ETV Bharat / bharat

দেশের পারমাণবিক শক্তির ক্ষমতা বাড়বে 3 গুণ, লোকসভায় দাবি কেন্দ্রীয় মন্ত্রীর - INDIA TRIPLE ATOMIC POWER CAPACITY

দেশে পারমাণবিক শক্তির ধারণ ক্ষমতায় ব্যাপক উন্নতি হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷ আগামী 7 বছরে তা তিনগুণ হবে ৷

Union Minister Jitendra Singh at Lok Sabha
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (ছবি সৌজন্য: সংসদ টিভি)
author img

By PTI

Published : Dec 11, 2024, 5:26 PM IST

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: গত দশ বছরে দেশের পারমাণবিক শক্তির ধারণ ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়েছে ৷ গত কয়েক দশকে যা ছিল 4 হাজার 780 মেগাওয়াট, তা এখন পৌঁছেছে 8 হাজার 81 মেগাওয়াটে ৷ শুধু তাই নয়, 2031 সালের মধ্যে সেটি আরও বেড়ে তিনগুণ হবে । বুধবার লোকসভায় একথাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷

তিনি পারমাণবিক শক্তি ও মহাকাশ-সহ একাধিক দফতরের দায়িত্বে রয়েছেন ৷ এদিন জিতেন্দ্র সিং বলেন, " আমাদের সরকার যখন ক্ষমতায় আসে, তখন পারমাণবিক শক্তির মোট ধারণ ক্ষমতা ছিল 4 হাজার 780 মেগাওয়াট ৷ এখন, 2024 সালে তা বেড়ে 8 হাজার 81 মেগাওয়াট হয়েছে ৷ অর্থাৎ, গত 60 বছরেরও বেশি সময়ে যা ক্ষমতা ছিল, বিগত 10 বছরে ধারণ ক্ষমতা তার তুলনায় অনেকটা বেড়েছে ৷" এরপর 2031-32 সালে এই ক্ষমতা তিনগুণ হয়ে 22 হাজার 480 মেগাওয়াট হবে বলে তাঁর দাবি ৷

এর নেপথ্যে শুধু যে প্রযুক্তিগত উন্নতি রয়েছে, তা নয়, রাজনৈতিক ইচ্ছাশক্তিও কাজ করেছে বলে মত কেন্দ্রীয় মন্ত্রীর ৷ জিতেন্দ্র সিং বলেন, "দেশের মেধা ছিল, ক্ষমতাও ছিল ৷ কিন্তু যেটার অভাব ছিল তা হল রাজনৈতিক নেতৃত্ব ৷"

তামিলনাড়ুতে বিদ্যুৎ শক্তি বণ্টনের ব্যবস্থাপনা এবং প্রজেক্টের দেরি সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) দায়িত্বে থাকা মন্ত্রী জিতেন্দ্র সিং ৷ তিনি বলেন, "এখন 50 শতাংশ বিদ্যুৎ যে রাজ্যে উৎপাদন হচ্ছে তার, 35 শতাংশ প্রতিবেশী রাজ্যগুলির জন্য এবং 15 শতাংশ বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডের জন্য বরাদ্দ করা আছে ৷ এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সারমর্ম ৷"

তিনি স্বীকার করে নেন, তিরুনেলভেলিতে একটি প্রজেক্টের কাজ স্থগিত রয়েছে ৷ এতে রাজ্যের বিদ্যুৎ ধারণ ক্ষমতার প্রসারণে দেরি হচ্ছে ৷ একই সঙ্গে জিতেন্দ্র সিং মনে করিয়ে দেন, কুন্দানকুলাম ও কলাপক্কমের সাফল্যের কথা ৷ এই দুটো কেন্দ্রে এখন 4টে অপারেশনাল ইউনিট রয়েছে ৷ এই দু'টি ইউনিট-ই 2014 সালের পর থেকে গতি পেয়েছে ৷

পরমাণু শক্তির ব্যবহারের কথাও উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ তিনি বলেন, "বিশ্বে যে দেশগুলি পারমাণবিক শক্তিকে শান্তিপূর্ণ এবং উদ্ভাবনের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, তাদের মধ্যে অন্যতম ভারত ৷" ভারতের থোরিয়াম সংরক্ষণ নিয়ে তিনি জানান, ভারতের কাছে বিশ্বের 21 শতাংশ থোরিয়াম রয়েছে ৷

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: গত দশ বছরে দেশের পারমাণবিক শক্তির ধারণ ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়েছে ৷ গত কয়েক দশকে যা ছিল 4 হাজার 780 মেগাওয়াট, তা এখন পৌঁছেছে 8 হাজার 81 মেগাওয়াটে ৷ শুধু তাই নয়, 2031 সালের মধ্যে সেটি আরও বেড়ে তিনগুণ হবে । বুধবার লোকসভায় একথাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷

তিনি পারমাণবিক শক্তি ও মহাকাশ-সহ একাধিক দফতরের দায়িত্বে রয়েছেন ৷ এদিন জিতেন্দ্র সিং বলেন, " আমাদের সরকার যখন ক্ষমতায় আসে, তখন পারমাণবিক শক্তির মোট ধারণ ক্ষমতা ছিল 4 হাজার 780 মেগাওয়াট ৷ এখন, 2024 সালে তা বেড়ে 8 হাজার 81 মেগাওয়াট হয়েছে ৷ অর্থাৎ, গত 60 বছরেরও বেশি সময়ে যা ক্ষমতা ছিল, বিগত 10 বছরে ধারণ ক্ষমতা তার তুলনায় অনেকটা বেড়েছে ৷" এরপর 2031-32 সালে এই ক্ষমতা তিনগুণ হয়ে 22 হাজার 480 মেগাওয়াট হবে বলে তাঁর দাবি ৷

এর নেপথ্যে শুধু যে প্রযুক্তিগত উন্নতি রয়েছে, তা নয়, রাজনৈতিক ইচ্ছাশক্তিও কাজ করেছে বলে মত কেন্দ্রীয় মন্ত্রীর ৷ জিতেন্দ্র সিং বলেন, "দেশের মেধা ছিল, ক্ষমতাও ছিল ৷ কিন্তু যেটার অভাব ছিল তা হল রাজনৈতিক নেতৃত্ব ৷"

তামিলনাড়ুতে বিদ্যুৎ শক্তি বণ্টনের ব্যবস্থাপনা এবং প্রজেক্টের দেরি সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) দায়িত্বে থাকা মন্ত্রী জিতেন্দ্র সিং ৷ তিনি বলেন, "এখন 50 শতাংশ বিদ্যুৎ যে রাজ্যে উৎপাদন হচ্ছে তার, 35 শতাংশ প্রতিবেশী রাজ্যগুলির জন্য এবং 15 শতাংশ বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডের জন্য বরাদ্দ করা আছে ৷ এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সারমর্ম ৷"

তিনি স্বীকার করে নেন, তিরুনেলভেলিতে একটি প্রজেক্টের কাজ স্থগিত রয়েছে ৷ এতে রাজ্যের বিদ্যুৎ ধারণ ক্ষমতার প্রসারণে দেরি হচ্ছে ৷ একই সঙ্গে জিতেন্দ্র সিং মনে করিয়ে দেন, কুন্দানকুলাম ও কলাপক্কমের সাফল্যের কথা ৷ এই দুটো কেন্দ্রে এখন 4টে অপারেশনাল ইউনিট রয়েছে ৷ এই দু'টি ইউনিট-ই 2014 সালের পর থেকে গতি পেয়েছে ৷

পরমাণু শক্তির ব্যবহারের কথাও উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ তিনি বলেন, "বিশ্বে যে দেশগুলি পারমাণবিক শক্তিকে শান্তিপূর্ণ এবং উদ্ভাবনের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, তাদের মধ্যে অন্যতম ভারত ৷" ভারতের থোরিয়াম সংরক্ষণ নিয়ে তিনি জানান, ভারতের কাছে বিশ্বের 21 শতাংশ থোরিয়াম রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.