সুপৌল, 22 মার্চ: ভেঙে পড়ল নির্মীয়মান সেতু ৷ তাতে মৃত্যু হল একজনের ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ এই ধ্বংসস্তূপের তলায় বাংলার বহু শ্রমিক চাপা পড়ে আছেন বলে খবর ৷ শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে বিহারের সুপৌলে ৷ সুপৌলের জেলাশাসক কৌশল কুমার জানিয়েছেন, নির্মীয়মান ব্রিজ ভেঙে একজনের মৃত্যু হয়েছে ৷
জানা গিয়েছে, ওই ব্রিজের তিনটি পিলারের গার্টার ভেঙে গিয়েছে ৷ ভেজা-বাকৌরের মাঝে মারিচার কাছে সেতুর অংশটি ভেঙে পড়ে ৷ 1 হাজার 200 কোটি টাকা খরচ করে এই সেতু তৈরি হচ্ছিল ৷ তবে কতজন ওই ব্রিজ ভেঙে চাপা পড়েছেন, সেই সংখ্যা সঠিক জানা যায়নি ৷
তবে এই দুর্ঘটনার পর থেকে সেতুর ঠিকাদারের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ স্থানীয়রাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগায় ৷ আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে দেয় ৷ স্থানীয় সূত্রে খবর, 15-20 জনকে বাইকে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ 35-40 জনের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
এই সেতুটির 171টি পিলার তৈরির কাজ চলছিল ৷ এর মধ্যে 150টিরও বেশি পিলার তৈরি হয়ে গিয়েছিল ৷ বিহারের মধুবনী ও সুপৌলের মাঝামাঝি জায়গায় এই বাকৌর সেতু নির্মাণ হচ্ছিল ৷ দেশের সবচেয়ে দীর্ঘ সেতু এটি ৷ অসমের ভূপেন হাজারিকা ব্রিজের থেকেও এক কিলোমিটার লম্বা ৷ দৈর্ঘ্যে পুলটি 10.2 কিলোমিটার লম্বা ৷ সেতুটি তৈরি হলে সুপৌল ও মধুবনীর মধ্যেকার দূরত্ব কমে যাবে ৷ 50, 51, 52 নম্বর তিনটি পিলার পুরোপুরি ভেঙে পড়েছে ৷
আরও পড়ুন: