ETV Bharat / bharat

বন্দুক হাতে রাস্তায় সমাজবিরোধী ! সিরিয়া থেকে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ভারতীয়রা - INDIAN RETURNEES FROM SYRIA

অশান্ত সিরিয়া থেকে ফিরলেন ভারতীয়রা ৷ আসাদ সরকারের পতনের পর কেমন ছিল পরিবেশ ? দেশে ফিরে সেকথা জানালেন তাঁরা ৷

INDIAN RETURNEES FROM SYRIA
সিরিয়া থেকে ফিরলেন ভারতীয়রা (পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2024, 2:06 PM IST

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: বন্দুক হাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সমাজবিরোধীরা ৷ শেষ কয়েকটি দিন রীতিমতো আতঙ্কের পরিস্থিতির মধ্য়ে কেটেছে ৷ দেশে ফিরে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় তাঁদের অভিজ্ঞতার কথা শোনালেন ভারতীয়রা ৷ সেই সঙ্গে, 'নিরন্তর যোগাযোগ' রাখার জন্য় দামাস্কাসে ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানান তাঁরা ৷

গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়া ৷ হায়াত তাহিরির আল শ্যাম (HTS) সংগঠনের বিদ্রোহীদের দ্বারা ক্ষমতাচ্যুত হয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ৷ দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন তিনি ৷ এই আবহে সেই দেশে বসবাসকারী নাগরিকদের ফিরিয়ে আনার তৎপরতা শুরু করে দেয় ভারত ৷ শনিবার দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় ভারতীয়দের একটি দল ৷

বিমানবন্দরে পৌঁছেই নিজেদের অভিজ্ঞতার কথা জানান সেদেশে আটকে পড়া ভারতীয়রা ৷ আসাদ সরকারের পতনের পর কেমন ছিল সেখানে পরিবেশ ও পরিস্থিতি ? একে একে সেকথা জানান তাঁরা ৷ চণ্ডীগড়ের স্থানীয় বাসিন্দা সুনীল দত্ত বলেন, "ভয়ঙ্কর পরিস্থিতি ৷ চারিদিকে আগুন জ্বলছে, বোমার আওয়াজ, চারিদিকে কালো ধোঁয়া ৷ বন্দুক হাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সমাজবিরোধীরা ৷ দোকানে লুঠ চালাচ্ছে তারা ৷" সুনীলের কথায় রীতিমতো আতঙ্কের পরিবেশের তৈরি হয়েছে ৷

তবে নাগরিকদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ বজায় রাখে ভারতের দূতাবাস ৷ নয়ডার বাসিন্দা সচিত কাপুর গত 7 মাস ধরে সিরিয়ায় ছিলেন ৷ পরিস্থিতি অশান্ত হয়ে ওঠায় বাকিদের সঙ্গে তিনিও দেশে ফিরে আসেন ৷ তিনি বলেন, "গত 7 ডিসেম্বর থেকে সেদেশে অবস্থার অবনতি ঘটে ৷ দামাস্কাসে পৌঁছে দেখি চারিদিকে আগুল জ্বলছে, বোমার ধোঁয়ায় ঢেকে গিয়েছে শহর ৷ আমরা 11 জন ছিলাম ৷ পরিস্থিতি দেখে আমরা সকলেই আতঙ্কিত হয়ে যাই ৷"

পেশায় ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার সচিত আরও বলেন, "ভারতীয় দূতাবাসের সাহায্যে আমরা কোনও সমস্যা ছাড়াই লেবাননে পৌঁছে গিয়েছিলাম ৷ সেখানে গিয়েও আমাদের কোনও সমস্যা হয়নি ৷" সুরক্ষিতভাবে তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রককে ধন্যবাদ জানান তিনি ৷

সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হওয়া মাত্রই সেদেশে বসবাসকারী নাগরিকদের জন্য উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লি ৷ প্রয়োজন না-থাকলে দ্রুত দেশে ফিরে আসার জন্যও নির্দেশিকা জারি করা হয় বিদেশ মন্ত্রকের তরফে ৷ সেই সঙ্গে, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দামাস্কাসের দূতাবাসের তরফে একটি ইমেল আইডি ও হেল্পলাইন নম্বর চালু করে ভারত ৷

ইতিমধ্য়ে, দামাস্কাস দখলের কথা ঘোষণা করে বিদ্রোহীরা ৷ সপরিবারে দেশ ছাড়েন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ ৷ পরিস্থিতি বেগতিক বুঝে নাগরিকদের দেশে ফিরিয়ে আনার কথা ঘোষণা করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল ৷ তিনি জানান, সিরিয়া থেকে 77 জন ভারতীয়কে ফিরিয়ে আনা হচ্ছে ৷ সেই ঘোষণার পরই শুরু হয় প্রক্রিয়া ৷ শনিবার সন্ধ্যায় নয়াদিল্লি বিমানবন্দরে এসে পৌঁছন ভারতীয়দের একটি দল ৷

পড়ুন: সিরিয়া থেকে নাগরিকদের দেশে ফিরিয়ে আনছে ভারত

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: বন্দুক হাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সমাজবিরোধীরা ৷ শেষ কয়েকটি দিন রীতিমতো আতঙ্কের পরিস্থিতির মধ্য়ে কেটেছে ৷ দেশে ফিরে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় তাঁদের অভিজ্ঞতার কথা শোনালেন ভারতীয়রা ৷ সেই সঙ্গে, 'নিরন্তর যোগাযোগ' রাখার জন্য় দামাস্কাসে ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানান তাঁরা ৷

গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়া ৷ হায়াত তাহিরির আল শ্যাম (HTS) সংগঠনের বিদ্রোহীদের দ্বারা ক্ষমতাচ্যুত হয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ৷ দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন তিনি ৷ এই আবহে সেই দেশে বসবাসকারী নাগরিকদের ফিরিয়ে আনার তৎপরতা শুরু করে দেয় ভারত ৷ শনিবার দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় ভারতীয়দের একটি দল ৷

বিমানবন্দরে পৌঁছেই নিজেদের অভিজ্ঞতার কথা জানান সেদেশে আটকে পড়া ভারতীয়রা ৷ আসাদ সরকারের পতনের পর কেমন ছিল সেখানে পরিবেশ ও পরিস্থিতি ? একে একে সেকথা জানান তাঁরা ৷ চণ্ডীগড়ের স্থানীয় বাসিন্দা সুনীল দত্ত বলেন, "ভয়ঙ্কর পরিস্থিতি ৷ চারিদিকে আগুন জ্বলছে, বোমার আওয়াজ, চারিদিকে কালো ধোঁয়া ৷ বন্দুক হাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সমাজবিরোধীরা ৷ দোকানে লুঠ চালাচ্ছে তারা ৷" সুনীলের কথায় রীতিমতো আতঙ্কের পরিবেশের তৈরি হয়েছে ৷

তবে নাগরিকদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ বজায় রাখে ভারতের দূতাবাস ৷ নয়ডার বাসিন্দা সচিত কাপুর গত 7 মাস ধরে সিরিয়ায় ছিলেন ৷ পরিস্থিতি অশান্ত হয়ে ওঠায় বাকিদের সঙ্গে তিনিও দেশে ফিরে আসেন ৷ তিনি বলেন, "গত 7 ডিসেম্বর থেকে সেদেশে অবস্থার অবনতি ঘটে ৷ দামাস্কাসে পৌঁছে দেখি চারিদিকে আগুল জ্বলছে, বোমার ধোঁয়ায় ঢেকে গিয়েছে শহর ৷ আমরা 11 জন ছিলাম ৷ পরিস্থিতি দেখে আমরা সকলেই আতঙ্কিত হয়ে যাই ৷"

পেশায় ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার সচিত আরও বলেন, "ভারতীয় দূতাবাসের সাহায্যে আমরা কোনও সমস্যা ছাড়াই লেবাননে পৌঁছে গিয়েছিলাম ৷ সেখানে গিয়েও আমাদের কোনও সমস্যা হয়নি ৷" সুরক্ষিতভাবে তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রককে ধন্যবাদ জানান তিনি ৷

সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হওয়া মাত্রই সেদেশে বসবাসকারী নাগরিকদের জন্য উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লি ৷ প্রয়োজন না-থাকলে দ্রুত দেশে ফিরে আসার জন্যও নির্দেশিকা জারি করা হয় বিদেশ মন্ত্রকের তরফে ৷ সেই সঙ্গে, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দামাস্কাসের দূতাবাসের তরফে একটি ইমেল আইডি ও হেল্পলাইন নম্বর চালু করে ভারত ৷

ইতিমধ্য়ে, দামাস্কাস দখলের কথা ঘোষণা করে বিদ্রোহীরা ৷ সপরিবারে দেশ ছাড়েন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ ৷ পরিস্থিতি বেগতিক বুঝে নাগরিকদের দেশে ফিরিয়ে আনার কথা ঘোষণা করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল ৷ তিনি জানান, সিরিয়া থেকে 77 জন ভারতীয়কে ফিরিয়ে আনা হচ্ছে ৷ সেই ঘোষণার পরই শুরু হয় প্রক্রিয়া ৷ শনিবার সন্ধ্যায় নয়াদিল্লি বিমানবন্দরে এসে পৌঁছন ভারতীয়দের একটি দল ৷

পড়ুন: সিরিয়া থেকে নাগরিকদের দেশে ফিরিয়ে আনছে ভারত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.