নয়াদিল্লি, 27 জানুয়ারি: ভারতের সঙ্গে মোট নয়টি চুক্তি স্বাক্ষর করল ফ্রান্স ৷ সম্প্রতি ভারত সফরে এসেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ৷ জয়পুর থেকে দু'দিনের ভারত সফর শুরু করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ৷ শুক্রবার প্রথমবার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি ৷ এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা হয় ম্যাক্রোঁর ৷ এর ফলস্বরূপ একাধিক চুক্তিতে সাক্ষর হয়েছে দু'দেশের মধ্যে ৷ ভারত ও ফ্রান্স শুক্রবার গুরুত্বপূর্ণ সামরিক হার্ডওয়্যার-সহ প্রতিরক্ষা শিল্পের রোডম্যাপ উন্মোচন করেছে ৷ এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর মধ্যে আলোচনার পর যৌথভাবে এইচ125 হেলিকপ্টার তৈরি করার ঘোষণা করেছে টাটা গ্রুপ এবং এয়ারবাস ।
পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেছেন, "18 থেকে 35 বছর বয়সের মধ্যে পেশাদারদের আদান-প্রদানের স্কিম এবং ফরাসি প্রতিষ্ঠানগুলিতে ভারতীয় স্নাতকোত্তর প্রাক্তন ছাত্রদের জন্য পাঁচ বছরের বৈধতার সঙ্গে শেনজেন ভিসা সক্রিয়করণের প্রকল্প জয়পুরে বৃহস্পতিবার মোদি-ম্যাক্রোঁর মধ্যে আলোচনায় অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে ছিল । উভয় পক্ষ মোট নয়টি চুক্তি স্বাক্ষর করেছে, যা প্রতিরক্ষা-মহাকাশ অংশীদারিত্ব, স্যাটেলাইট উৎক্ষেপণ স্বাস্থ্যসেবা খাতে বৃদ্ধি এবং বৈজ্ঞানিক গবেষণা-সহ বিপুল সংখ্যক ক্ষেত্রে সহযোগিতা প্রদান করবে ।"
চুক্তিতে প্রতিরক্ষা শিল্প রোডম্যাপ এবং টাটা-এয়ারবাস চুক্তি অন্তর্ভুক্ত ছিল । উভয় পক্ষ আইফেল টাওয়ারে ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) চালু করার ঘোষণা করেছে । একটি মিডিয়া ব্রিফিংয়ে কোয়াত্রা জানান, উভয় পক্ষই বেসামরিক-পারমাণবিক শক্তি সহযোগিতাকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে এবং ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর) নিয়ে খুব ইতিবাচক আলোচনা হয়েছে ।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, লোহিত সাগর-সহ মধ্যপ্রাচ্যে সংঘাতের আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মোদি এবং ম্যাক্রোঁও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, যার ইতিমধ্যেই উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রভাব রয়েছে। তারা লোহিত সাগরে নৌচলাচলের স্বাধীনতা বজায় রাখার এবং সমুদ্রের আন্তর্জাতিক আইনকে সম্মান করার সর্বোচ্চ গুরুত্বের কথা বলেছেন । এই বিষয়ে ওই অঞ্চলে সমন্বয়ের মাধ্যমে প্রচেষ্টার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ।
আরও পড়ুন: