কলকাতা, 15 জুলাই: গ্রামীণ ডাক সেবকের 44 হাজার 228 শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ডাক বিভাগ ৷ ওই বিজ্ঞপ্তি অনুসারে, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তর-পূর্ব ভারত, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড-সহ 23টি স্থানে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে ।
চাকরির জন্য আবেদন করতে পারবেন সোমবার অর্থাৎ 15 জুলাই থেকে ৷ গ্রামীণ ডাক সেবক পদে আবেদনের জন্য যেতে হবে ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে indiapostgdsonline.gov.in । আবেদনের ফি 100 টাকা । দশম শ্রেণির পরীক্ষার ফলের ভিত্তিতে গ্রামীণ ডাক সেবকের পদের প্রার্থীদের নির্বাচন হবে।
গ্রামীণ ডাক সেবক পদে কারা আবেদন করতে পারবে?
যেসব প্রার্থীর দশম শ্রেণির পরীক্ষায় গণিত এবং ইংরেজি ছিল এবং এই বিষয়গুলি-সহ দশম শ্রেণির পরীক্ষায় পাশ করেছেন, তারা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। এর পাশাপাশি সকল আবেদনকারীকে সাইকেল চালাতে জানতে হবে ৷ কম্পিউটার জানাও বাধ্যতামূলক ৷ আবেদনকারীকে একটি স্বীকৃত বোর্ড থেকে দশম পাশ করতে হবে ৷ স্থানীয় ভাষাও জানতে হবে ৷
একই সঙ্গে প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ছাড় দেওয়া হবে। এ ক্ষেত্রে তফসিলি জাতি/তফসিলি উপজাতিদের জন্য 5 বছর, অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য 3 বছর, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের 10 বছরের উপরে সর্বোচ্চ বয়সসীমায় ছাড় দেওয়া হবে৷ তবে অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের জন্য বয়সের ক্ষেত্রে কোনও শিথিলতা নেই ৷
গ্রামীণ ডাক সেবক পদে কীভাবে আবেদন করবেন?
- প্রথম ধাপ: indiapostgdsonline.gov.in অফিসিয়াল ওয়েবসাইট যান।
- দ্বিতীয় ধাপ: ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক (জিডিএস) নিয়োগ 2024 লিঙ্কে ক্লিক করুন ।
- তৃতীয় ধাপ: রেজিস্ট্রেশনের ফি দিন ।
- চতুর্থ ধাপ: প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- পঞ্চম ধাপ: প্রয়োজনীয় বিবরণ-সহ আবেদনপত্র পূরণ করুন এবং জমা দিন।
- ষষ্ঠ ধাপ: আবেদনপত্রটি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের জন্য ফর্মের একটি প্রিন্টআউট নিয়ে রাখুন।
তবে আবেদনকারীদের অবশ্যই ফর্ম পূরণের সময় বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিতে হবে । যাতে পরবর্তীকালে ডাক বিভাগ কর্তৃপক্ষ ওই ইমেল বা ফোন নম্বারে যোগাযোগ করতে পারে । ওয়াবসাইটে সমস্ত প্রয়োজনীয় নথি যাচাইয়ের সময় আবেদনকারীদের অবশ্যই উপস্থিত থাকতে হবে। ফি একবার পরিশোধ করা হলে কোনোভাবেই সেটা ফেরত পাওয়া যাবে না। তাই ভালো করে দেখেশুনে ফর্ম ফিলাপ ও ফি জমা দিতে হবে ৷
গ্রামীণ ডাক সেবকের মাইনে কত ?
গ্রামীণ ডাক সেবক নিয়োগে দুটি পদ রয়েছে ৷ একটি হল সহকারী শাখা পোস্টমাস্টার এবং শাখা পোস্ট মাস্টার। সহকারী শাখা পোস্টমাস্টারের বেতন স্কেল 10000 থেকে 24,470 টাকার মধ্যে। যদিও শাখা পোস্টমাস্টারের বেতন স্কেল 12000 থেকে 29,380 টাকার মধ্যে। চৌকিদার পদে যারা নির্বাচিত হবেন তারা মাসিক 20,000 টাকা বেতন পাবেন ৷