্জ হিসেবে নিযুক্ত হন। 1991 সালে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে জেআরডি টাটা পদত্যাগ করলে রতন টাটা তাঁর উত্তরসূরি হিসেবে স্থলাভিষিক্ত হন। টাটা সন্স-এর চেয়ারম্যান পদে 75 বছর বয়েসের ঊর্ধে কেউ বসবেন না, এই নিয়ম রতন টাটাই চালু করেছিলেন এবং সেই নিয়ম অনুসরণ করেই তিনি ২০১২ সালে অবসর নেন।