নয়াদিল্লি, 6 মে: ঘোষণা হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফলাফল ৷ সোমবার সকাল 11টা থেকে সিআইএসসিই'র অফিসিয়াল ওয়েবসাইটে www.cisce.org এবং results.cisce.org-এ যথাক্রমে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যাচ্ছে ৷ প্রিন্ট করা যাচ্ছে মার্কশিটও ৷ বোর্ডের নিয়ম অনুযায়ী উত্তীর্ণ হওয়ার জন্য প্রতি বিষয়ে এবং সার্বিক মোট নম্বরে ন্যূনতম 33 শতাংশ বা গ্রেড ডি পেতেই হবে পরীক্ষার্থীকে। এর থেকে কম পেলে তাকে অনুত্তীর্ণ বলে ধরে নেওয়া হবে। পরের বছর সংশ্লিষ্ট পরীক্ষার্থী বা পরীক্ষার্থীদের ফের বসতে হবে পরীক্ষায়। যদিও 'অস্বাস্থ্যকর প্রতিযোগিতা' এড়াতে মেধাতালিকা প্রকাশ না-করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড
সিআইএসসিই'র বোর্ড পরীক্ষায় মেয়েরা ছেলেদের পিছনে ফেলে 99.47 শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন ৷ দ্বাদশ শ্রেণির পাশের হার 98.19 শতাংশ ৷ CISCE-এর মুখ্য় কার্যনির্বাহী আধিকারিক সচিব জোসেফ ইমানুয়েল জানিয়েছেন, দশম শ্রেণিতে ছেলেদের পাশের হার 99.31 শতাংশ সেখানে মেয়েদের 99.65 শতাংশ। একইভাবে, ছেলেরা দ্বাদশ শ্রেণিতে 97.53 শতাংশ পাশ করেছে এবং মেয়েদের পাশের হার সেখানে 98.92 শতাংশ ৷ দশম শ্রেণিতে দেশের বাইরে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং দুবাইয়ের স্কুলগুলি দারুণ ফলাফল করেছে ৷ দ্বাদশ শ্রেণিতেও দুরন্ত ফলাফল সিঙ্গাপুর এবং দুবাইয়ের স্কুলগুলির ৷
এবারে ICSE পরীক্ষায় 60টি বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল ৷ যার মধ্যে 20টি ভারতীয় ভাষা, 13টি বিদেশি ভাষা এবং 1টি শাস্ত্রীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছিল ৷ ISC-তে 12টি ভারতীয় ভাষা, 4টি বিদেশি ভাষা, 2টি শাস্ত্রীয় ভাষা-সহ 47টি লিখিত বিষয়ে পরীক্ষা হয়েছিল। দশম শ্রেণিতে 99.47 শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন ৷ দ্বাদশ শ্রেণির পাশের হার 98.19 শতাংশ ৷ এবছর CISCE-র দশম শ্রেণির পরীক্ষা 21 ফেব্রুয়ারি শুরু হয়ে 28 মার্চ শেষ হয়েছিল ৷ অন্যদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা 12 ফেব্রুয়ারি শুরু হয়েছিল যা শেষ হয় 4 এপ্রিল ৷
বোর্ডের তরফ থেকে আগেই জানানো হয়েছে, যেসব পরীক্ষার্থী নম্বর পুনর্বিবেচনার জন্য পুনরায় পরীক্ষা দিতে চায় তারা সর্বোচ্চ যে কোনও দু'টি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। চলতি বছর জুলাই মাসে নেওয়া হবে ওই পরীক্ষা। এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য http://cisce.org ওয়েবসাইটে দ্রুত আপলোড করা হবে বলে জানিয়েছে বোর্ড।
আরও পড়ুন: