ETV Bharat / bharat

12 ঘণ্টার সুকৌশল অভিযান, 23 পাকিস্তানি নাগরিককে উদ্ধার করল ভারতীয় নৌসেনা - India Navy rescue Pakistani - INDIA NAVY RESCUE PAKISTANI

Indian Navy rescues Pakistani Nationals: জলদস্যুদের হাত থেকে পাকিস্তানি নাগরিকদের উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী ৷ ভারত মহাসাগরে এই অভিযান শুরু হয় শুক্রবার ভোরে ৷ 12 ঘণ্টা ধরে লাগাতার অভিযানে জলদস্যুরা আত্মসমর্পণ করতে বাধ্য হয় ৷

ETV Bharat
ইরানিয় জাহাজে দস্যু দমন অভিযান
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 8:14 AM IST

নয়াদিল্লি, 30 মার্চ: জলদস্যুদের হাত থেকে পাকিস্তানের নাগরিকদের রক্ষা করল ভারতীয় নৌসেনা ৷ ভারতীয় নৌবাহিনী সূত্রে খবর, ইরানের একটি জাহাজকে উদ্ধার করে ভারতীয় নৌসেনা ৷ ওই জাহাজেই ছিল 23 জন পাকিস্তানি ৷ 12 ঘণ্টা ধরে লাগাতার অভিযান চালানোর পর শুক্রবার নৌকাটিকে জলদস্যুদের হাত থেকে উদ্ধার করে ৷

শুক্রবার সন্ধ্যা নাগাদ ভারতীয় নৌবাহিনী জানায়, তারা একটি অপহৃত জাহাজ উদ্ধার অভিযানে নেমেছে ৷ কর্মীবোঝাই জাহাজটির দখল নেয় ন'জন সশস্ত্র দস্যু ৷ বৃহস্পতিবারই ওই জাহাজটিতে অভিযান চালায় ভারতীয় নৌসেনা ৷

সোশাল মিডিয়ায় নৌসেনার মুখপাত্র জানিয়েছে, "শুক্রবার ভোরেই এফভি 'আল কাম্বার'-এ অভিযান শুরু করেছিল আইএনএস সুমেধা ৷ পরে সুমেধাকে সাহায্য করে এই অভিযানে যোগ দেয় আইএনএস ত্রিশূল ৷ তাতে ক্ষেপণাস্ত্র ছোড়ার বন্দোবস্ত রয়েছে ৷" 12 ঘণ্টা ধরে সুকৌশলে অভিযান চলে ওই জাহাজে ৷ সেখানে থাকা জলদস্যুদের আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় ৷ দেখা যায়, জাহাজটিতে 23 জন পাকিস্তানের নাগরিক রয়েছে ৷ ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, ওই পাকিস্তানের নাগরিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে ৷ এই অভিযান চলার সময় ইরানের জাহাজটি ভারতীয় মহাসাগরের সোকোত্রা দ্বীপ থেকে 90 এনএম দূরে অবস্থান করছিল ৷ সোকোত্রা দ্বীপপুঞ্জটি ভারতীয় মহাসাগরের উত্তর-পশ্চিমে গাল্ফ অফ এডেনের কাছে অবস্থিত ৷

নৌ বিশেষজ্ঞের একটি দল এখন ওই জাহাজের স্যানিটাইজেশন করছে ৷ পাশাপাশি ওই জাহাজটিকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও চলছে, যাতে তারা আবার মাছ ধরার কাজকর্ম শুরু করতে পারে ৷

জলপথকে নিরাপদে রাখার অন্যতম অংশ জলদস্যুদের দমন, অ্যান্টি-মিসাইল এবং অ্যান্টি-ড্রোন অভিযান ৷ ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার 23 মার্চ জানিয়েছেন, ভারতীয় নৌবাহিনী 'ওপি সংকল্প'-এর অধীনে 100 দিন ধরে সমুদ্রকে সুরক্ষিত রাখতে অভিযান চালিয়েছে ৷ এই অভিযানে 45 জন ভারতীয় ও 65 জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. ভারত মহাসাগর ও আরব সাগরে জলদস্যু-চোরাচালানকারীদের বরাদস্ত করা হবে না, হুঁশিয়ারি রাজনাথের
  2. সোমালিয়ায় জলদস্যুদের কবলে জাহাজ ! 19 পাকিস্তানি নাগরিককে উদ্ধার ভারতীয় নৌসেনার

নয়াদিল্লি, 30 মার্চ: জলদস্যুদের হাত থেকে পাকিস্তানের নাগরিকদের রক্ষা করল ভারতীয় নৌসেনা ৷ ভারতীয় নৌবাহিনী সূত্রে খবর, ইরানের একটি জাহাজকে উদ্ধার করে ভারতীয় নৌসেনা ৷ ওই জাহাজেই ছিল 23 জন পাকিস্তানি ৷ 12 ঘণ্টা ধরে লাগাতার অভিযান চালানোর পর শুক্রবার নৌকাটিকে জলদস্যুদের হাত থেকে উদ্ধার করে ৷

শুক্রবার সন্ধ্যা নাগাদ ভারতীয় নৌবাহিনী জানায়, তারা একটি অপহৃত জাহাজ উদ্ধার অভিযানে নেমেছে ৷ কর্মীবোঝাই জাহাজটির দখল নেয় ন'জন সশস্ত্র দস্যু ৷ বৃহস্পতিবারই ওই জাহাজটিতে অভিযান চালায় ভারতীয় নৌসেনা ৷

সোশাল মিডিয়ায় নৌসেনার মুখপাত্র জানিয়েছে, "শুক্রবার ভোরেই এফভি 'আল কাম্বার'-এ অভিযান শুরু করেছিল আইএনএস সুমেধা ৷ পরে সুমেধাকে সাহায্য করে এই অভিযানে যোগ দেয় আইএনএস ত্রিশূল ৷ তাতে ক্ষেপণাস্ত্র ছোড়ার বন্দোবস্ত রয়েছে ৷" 12 ঘণ্টা ধরে সুকৌশলে অভিযান চলে ওই জাহাজে ৷ সেখানে থাকা জলদস্যুদের আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় ৷ দেখা যায়, জাহাজটিতে 23 জন পাকিস্তানের নাগরিক রয়েছে ৷ ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, ওই পাকিস্তানের নাগরিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে ৷ এই অভিযান চলার সময় ইরানের জাহাজটি ভারতীয় মহাসাগরের সোকোত্রা দ্বীপ থেকে 90 এনএম দূরে অবস্থান করছিল ৷ সোকোত্রা দ্বীপপুঞ্জটি ভারতীয় মহাসাগরের উত্তর-পশ্চিমে গাল্ফ অফ এডেনের কাছে অবস্থিত ৷

নৌ বিশেষজ্ঞের একটি দল এখন ওই জাহাজের স্যানিটাইজেশন করছে ৷ পাশাপাশি ওই জাহাজটিকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও চলছে, যাতে তারা আবার মাছ ধরার কাজকর্ম শুরু করতে পারে ৷

জলপথকে নিরাপদে রাখার অন্যতম অংশ জলদস্যুদের দমন, অ্যান্টি-মিসাইল এবং অ্যান্টি-ড্রোন অভিযান ৷ ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার 23 মার্চ জানিয়েছেন, ভারতীয় নৌবাহিনী 'ওপি সংকল্প'-এর অধীনে 100 দিন ধরে সমুদ্রকে সুরক্ষিত রাখতে অভিযান চালিয়েছে ৷ এই অভিযানে 45 জন ভারতীয় ও 65 জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. ভারত মহাসাগর ও আরব সাগরে জলদস্যু-চোরাচালানকারীদের বরাদস্ত করা হবে না, হুঁশিয়ারি রাজনাথের
  2. সোমালিয়ায় জলদস্যুদের কবলে জাহাজ ! 19 পাকিস্তানি নাগরিককে উদ্ধার ভারতীয় নৌসেনার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.