ETV Bharat / bharat

একে অপরের বিরুদ্বে লড়লেও ঐক্য অটুট, দিল্লি থেকে বার্তা ইন্ডিয়া জোটের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিকে বিজেপির বিরোধী শক্তির বিরুদ্ধে রাষ্ট্রকে ব্যবহার বলে অভিযোগ তুলল 'ইন্ডিয়া' জোট ৷ আজ দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের জনসভার শুরু থেকে শেষ পর্যন্ত কেজরিওয়ালের গ্রেফতারি ও বিরোধীদের একতার বার্তা দেওয়ার চেষ্টা করল কংগ্রেস, আপ, সমাজবাদী পার্টির নেতৃত্বরা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 8:34 PM IST

নয়াদিল্লি, 31 মার্চ: দিল্লিতে একজোট হল 'ইন্ডিয়া' জোটের সদস্য দলগুলি ৷ সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাষ্ট্রীয় শক্তিকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করার অভিযোগ উঠল ৷ এমনকী কিছু কিছু রাজ্য বিরোধীরা একে অপরের বিপক্ষে লড়াই করলেও, মোদির বিরোধিতায় তাঁরা সবসময় একজোট বলেও দাবি করা হল ৷ উল্লেখ্য, এদিনের এই সভায় বিরোধী জোটের মুখ্যমন্ত্রীদের গ্রেফতারি নিয়েও সরব হলেন রাহুল গান্ধি থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব উদ্ধব ঠাকরেরা ৷

রাহুল গান্ধি এদিন মোদির বিরুদ্ধে নির্বাচনে ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন ৷ তাঁর দাবি, নির্বাচনকে প্রভাবিত না করে বিজেপির 400 আসন জেতা কখনই সম্ভব নয় ৷ নির্বাচনে রিগিং না করে 180 আসনও বিজেপি পার করতে পারবে না বলে দাবি করেন কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি ৷ তবে, একতার কথা বললেও, পঞ্জাবে আপের বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস ৷ এনিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "আমরা পঞ্জাবে আপের বিরুদ্ধে লড়াই করছি ৷ তবে, আমরা সবাই সংবিধানকে বাঁচাতে সবসসময় ঐক্যবদ্ধ থাকব ৷ আমরা 'ইন্ডিয়া' জোটের ছিলাম, আছি ও থাকব ৷"

উল্লেখ্য, এদিন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দিয়ে প্রচার শুরু করেন ৷ সেখান থেকে তিনি স্পষ্ট ভাষা জানিয়েছেন, 'ইন্ডিয়া' জোট নিয়ে তিনি পড়ে ভাববেন ৷ এরাজ্যে তৃণমূল এককভাবে লড়ছে ৷ তাই কংগ্রেস বা বাম, যে কোনও পক্ষ 'ইন্ডিয়া' জোটের নামে ভোট চাইতে এলে বিশ্বাস করতে নিষেধ করেছেন মমতা ৷ কারণ, এরাজ্যে 'ইন্ডিয়া' জোটের একমাত্র দল তৃণমূল বলেই দাবি তাঁর ৷ মমতা যখন কৃষ্ণনগর থেকে একথা বলছেন, ঠিক তখনই দিল্লির 'ইন্ডিয়া' জোটের সভামঞ্চে দেখা গেল তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে ৷ তিনি আবার তৃণমূল নেত্রীর উলটো কথা বললেন এদিন দিল্লিতে ৷ দিল্লির সভা থেকে অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনের গ্রেফতারি নিয়ে সরব হল সব বিরোধী রাজনৈতিক দলগুলি ৷

আরও পড়ুন:

  1. কংগ্রেসকে নয়া আইটি নোটিশ, ট্যাক্সের পরিমাণ বেড়ে 3567 কোটি
  2. ভোটে 'ম্যাচ-ফিক্সিং' করার চেষ্টা করছেন মোদি, বিস্ফোরক অভিযোগ রাহুলের
  3. বাংলায় ফের একা লড়ার বার্তা মমতার, জল্পনা বাড়ালেন 'ইন্ডিয়া'র ভবিষ্যৎ নিয়ে

নয়াদিল্লি, 31 মার্চ: দিল্লিতে একজোট হল 'ইন্ডিয়া' জোটের সদস্য দলগুলি ৷ সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাষ্ট্রীয় শক্তিকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করার অভিযোগ উঠল ৷ এমনকী কিছু কিছু রাজ্য বিরোধীরা একে অপরের বিপক্ষে লড়াই করলেও, মোদির বিরোধিতায় তাঁরা সবসময় একজোট বলেও দাবি করা হল ৷ উল্লেখ্য, এদিনের এই সভায় বিরোধী জোটের মুখ্যমন্ত্রীদের গ্রেফতারি নিয়েও সরব হলেন রাহুল গান্ধি থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব উদ্ধব ঠাকরেরা ৷

রাহুল গান্ধি এদিন মোদির বিরুদ্ধে নির্বাচনে ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন ৷ তাঁর দাবি, নির্বাচনকে প্রভাবিত না করে বিজেপির 400 আসন জেতা কখনই সম্ভব নয় ৷ নির্বাচনে রিগিং না করে 180 আসনও বিজেপি পার করতে পারবে না বলে দাবি করেন কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি ৷ তবে, একতার কথা বললেও, পঞ্জাবে আপের বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস ৷ এনিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "আমরা পঞ্জাবে আপের বিরুদ্ধে লড়াই করছি ৷ তবে, আমরা সবাই সংবিধানকে বাঁচাতে সবসসময় ঐক্যবদ্ধ থাকব ৷ আমরা 'ইন্ডিয়া' জোটের ছিলাম, আছি ও থাকব ৷"

উল্লেখ্য, এদিন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দিয়ে প্রচার শুরু করেন ৷ সেখান থেকে তিনি স্পষ্ট ভাষা জানিয়েছেন, 'ইন্ডিয়া' জোট নিয়ে তিনি পড়ে ভাববেন ৷ এরাজ্যে তৃণমূল এককভাবে লড়ছে ৷ তাই কংগ্রেস বা বাম, যে কোনও পক্ষ 'ইন্ডিয়া' জোটের নামে ভোট চাইতে এলে বিশ্বাস করতে নিষেধ করেছেন মমতা ৷ কারণ, এরাজ্যে 'ইন্ডিয়া' জোটের একমাত্র দল তৃণমূল বলেই দাবি তাঁর ৷ মমতা যখন কৃষ্ণনগর থেকে একথা বলছেন, ঠিক তখনই দিল্লির 'ইন্ডিয়া' জোটের সভামঞ্চে দেখা গেল তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে ৷ তিনি আবার তৃণমূল নেত্রীর উলটো কথা বললেন এদিন দিল্লিতে ৷ দিল্লির সভা থেকে অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনের গ্রেফতারি নিয়ে সরব হল সব বিরোধী রাজনৈতিক দলগুলি ৷

আরও পড়ুন:

  1. কংগ্রেসকে নয়া আইটি নোটিশ, ট্যাক্সের পরিমাণ বেড়ে 3567 কোটি
  2. ভোটে 'ম্যাচ-ফিক্সিং' করার চেষ্টা করছেন মোদি, বিস্ফোরক অভিযোগ রাহুলের
  3. বাংলায় ফের একা লড়ার বার্তা মমতার, জল্পনা বাড়ালেন 'ইন্ডিয়া'র ভবিষ্যৎ নিয়ে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.