ETV Bharat / bharat

বিহারে সেতু ভেঙে মৃত এক, আটকে বাংলার বহু শ্রমিক - Bridge collapsed in supaul bihar

Bakour Bridge Collapsed: দেশের দীর্ঘতম সেতুটি তৈরি হচ্ছিল বিহারের কোশি নদীতে ৷ সেখানে নির্মীয়মান ব্রিজ ভেঙে মৃত্যু হল 1 জনের ৷ তবে পশ্চিমবঙ্গের বহু শ্রমিক এই ব্রিজ তৈরির কাজ করছিলেন ৷ তাই বাংলার একাধিক শ্রমিক সেখানে চাপা পড়ে আটকে রয়েছে বলে খবর ৷

ETV Bharat
বিহারে নির্মীয়মান ব্রিজ ভেঙে পড়ল
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 9:57 AM IST

Updated : Mar 22, 2024, 10:43 AM IST

সুপৌল, 22 মার্চ: ভেঙে পড়ল নির্মীয়মান সেতু ৷ তাতে মৃত্যু হল একজনের ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ এই ধ্বংসস্তূপের তলায় বাংলার বহু শ্রমিক চাপা পড়ে আছেন বলে খবর ৷ শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে বিহারের সুপৌলে ৷ সুপৌলের জেলাশাসক কৌশল কুমার জানিয়েছেন, নির্মীয়মান ব্রিজ ভেঙে একজনের মৃত্যু হয়েছে ৷

জানা গিয়েছে, ওই ব্রিজের তিনটি পিলারের গার্টার ভেঙে গিয়েছে ৷ ভেজা-বাকৌরের মাঝে মারিচার কাছে সেতুর অংশটি ভেঙে পড়ে ৷ 1 হাজার 200 কোটি টাকা খরচ করে এই সেতু তৈরি হচ্ছিল ৷ তবে কতজন ওই ব্রিজ ভেঙে চাপা পড়েছেন, সেই সংখ্যা সঠিক জানা যায়নি ৷

তবে এই দুর্ঘটনার পর থেকে সেতুর ঠিকাদারের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ স্থানীয়রাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগায় ৷ আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে দেয় ৷ স্থানীয় সূত্রে খবর, 15-20 জনকে বাইকে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ 35-40 জনের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

এই সেতুটির 171টি পিলার তৈরির কাজ চলছিল ৷ এর মধ্যে 150টিরও বেশি পিলার তৈরি হয়ে গিয়েছিল ৷ বিহারের মধুবনী ও সুপৌলের মাঝামাঝি জায়গায় এই বাকৌর সেতু নির্মাণ হচ্ছিল ৷ দেশের সবচেয়ে দীর্ঘ সেতু এটি ৷ অসমের ভূপেন হাজারিকা ব্রিজের থেকেও এক কিলোমিটার লম্বা ৷ দৈর্ঘ্যে পুলটি 10.2 কিলোমিটার লম্বা ৷ সেতুটি তৈরি হলে সুপৌল ও মধুবনীর মধ্যেকার দূরত্ব কমে যাবে ৷ 50, 51, 52 নম্বর তিনটি পিলার পুরোপুরি ভেঙে পড়েছে ৷

আরও পড়ুন:

  1. দেশের দীর্ঘতম কেবল ব্রিজ, সুদর্শন সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  2. উদ্বোধনের আগেই ভেঙে পড়ল বেইলি ব্রিজ, তিস্তায় তলিয়ে গেলেন শ্রমিক
  3. ফরাক্কায় গঙ্গার উপর দ্বিতীয় রেল ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত রেলের

সুপৌল, 22 মার্চ: ভেঙে পড়ল নির্মীয়মান সেতু ৷ তাতে মৃত্যু হল একজনের ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ এই ধ্বংসস্তূপের তলায় বাংলার বহু শ্রমিক চাপা পড়ে আছেন বলে খবর ৷ শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে বিহারের সুপৌলে ৷ সুপৌলের জেলাশাসক কৌশল কুমার জানিয়েছেন, নির্মীয়মান ব্রিজ ভেঙে একজনের মৃত্যু হয়েছে ৷

জানা গিয়েছে, ওই ব্রিজের তিনটি পিলারের গার্টার ভেঙে গিয়েছে ৷ ভেজা-বাকৌরের মাঝে মারিচার কাছে সেতুর অংশটি ভেঙে পড়ে ৷ 1 হাজার 200 কোটি টাকা খরচ করে এই সেতু তৈরি হচ্ছিল ৷ তবে কতজন ওই ব্রিজ ভেঙে চাপা পড়েছেন, সেই সংখ্যা সঠিক জানা যায়নি ৷

তবে এই দুর্ঘটনার পর থেকে সেতুর ঠিকাদারের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ স্থানীয়রাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগায় ৷ আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে দেয় ৷ স্থানীয় সূত্রে খবর, 15-20 জনকে বাইকে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ 35-40 জনের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

এই সেতুটির 171টি পিলার তৈরির কাজ চলছিল ৷ এর মধ্যে 150টিরও বেশি পিলার তৈরি হয়ে গিয়েছিল ৷ বিহারের মধুবনী ও সুপৌলের মাঝামাঝি জায়গায় এই বাকৌর সেতু নির্মাণ হচ্ছিল ৷ দেশের সবচেয়ে দীর্ঘ সেতু এটি ৷ অসমের ভূপেন হাজারিকা ব্রিজের থেকেও এক কিলোমিটার লম্বা ৷ দৈর্ঘ্যে পুলটি 10.2 কিলোমিটার লম্বা ৷ সেতুটি তৈরি হলে সুপৌল ও মধুবনীর মধ্যেকার দূরত্ব কমে যাবে ৷ 50, 51, 52 নম্বর তিনটি পিলার পুরোপুরি ভেঙে পড়েছে ৷

আরও পড়ুন:

  1. দেশের দীর্ঘতম কেবল ব্রিজ, সুদর্শন সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  2. উদ্বোধনের আগেই ভেঙে পড়ল বেইলি ব্রিজ, তিস্তায় তলিয়ে গেলেন শ্রমিক
  3. ফরাক্কায় গঙ্গার উপর দ্বিতীয় রেল ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত রেলের
Last Updated : Mar 22, 2024, 10:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.