ETV Bharat / bharat

10 টাকার কয়েনের জন্য আপনার জেলও হতে পারে ! আজই সতর্ক হোন - 10 Rupees Coin

10 টাকার কয়েন আপনাকে জেলেও পাঠাতে পারে ৷ এই কাজগুলি করলে আজই সতর্ক হোন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Updated : 2 hours ago

10 Rupees Coin
জেলেও পাঠাতে পারে 10 টাকার কয়েন (ইটিভি ভারত)

কলকাতা, 5 অক্টোবর: আপনার কাছে 10 টাকার কয়েন আছে ? জানেন কী, এই কয়েনের কারণে জেলও হতে পারে ৷ হতে পারে বড় অঙ্কের জরিমানায় ৷ ভারতীয় মুদ্রা আইন ও আইপিসি-র ধারায় শাস্তির কথা বলা রয়েছে ৷ কেন শাস্তি হতে পারে জেনে নিন ৷ আজই সতর্ক হোন ৷

সম্প্রতি সোশাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে যে 10 টাকার কয়েন জাল হচ্ছে । এটাও ছড়িয়েছে, 10 টাকার কয়েনটি অবৈধ । বেশ কয়েক বছর ধরে এই গুজবের কারণে মানুষের মনে অবিশ্বাস বেড়েছে ৷ ফলস্বরূপ ছোট দোকানদার থেকে ব্যবসায়ী, বাস কন্ডাকটর অনেকেই 10 টাকার কয়েন নিতে চান না । আর তাতে সমস্যায় পড়েন সাধারণ মানুষ ৷ অনেকেই 10 টাকার কয়েন নিতে ও রাখতে দ্বিধায় ভুগছেন ।

গুজব রোধ করতে আরবিআই একাধিক পদক্ষেপ নিয়েছে ৷ যেমন রাজ্য সরকারগুলিকে পরিবহণ কর্মীদের কাছ থেকে 10 টাকার কয়েন কেনার নির্দেশ দেওয়া । এ বিষয়ে সচেতনতামূলক পোস্টার লাগানো, সব ব্যাঙ্কের মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করা । কিন্তু সচেতনতার চেষ্টাতেও তেমন কাজ হয়নি । এমনকী এখন অনেকেই 10 টাকার কয়েন নিতে চান না ।

যদিও বেশিরভাগ লোকই জানেন না যে ভারতীয় মুদ্রা নিতে অস্বীকার করলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে । 10 টাকার কয়েন নিতে অস্বীকার করার জন্য দোকানদারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে ? দেখে নিন...

ভারতীয় মুদ্রা নিতে অস্বীকার করলে কী হতে পারে ?

দেশের অনেক জায়গাতেই বিশেষ করে দোকানদাররা 10 টাকার কয়েন নিতে চান না । এতে বিড়ম্বনায় পড়েন সাধারণ মানুষ ৷ অনেকেই জানেন না যে এটি আইনত অপরাধ । যদি কেউ আপনার কাছ থেকে 10 টাকার কয়েন নিতে না চান, আপনি তাঁর বিরুদ্ধে অভিযোগ করতে পারেন । এই অপরাধে তাঁর শাস্তিও হতে পারে ।

ভারতীয় দণ্ডবিধি কী বলে ?

ভারতীয় দণ্ডবিধির 489A থেকে 489E ধারার অধীনে, নোট বা মুদ্রার জাল মুদ্রণ, জাল নোট বা মুদ্রার প্রচলন, আসল বা বৈধ মুদ্রা গ্রহণ করতে অস্বীকার করা অপরাধ । এসব ধারায় জরিমানা, কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে । যদি কেউ আপনার কাছ থেকে ভারতীয় মুদ্রা/টাকা নিতে না চান, আপনি প্রয়োজনীয় প্রমাণ-সহ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন ।

যে ব্যক্তি কয়েনটি নিতে চাইছেন না (যদি মুদ্রাটি প্রচলিত থাকে), তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা যেতে পারে । ভারতীয় মুদ্রা আইন ও আইপিসির ধারায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের কাছেও অভিযোগ করা যেতে পারে । একই কাজ যদি আপনিও করেন, তাহলে সাবধান ৷ ভারতীয় মুদ্রা বৈধ হলে আপনি তা গ্রহণ করতে বাধ্য ৷

আরও পড়ুন:

কলকাতা, 5 অক্টোবর: আপনার কাছে 10 টাকার কয়েন আছে ? জানেন কী, এই কয়েনের কারণে জেলও হতে পারে ৷ হতে পারে বড় অঙ্কের জরিমানায় ৷ ভারতীয় মুদ্রা আইন ও আইপিসি-র ধারায় শাস্তির কথা বলা রয়েছে ৷ কেন শাস্তি হতে পারে জেনে নিন ৷ আজই সতর্ক হোন ৷

সম্প্রতি সোশাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে যে 10 টাকার কয়েন জাল হচ্ছে । এটাও ছড়িয়েছে, 10 টাকার কয়েনটি অবৈধ । বেশ কয়েক বছর ধরে এই গুজবের কারণে মানুষের মনে অবিশ্বাস বেড়েছে ৷ ফলস্বরূপ ছোট দোকানদার থেকে ব্যবসায়ী, বাস কন্ডাকটর অনেকেই 10 টাকার কয়েন নিতে চান না । আর তাতে সমস্যায় পড়েন সাধারণ মানুষ ৷ অনেকেই 10 টাকার কয়েন নিতে ও রাখতে দ্বিধায় ভুগছেন ।

গুজব রোধ করতে আরবিআই একাধিক পদক্ষেপ নিয়েছে ৷ যেমন রাজ্য সরকারগুলিকে পরিবহণ কর্মীদের কাছ থেকে 10 টাকার কয়েন কেনার নির্দেশ দেওয়া । এ বিষয়ে সচেতনতামূলক পোস্টার লাগানো, সব ব্যাঙ্কের মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করা । কিন্তু সচেতনতার চেষ্টাতেও তেমন কাজ হয়নি । এমনকী এখন অনেকেই 10 টাকার কয়েন নিতে চান না ।

যদিও বেশিরভাগ লোকই জানেন না যে ভারতীয় মুদ্রা নিতে অস্বীকার করলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে । 10 টাকার কয়েন নিতে অস্বীকার করার জন্য দোকানদারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে ? দেখে নিন...

ভারতীয় মুদ্রা নিতে অস্বীকার করলে কী হতে পারে ?

দেশের অনেক জায়গাতেই বিশেষ করে দোকানদাররা 10 টাকার কয়েন নিতে চান না । এতে বিড়ম্বনায় পড়েন সাধারণ মানুষ ৷ অনেকেই জানেন না যে এটি আইনত অপরাধ । যদি কেউ আপনার কাছ থেকে 10 টাকার কয়েন নিতে না চান, আপনি তাঁর বিরুদ্ধে অভিযোগ করতে পারেন । এই অপরাধে তাঁর শাস্তিও হতে পারে ।

ভারতীয় দণ্ডবিধি কী বলে ?

ভারতীয় দণ্ডবিধির 489A থেকে 489E ধারার অধীনে, নোট বা মুদ্রার জাল মুদ্রণ, জাল নোট বা মুদ্রার প্রচলন, আসল বা বৈধ মুদ্রা গ্রহণ করতে অস্বীকার করা অপরাধ । এসব ধারায় জরিমানা, কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে । যদি কেউ আপনার কাছ থেকে ভারতীয় মুদ্রা/টাকা নিতে না চান, আপনি প্রয়োজনীয় প্রমাণ-সহ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন ।

যে ব্যক্তি কয়েনটি নিতে চাইছেন না (যদি মুদ্রাটি প্রচলিত থাকে), তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা যেতে পারে । ভারতীয় মুদ্রা আইন ও আইপিসির ধারায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের কাছেও অভিযোগ করা যেতে পারে । একই কাজ যদি আপনিও করেন, তাহলে সাবধান ৷ ভারতীয় মুদ্রা বৈধ হলে আপনি তা গ্রহণ করতে বাধ্য ৷

আরও পড়ুন:

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.