ETV Bharat / bharat

আলোচনা-কূটনীতিকে সমর্থন করে ভারত, যুদ্ধকে নয়; দাবি মোদির - PM MODI AT BRICS SUMMIT

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার পক্ষে আবারও সওয়াল করলেন মোদি ৷ সন্ত্রাসবাদের মোকাবিলায় বিভিন্ন দেশকে সক্রিয় পদক্ষেপ নেওয়ার বার্তাও দিলেন তিনি ৷

PM Narendra Modi at Kazan Russia
কাজান শহরে ব্রিকস গোষ্ঠীর সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি (ছবি সৌজন্য: সমাজ মাধ্যম)
author img

By PTI

Published : Oct 23, 2024, 7:44 PM IST

কাজান, 23 অক্টোবর: ভারত আলোচনা এবং কূটনীতিকে সমর্থন করে, যুদ্ধকে নয় ৷ বুধবার রাশিয়ার কাজানে ব্রিকস গোষ্ঠীর সম্মেলনে দ্ব্যর্থহীন ভাষায় এ কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হোক, এই বার্তা আগেও দিয়েছেন তিনি ৷ 16তম ব্রিকস সম্মেলনে রাশিয়ার মাটিতে দাঁড়িয়ে বিশ্বনেতাদের সামনে সেই কথাই আবারও বললেন ভারতের প্রধানমন্ত্রী ৷

কাজান শহরে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আমরা আলোচনা এবং কূটনীতির পক্ষে, যুদ্ধের পক্ষে নই ৷ আমরা সবাই একসঙ্গে কোভিডের মতো চ্যালেঞ্জকে জয় করেছি ৷ আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত, শক্তিশালী এবং সমৃদ্ধ একটি ভবিষ্যৎ সুনিশ্চিত করতে নতুন সুযোগের ব্যবস্থাও আমরা নিশ্চিত করতে পারব ৷"

যুদ্ধের পাশাপাশি সন্ত্রাসবাদ রুখতেও তিনি কড়া বার্তা দিয়েছেন ৷ রাষ্ট্রসংঘে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করার প্রস্তাব দিয়েছিল ভারত ৷ সেই প্রস্তাবের বিরোধিতা করে চিন ৷ এছাড়া সম্প্রতি কানাডার সঙ্গে কূটনৈতিক সংঘাত চলছে ভারতের ৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলায় দু'রকম অবস্থানের কোনও জায়গা নেই ৷ এই আন্তর্জাতিক মঞ্চ থেকেই তরুণ প্রজন্মের কট্টরপন্থী হওয়া রুখতে সক্রিয় পদক্ষেপ করা প্রয়োজন বলেও মনে করেন মোদি ৷

প্রধানমন্ত্রী বলেন, "আমাদের দেশগুলিতে তরুণদের মৌলবাদী হয়ে ওঠা বন্ধ করতে সক্রিয় পদক্ষেপ করা দরকার ৷ রাষ্ট্রসংঘে জঙ্গিবাদ মোকাবিলায় 'কমপ্রিহেনসিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেরোরিজমের' মতো বিষয়টি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে ৷ এর জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে ৷"

ব্রিকস গোষ্ঠীর এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-সহ বিভিন্ন দেশের নেতারা ৷ বিশ্বনেতাদের সামনেই প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গ উত্থাপন করেন ৷ বক্তৃতায় তিনি বলেন, "সন্ত্রাসবাদ এবং তাতে অর্থনৈতিক মদত দেওয়া রুখতে আমাদের সবার মানসিকতা এক হতে হবে, সবার দৃঢ় সমর্থন প্রয়োজন ৷ এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে দু'রকম অবস্থানের কোনও স্থান নেই ৷"

এখানেই তাঁর কথায় উঠে আসে সাইবার নিরাপত্ত এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মতো আন্তর্জাতিক বিষয়ও ৷ প্রধানমন্ত্রী মোদি বলেন, "একইভাবে বিশ্বে সাইবার নিরাপত্তা এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকেও আমাদের সুরক্ষিত করতে হবে ৷ তার জন্য আন্তর্জাতিক নিয়ম-নীতি কার্যকর করা প্রয়োজন ৷"

ব্রিকস গোষ্ঠীতে নতুন দেশের অন্তর্ভুক্তিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "সবার সম্মতিক্রমেই সকল সিদ্ধান্ত নেওয়া উচিত ৷ এক্ষেত্রে ব্রিকস গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলির দৃষ্টিভঙ্গিকে সম্মান জানানো উচিত ৷ জোহানেসবার্গ সম্মেলনে যে নীতি, মান, যোগ্যতা এবং প্রক্রিয়াগুলি গ্রহণ করা হয়েছিল সেগুলি সব সদস্য এবং অংশীদারি দেশকে জানাতে হবে ৷"

তাঁর বক্তৃতায় উঠে আসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-সহ বিশ্বের অন্য সংস্থাগুলির সংস্কারের কথাও ৷ প্রধানমন্ত্রী বলেন, "রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ, বহুস্তরীয় উন্নয়নমূলক ব্যাঙ্ক এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কার প্রয়োজন এবং তা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষও করতে হবে ৷"

অন্য একটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, ব্রিকস গোষ্ঠী বিশ্বের অন্য কোনও প্রতিষ্ঠানকে সরিয়ে তার জায়গা নেবে, এমন ধারণা যেন তৈরি না হয় ৷ বিশ্বের দক্ষিণ গোলার্ধের দেশগুলির আশা, আকাঙ্ক্ষাগুলিকে মাথায় রেখে কাজ করতে হবে ব্রিকসকে ৷

কাজান, 23 অক্টোবর: ভারত আলোচনা এবং কূটনীতিকে সমর্থন করে, যুদ্ধকে নয় ৷ বুধবার রাশিয়ার কাজানে ব্রিকস গোষ্ঠীর সম্মেলনে দ্ব্যর্থহীন ভাষায় এ কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হোক, এই বার্তা আগেও দিয়েছেন তিনি ৷ 16তম ব্রিকস সম্মেলনে রাশিয়ার মাটিতে দাঁড়িয়ে বিশ্বনেতাদের সামনে সেই কথাই আবারও বললেন ভারতের প্রধানমন্ত্রী ৷

কাজান শহরে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আমরা আলোচনা এবং কূটনীতির পক্ষে, যুদ্ধের পক্ষে নই ৷ আমরা সবাই একসঙ্গে কোভিডের মতো চ্যালেঞ্জকে জয় করেছি ৷ আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত, শক্তিশালী এবং সমৃদ্ধ একটি ভবিষ্যৎ সুনিশ্চিত করতে নতুন সুযোগের ব্যবস্থাও আমরা নিশ্চিত করতে পারব ৷"

যুদ্ধের পাশাপাশি সন্ত্রাসবাদ রুখতেও তিনি কড়া বার্তা দিয়েছেন ৷ রাষ্ট্রসংঘে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করার প্রস্তাব দিয়েছিল ভারত ৷ সেই প্রস্তাবের বিরোধিতা করে চিন ৷ এছাড়া সম্প্রতি কানাডার সঙ্গে কূটনৈতিক সংঘাত চলছে ভারতের ৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলায় দু'রকম অবস্থানের কোনও জায়গা নেই ৷ এই আন্তর্জাতিক মঞ্চ থেকেই তরুণ প্রজন্মের কট্টরপন্থী হওয়া রুখতে সক্রিয় পদক্ষেপ করা প্রয়োজন বলেও মনে করেন মোদি ৷

প্রধানমন্ত্রী বলেন, "আমাদের দেশগুলিতে তরুণদের মৌলবাদী হয়ে ওঠা বন্ধ করতে সক্রিয় পদক্ষেপ করা দরকার ৷ রাষ্ট্রসংঘে জঙ্গিবাদ মোকাবিলায় 'কমপ্রিহেনসিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেরোরিজমের' মতো বিষয়টি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে ৷ এর জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে ৷"

ব্রিকস গোষ্ঠীর এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-সহ বিভিন্ন দেশের নেতারা ৷ বিশ্বনেতাদের সামনেই প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গ উত্থাপন করেন ৷ বক্তৃতায় তিনি বলেন, "সন্ত্রাসবাদ এবং তাতে অর্থনৈতিক মদত দেওয়া রুখতে আমাদের সবার মানসিকতা এক হতে হবে, সবার দৃঢ় সমর্থন প্রয়োজন ৷ এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে দু'রকম অবস্থানের কোনও স্থান নেই ৷"

এখানেই তাঁর কথায় উঠে আসে সাইবার নিরাপত্ত এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মতো আন্তর্জাতিক বিষয়ও ৷ প্রধানমন্ত্রী মোদি বলেন, "একইভাবে বিশ্বে সাইবার নিরাপত্তা এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকেও আমাদের সুরক্ষিত করতে হবে ৷ তার জন্য আন্তর্জাতিক নিয়ম-নীতি কার্যকর করা প্রয়োজন ৷"

ব্রিকস গোষ্ঠীতে নতুন দেশের অন্তর্ভুক্তিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "সবার সম্মতিক্রমেই সকল সিদ্ধান্ত নেওয়া উচিত ৷ এক্ষেত্রে ব্রিকস গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলির দৃষ্টিভঙ্গিকে সম্মান জানানো উচিত ৷ জোহানেসবার্গ সম্মেলনে যে নীতি, মান, যোগ্যতা এবং প্রক্রিয়াগুলি গ্রহণ করা হয়েছিল সেগুলি সব সদস্য এবং অংশীদারি দেশকে জানাতে হবে ৷"

তাঁর বক্তৃতায় উঠে আসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-সহ বিশ্বের অন্য সংস্থাগুলির সংস্কারের কথাও ৷ প্রধানমন্ত্রী বলেন, "রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ, বহুস্তরীয় উন্নয়নমূলক ব্যাঙ্ক এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কার প্রয়োজন এবং তা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষও করতে হবে ৷"

অন্য একটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, ব্রিকস গোষ্ঠী বিশ্বের অন্য কোনও প্রতিষ্ঠানকে সরিয়ে তার জায়গা নেবে, এমন ধারণা যেন তৈরি না হয় ৷ বিশ্বের দক্ষিণ গোলার্ধের দেশগুলির আশা, আকাঙ্ক্ষাগুলিকে মাথায় রেখে কাজ করতে হবে ব্রিকসকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.