ETV Bharat / bharat

মাঙ্কিপক্সে বিশ্বে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী ! সীমান্তে সতর্কতার নির্দেশ - Mpox Cases in World

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 20, 2024, 10:15 AM IST

Updated : Aug 20, 2024, 10:24 AM IST

Mpox Cases: বিশ্বজুড়ে মাঙ্কিপক্স বা এমপক্স ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ৷ প্রতিবেশী দেশ পাকিস্তানে 4জন আক্রান্তের খবর মিলেছে ৷ এই পরিস্থিতিতে আগে থাকতেই সতর্ক ভারত সরকার ৷

Mpox Cases
বিশ্বে এমপক্স ভাইরাসের প্রাদুর্ভাব (প্রতীকী ছবি)

নয়াদিল্লি, 20 অগস্ট: বিশ্বের একাধিক দেশে এমপক্স আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বিমানবন্দর, বন্দর, সীমান্ত কর্তৃপক্ষকে সজাগ থাকার নির্দেশ দিল ৷

সরকারি সূত্র সংবাদসংস্থা এএনআইকে বলে, "বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন বিমানবন্দর, বন্দর এবং সীমান্তবর্তী এলাকাগুলিকে সতর্ক করেছি ৷ সফদরগঞ্জ হাসপাতাল, রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং লেডি হার্ডিঞ্জের মতো সরকারি হাসপাতালগুলিতে আইসোলেশনের ব্যবস্থা রয়েছে ৷" কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মাঙ্কিপক্স নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে একটি বৈঠক করে ৷ মাঙ্কিপক্সের এই নতুন ভাইরাসটি আগের থেকে আলাদা ৷

সূত্র জানিয়েছে, "গত সপ্তাহে আমরা রাজ্য এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি)-র সঙ্গে বৈঠক করি ৷ দেশের যে যে জায়গাগুলি দিয়ে অন্য দেশ থেকে মানুষ ভারতে ঢুকছে, সেই জায়গাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷ এমপক্স ভাইরাসের সঙ্গে কোভিডের কোনও সম্পর্ক নেই ৷ আধিকারিকরা হাসপাতালে রয়েছেন ৷ 32টি আইসিএমআর কেন্দ্রে এমপক্সের পরীক্ষা করা যাবে ৷ এমপক্সের লক্ষণগুলি চিকেনপক্সের মতোই ৷ এতে মৃত্যুর হার অনেক বেশি ৷ তবে ভারতে এর প্রকোপ হওয়ার আশঙ্কা কম ৷ এই ভাইরাসে আক্রান্ত হলে গায়ে ব়্যাশ বের হয় ৷"

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ্যসচিব পিকে মিশ্র একটি পর্যালোচনামূলক বৈঠক করেছিলেন ৷ সেখানে দেশ এমপক্সের মোকাবিলায় কতটা প্রস্তুত, তা নিয়ে আলোচনা হয় ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্সকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা বলে ঘোষণা করেছে ৷ সোমবার পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, চারজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গত জানুয়ারি মাসে আফ্রিকার কঙ্গোয় এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয় ৷ এখনও পর্যন্ত 27 হাজার আক্রান্তের খবর পাওয়া গিয়েছে ৷ মৃত্যুর সংখ্যা 1 হাজার 100 জনেরও বেশি ৷ প্রধানত শিশুরাই এতে বেশি আক্রান্ত হচ্ছে ৷

নয়াদিল্লি, 20 অগস্ট: বিশ্বের একাধিক দেশে এমপক্স আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বিমানবন্দর, বন্দর, সীমান্ত কর্তৃপক্ষকে সজাগ থাকার নির্দেশ দিল ৷

সরকারি সূত্র সংবাদসংস্থা এএনআইকে বলে, "বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন বিমানবন্দর, বন্দর এবং সীমান্তবর্তী এলাকাগুলিকে সতর্ক করেছি ৷ সফদরগঞ্জ হাসপাতাল, রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং লেডি হার্ডিঞ্জের মতো সরকারি হাসপাতালগুলিতে আইসোলেশনের ব্যবস্থা রয়েছে ৷" কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মাঙ্কিপক্স নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে একটি বৈঠক করে ৷ মাঙ্কিপক্সের এই নতুন ভাইরাসটি আগের থেকে আলাদা ৷

সূত্র জানিয়েছে, "গত সপ্তাহে আমরা রাজ্য এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি)-র সঙ্গে বৈঠক করি ৷ দেশের যে যে জায়গাগুলি দিয়ে অন্য দেশ থেকে মানুষ ভারতে ঢুকছে, সেই জায়গাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷ এমপক্স ভাইরাসের সঙ্গে কোভিডের কোনও সম্পর্ক নেই ৷ আধিকারিকরা হাসপাতালে রয়েছেন ৷ 32টি আইসিএমআর কেন্দ্রে এমপক্সের পরীক্ষা করা যাবে ৷ এমপক্সের লক্ষণগুলি চিকেনপক্সের মতোই ৷ এতে মৃত্যুর হার অনেক বেশি ৷ তবে ভারতে এর প্রকোপ হওয়ার আশঙ্কা কম ৷ এই ভাইরাসে আক্রান্ত হলে গায়ে ব়্যাশ বের হয় ৷"

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ্যসচিব পিকে মিশ্র একটি পর্যালোচনামূলক বৈঠক করেছিলেন ৷ সেখানে দেশ এমপক্সের মোকাবিলায় কতটা প্রস্তুত, তা নিয়ে আলোচনা হয় ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্সকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা বলে ঘোষণা করেছে ৷ সোমবার পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, চারজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গত জানুয়ারি মাসে আফ্রিকার কঙ্গোয় এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয় ৷ এখনও পর্যন্ত 27 হাজার আক্রান্তের খবর পাওয়া গিয়েছে ৷ মৃত্যুর সংখ্যা 1 হাজার 100 জনেরও বেশি ৷ প্রধানত শিশুরাই এতে বেশি আক্রান্ত হচ্ছে ৷

Last Updated : Aug 20, 2024, 10:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.