ETV Bharat / bharat

তিন রাজ্যে ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি মৌসম ভবনের - IMD ISSUES HEAVY RAINFALL - IMD ISSUES HEAVY RAINFALL

Heavy Rainfall Alert in Three states: মহারাষ্ট্র, কেরল এবং গোয়ায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করল মৌসম ভবন ৷ সেইসঙ্গে বেশকিছু জেলায় জারি কমলা সতর্কতা ৷

IMD Forecast
লাল সতর্কতা জারি একাধিক রাজ্যে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 15, 2024, 3:12 PM IST

নয়াদিল্লি, 15 জুলাই: আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ মহারাষ্ট্র, কেরল এবং গোয়ায় লাল সতর্কতা জারি করল মৌসম ভবন ৷ সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুতের সতর্কতাও ৷ সোমবারের পূর্বাভাস অনুযায়ী, তিন রাজ্যের একাধিক জেলায় রয়েছে এই লাল সতর্কতা ৷ সেইসঙ্গে বেশকিছু জেলায় কমলা সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস ৷ মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা ৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর থেকে ক্রমশ নীচে নামছে নিম্নচাপ ৷ তার প্রভাবেই কেরল, কর্ণাটক এবং গোয়ার কোঙ্কন উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘণ্টায় ৷ কেরলের মারাপ্পুরম, কান্নুর এবং কাসারাগোর জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা ৷ একইসঙ্গে এরনাকুলাম, ত্রিশূর, পালাকার, কোঝিকোড় এবং ওয়ানাড়ে জারি হয়েছে কমলা সতর্কতা ৷ হাওয়া অফিসের এই পূর্বাভাস পাওয়ার পর কেরলের 6 জেলায় সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ৷

মহারাষ্ট্রের সাতারা, কোলাপুর, সিন্ধদুর্গ এবং রত্নগিরিও রয়েছে হাওয়া অফিসের জারি করা লাল সতর্কতার তালিকায় ৷ তবে পালঘরে হলুদ এবং থানে, রায়গড় এবং পুনেতে জারি করা হয়েছে কমলা সতর্কতা ৷ যদিও রাজধানী দিল্লিতে আগামী কয়েকদিন হালকা ঝোড়ো হাওয়া-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ হাওয়া অফিসের আবহবিজ্ঞানী ড. নরেশ কুমার বলেন, "ক্রমশ নীচের দিকে অগ্রসর হচ্ছে বর্ষা। আর এর ফলে আগামী কয়েকদিন উপকূলীয় কর্ণাটক, কেরল এবং কোঙ্কন গোয়ায় একটি লাল সতর্কতা জারি করেছি । এই তিন রাজ্যে 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামিদিনে দিল্লি-এনসিআরে হালকা বৃষ্টি হবে। দিল্লির জন্য কোনও সতর্কতা নেই ৷"

সোমবার সকালে ভারী বৃষ্টির কারণে দিল্লির বেশ কিছু জায়গা জলবন্দি ৷ সিভিল লাইন, জনপথ, নর্থ অ্যাভিনিউ সমস্ত এলাকা এখন জলমগ্ন ৷ যদিও আগামী 17 জুলাই পর্যন্ত দিল্লি এবং নয়ডায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷

নয়াদিল্লি, 15 জুলাই: আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ মহারাষ্ট্র, কেরল এবং গোয়ায় লাল সতর্কতা জারি করল মৌসম ভবন ৷ সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুতের সতর্কতাও ৷ সোমবারের পূর্বাভাস অনুযায়ী, তিন রাজ্যের একাধিক জেলায় রয়েছে এই লাল সতর্কতা ৷ সেইসঙ্গে বেশকিছু জেলায় কমলা সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস ৷ মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা ৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর থেকে ক্রমশ নীচে নামছে নিম্নচাপ ৷ তার প্রভাবেই কেরল, কর্ণাটক এবং গোয়ার কোঙ্কন উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘণ্টায় ৷ কেরলের মারাপ্পুরম, কান্নুর এবং কাসারাগোর জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা ৷ একইসঙ্গে এরনাকুলাম, ত্রিশূর, পালাকার, কোঝিকোড় এবং ওয়ানাড়ে জারি হয়েছে কমলা সতর্কতা ৷ হাওয়া অফিসের এই পূর্বাভাস পাওয়ার পর কেরলের 6 জেলায় সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ৷

মহারাষ্ট্রের সাতারা, কোলাপুর, সিন্ধদুর্গ এবং রত্নগিরিও রয়েছে হাওয়া অফিসের জারি করা লাল সতর্কতার তালিকায় ৷ তবে পালঘরে হলুদ এবং থানে, রায়গড় এবং পুনেতে জারি করা হয়েছে কমলা সতর্কতা ৷ যদিও রাজধানী দিল্লিতে আগামী কয়েকদিন হালকা ঝোড়ো হাওয়া-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ হাওয়া অফিসের আবহবিজ্ঞানী ড. নরেশ কুমার বলেন, "ক্রমশ নীচের দিকে অগ্রসর হচ্ছে বর্ষা। আর এর ফলে আগামী কয়েকদিন উপকূলীয় কর্ণাটক, কেরল এবং কোঙ্কন গোয়ায় একটি লাল সতর্কতা জারি করেছি । এই তিন রাজ্যে 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামিদিনে দিল্লি-এনসিআরে হালকা বৃষ্টি হবে। দিল্লির জন্য কোনও সতর্কতা নেই ৷"

সোমবার সকালে ভারী বৃষ্টির কারণে দিল্লির বেশ কিছু জায়গা জলবন্দি ৷ সিভিল লাইন, জনপথ, নর্থ অ্যাভিনিউ সমস্ত এলাকা এখন জলমগ্ন ৷ যদিও আগামী 17 জুলাই পর্যন্ত দিল্লি এবং নয়ডায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.